বন্ধু দিবসের স্ট্যাটাস নিয়ে একটি ছোট্ট গল্প
ছেলে: কিরে কি করছিস?
মেয়ে: এইতো বসে আছি, আর তুই?
ছেলে: এই একজনের কথা ভাবছি?
মেয়ে: কার কথা ভাবছিস বল একটু।
ছেলে: ভাবতেছি একজনের কথা কিন্তু বলা যাবে না। আই এম সরি!
মেয়ে: আমি তোর এত ভালো বন্ধু হয়েও জানতে পারবো না, যে তুই কার কথা ভাবছিস?
ছেলে: নারে কিছু কিছু কথা বলা খুব কঠিন হয়।
মেয়ে: ও তাই? বল বল কোন মেয়ের কথা ভাবছিস কাউকে বলব না।
ছেলে: ভাবছি একটা মেয়ের কথা ঠিকই, কিন্তু তোকে হয়তো বলতে পারব না।
মেয়ে: ঠিক আছে তোর সাথে আর কথা বলবো না।
তারপর পাঁচ মিনিট পরে
ছেলে: কি রে রাগ কমলো?
মেয়ে: এসএমএস আসার 2 মিনিট পর উত্তর দিল, হ্যাঁ বল!
ছেলে: এখনো রাগ করে আছিস?
মেয়ে: না বল।
ছেলে: এত রাগ করে আছিস, তো আগে রাগ কমা তারপর বলব.. কার কথা ভাবছি।
মেয়ে: রাগ কমিয়েছি এবার তো বল।
ছেলে: জানিস অনেকদিন ধরে একটা মেয়েকে মন থেকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কি বলতো তাকে বলার ক্ষমতা আমার নেই, অনেকবার ভেবেছি বলব, কিন্তু সেই সাহস হয়ে উঠেনি।
মেয়ে: আজ জানলাম তুই এত ভীতু।
ছেলে: কখনো কখনো মন না চাইলেও ভীতু থাকতে হয়।
মেয়ে: তাহলে একটু নামটা বল যে সেই সৌভাগ্যবতী কে?
ছেলে: Sorry রে, এই কথাটা হয়তো বলতে পারব না।
মেয়ে: ঠিক আছে নাম বলতে হবে না, তার সম্পর্কে কিছু তো বল, যাতে আমি সেই সৌভাগ্যবতী কে চিনতে পারি।
ছেলে: ওকে বলছি তার সম্পর্কে- গোলাপি ঠোঁট তার উপর একটা ছোট্ট তিল, তানা তানা চোখ তার মধ্যে চাঁদের মত মনি, হাসলে যেন পৃথিবীর সব সুখ চলে আসে আমার মনে, এক কথায় রাজকন্যা।
মেয়ে: বাবা এইরকম রাজকন্যাকে পেলি কোথা থেকে এই পৃথিবীতে?
ছেলে: পেয়েছি অনেক কষ্টে, কিন্তু তাও আমি তাকে আমার মনের কথা বলতে পারছি না।
মেয়ে: একটু রেগে গিয়ে। আমি তো এই রাজকন্যা কে চিনতে পারলাম না, এখন তোকে ওর নাম বলতেই হবে।
ছেলে: আমি বারবার বলছি আমি এটা পারব না।
মেয়ে: দেখ তুই আমাকে তোর সব থেকে ভালো বন্ধু মনে করিস তো?
ছেলেঃ হ্যাঁ সেটা আবার বলতে হবে।
মেয়ে: ঠিক আছে, আমার দিব্যি ওর নাম বল।
ছেলে: ভালো ভালো.. তুই যেমন দিব্যি দিলি, আমি তোকে তেমন একটা দিব্যি দেবো রাখতে হবে কিন্তু।
মেয়ে: হ্যাঁ বল, রাখবো। প্রমিস!
ছেলে: ঠিক আছে, আমার দিব্যি আমাদের বন্ধুত্ব তা যেন কখনো নষ্ট না হয় যে কোন অবস্থায়।
মেয়ে: ওকে প্রমিস।
ছেলে: তোর মনে আছে আমাদের ক্লাস টেন এ বাংলাদেশের 5 জন মেয়ে পড়তো?
মেয়ে: হ্যাঁ মনে আছে,
ছেলে: ওই পাঁচজনের মধ্য থেকে একজনকে আমি ভালোবাসি।
মেয়ে: একটু পরিষ্কার করে বলতো কি নাম? আমি আবার সহ্য করতে পারতেছি না।
ছেলে: তুমি।
মেয়ে: এসএমএস করা বন্ধ করে দিল।
কিন্তু আবার 30 মিনিট পরে
মেয়ে: কিরে তুই এবার থেকে আমায় তুই বলে ডাকবে না তুমি বলবে।
ছেলে: খুব খুশী হয়ে-আই লাভ ইউ। আমি তোমাকে খুব খুব ভালোবাসি।
মেয়ে: আমিও।
[সমাপ্ত]
কি বন্ধুরা? কি বুঝলেন?
আসলে বন্ধুত্ব থেকে তৈরি ভালোবাসা গুলো একটু বেশি কিউট হয়।
ধন্যবাদ গল্পটি পড়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার দিবেন।