বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার কে ছিল?
বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার কে ছিল?
ইউটিউব ২০০৫ সালে প্রতিষ্ঠিত আর ইউটিউব এর সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠাতার সময় থেকেই । কেননা ইউটিউবের ৩ জন প্রতিষ্ঠাতা তার মধ্যেকার একজন ছিলেন বাংলাদেশের , তার নাম জাভেদ করিম ।
ইউটিউব যখন তার পার্টনার প্রোগ্রাম চালু করেছে, তারপর থেকে সফল ভাবে একজন ইউটিউবার প্রথম টাকা ইনকাম করেন । তখন অনেকে ইউটিউবার হয়েছেন হয়তো সফল তো হননি ।
আমি আজকে প্রথম সফল ইউটিউবার এর কথায় বলছি । বাংলাদেশের প্রথম সফল ইউটিউবার হলেন সালমান মুক্তাদির । হয়তো অনেকে জানেন না । কিন্তু সালমান মুক্তাদির প্রথম সফল ইউটিউবার । তিনিই প্রথম ইউটিউব থেকে টাকা ইনকাম করেন ।
সালমান মুক্তাদিরকে অনেকে অভিনেতা হিসেবে চিনেন, কিন্তু প্রথমে তিনি ইউটিউবার তারপর সে অভিনেতা । বলা যেতে পারে এই ইউটিউব এর সুবাদে তিনি অভিনয় জগতে আসেন ।
তার যে চ্যানেল আছে তার নাম – SalomN TheBrownFish
এটা তার একটা vlog চ্যানেল । ভুল করে ব্লগ চ্যানেল মনে করবেন না । এই চ্যানেল টিতে তিনি নিজের অভিনয় সহ আরো অনেক কমেডি ও ফানি বিষয় গুলো শেয়ার করতেন । আর এখন তিনি তার চ্যানেলে গান আপলোড করেন বিভিন্ন নায়ক নায়িকাদের সাথে ।
তার নামে সমালোচনা রয়েছে । এর কারণে তার ইউটিউব চ্যানেল টির সাবস্ক্রাইব ডাউন হয়ে যায় মানে কমে যায় । এতোটায় কমে যায় । তার চ্যানেল টি ২০১২ সালে তৈরী করা হয়েছে।সেই হিসেবেও তার চ্যানেল টি মিলিয়ন সাবস্ক্রাইব পার করার কথা কিন্তু সমালোচনার কারণে তার চ্যানেল টি আন সাবস্ক্রাইবের কবলে পড়ে । এতে তার চ্যানেল টিতে এখন ও ১ লক্ষ সাবক্রাইবার আছে ।
এভাবে সাবস্ক্রাইব কমে যাওয়ার কারণে তার ইনকামও কমে যায় ।
সালমান মুক্তাদির তার চ্যানেল থেকে কতোটাকা ইনকাম করেন ? তার লাইফস্টাইল সহ আরো অনেক বিষয় গুলো জানতে পারবেন নীচের ভিডিওটি দেখলে। আশা করি ভিডিও দেখবেন
এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন ।