এই আবেদন পত্রটি বাংলাদেশে কৃষি বিদ্যালয়ে ২০১৯ সালে “ক্লিনার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার সাক্ষেপে তৈরি করা হয়েছে । আপনি এই আবেদন পত্রটি দিয়ে আরো অনেক আবেদনপত্র তৈরি করতে পারবেন ।
তারিখঃ ৩০–০৭–২০১৯
বরাবর
রেজিস্টার (ভারপ্রাপ্ত) মহোদয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ–২২০২
বিষয় : “ক্লিনার” পদে নিয়োগের জন্য আবেদন ।
জনাব,
সবনিয় নিবেদন এই যে, গত ০৮–০৭–২০১৯ইং তারিখে “সমকাল” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার অধীনে “ক্লিনার” পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে । আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনায় পেশ করলাম ।
১ । পদের নাম | : “ক্লিনার” |
২ । প্রার্থীর নাম (বাংলায়) | : মোঃ মাসুদ রানা |
(ইংরেজীতে বড় হাতের অক্ষরে) | : MD. MASUD RANA |
৩ । পিতার নাম | : আঃ কদ্দুস |
৪ । মাতার নাম | : মোছাঃ মাজেদা খাতুন |
৫ । স্থায়ী ঠিকানা | : গ্রাম- বনপাথালিয়া, ডাকঘর– কাঁঠাল বাজার, উপজেলা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ |
(ইংরেজীতে) | : Village:- Dari Kanthal, Post office:- Kathal Bazar, Ps:- Trishal, Distric:- Mymensingh. |
৬ । বর্তমান ঠিকানা | : গ্রাম- বনপাথালিয়া, ডাকঘর- কাঁঠাল বাজার, উপজেলা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ |
(ইংরেজীতে) | : Village:- Dari Kanthal, Post office:- Kathal Bazar, Ps:- Trishal, Distric:- Mymensingh. |
৭। জন্ম তারিখ | : ০৫-১২-১৯৯০ইং |
৮ । বয়স ৩১–০৭–২০১৯ তারিখে | : ২৮ বছর ০৭ মাস ২৬ দিন |
৯ । জাতীয়তা | : বাংলাদেশী |
১০ । ধর্ম | : ইসলাম |
১১ । বৈবাহিক অবস্থা | : বিবাহিত |
১২ । মোবাইল নাম্বার | : ০১৭২৫-৮৪৩০৪৩ |
১৩ । শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম | পাসের সন | বোর্ড/বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান | বিভাগ/শ্রেণী/জিপিএ |
৮ম শ্রেণী |
২০০৫ | দড়ি কাঁঠাল উচ্চ বিদ্যালয় |
পাশ |
১৪ । প্রশিক্ষণ/শিরোনাম ও সময় | : প্রযোজ্য নয় |
১৫ । অভিজ্ঞতা | : প্রযোজ্য নয় |
১৬ । ব্যাংক ড্রাফট/ পে–অর্ডার নম্বর | : কৃষি ব্যাংক PS No. 2208689, ৩০-০৭-২০১৯ইং, বাকৃবি, ময়মনসিংহ । |
১৭ । মন্তব্য | : প্রযোজ্য নয় |
অতএব, মহোদয়ের সমীপে আকুল আবেদন আমার উপরোক্ত যোগ্যতা ও তথ্যাদি বিবেচনা করে আমাকে উক্ত পদে নিয়োগ দান করলে কর্মদক্ষতার গুণে আপনার সন্তুষ্টি বিধানে যথাসাধ্য চেষ্টা করব ।
………………………
মোঃ মাসুদ রানা
সংযুক্তিঃ
১ । প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি ।
২ । প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
৩ । ইউনিয়ন পরিষদ এর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র ।
৪ । প্রথম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা কর্তৃক জাতীয়পরিচয় ও জন্মনিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি ।
৫ । সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ।
৬ । ১৫০/- টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট ।