আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক ( বাচ্চাদের নাম অর্থসহ / বাচ্চাদের সুন্দর নাম, ছেলে ও মেয়ে বাচ্চাদের আরবি নাম, ইসলামিক সুন্দর নাম ) নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
সূচনাঃ নাম হলো যার মাধ্যমে একজন ব্যক্তিকে চিরদিন ডাকা হয়। তাই নাম রাখার ক্ষেত্রে সবসময় সতেচন হতে হবে। সবসময় বাচ্চাদের ভালো, সুন্দর ও ইসলামিক নাম রাখতে হবে। খারাপ নাম রাখলে তা তার জীবনের জন্যও খারাপ হতে পারে।
বাচ্চাদের নাম অর্থসহ / বাচ্চাদের সুন্দর নাম ১৫ টি ইসলামিক নাম এর অর্থ
১. নামঃ আব্দুল্লাহ
আরবিঃ عَبْدُ الله
ইংরেজিঃ Abdullah
অর্থঃ আল্লাহর বান্দা
ব্যাখাঃ এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামগুলোর মধ্যে একটি। আমরা সকলেই আল্লাহর বান্দা আর আব্দুল্লাহর অর্থই হচ্ছে আল্লাহর বান্দা তাই এই নাম আল্লাহর খুবই পছন্দের।
২. নামঃ আব্দুর রহমান
আরবিঃ عبد الرحمن
ইংরেজিঃ Abdur Rahman
অর্থঃ রহমানের বান্দা
ব্যাখাঃ আব্দুর রহমান আল্লাহর সবচেয়ে প্রিয় ও উত্তম নামসমূহের মধ্যে অন্যতম। রহমান শব্দের অর্থ হচ্ছে পরম করুণাময় বা পরম দয়ালু। আল্লাহ হচ্ছে পরম করুণাময় বা দয়াময়। মানুষ, প্রানী বা গাছপালা সবাই তার দয়াতেই বেঁচে আছি।
৩. নামঃ আব্দুল বারি
আরবিঃ عَبْدُ الْبَارِيْ
ইংরেজিঃ Abdul Bari
অর্থঃ স্রষ্টার বান্দা
ব্যাখাঃ আব্দুল বারি সবচেয়ে উত্তম নামগুলোর মধ্যে অন্যতম একটি। এই পৃথিবীর সবকিছুই আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা। আর আমরা তার বান্দা। তাই আব্দুল বারি একটি ভালো নাম।
৪. নামঃ মুহাম্মদ
আরবিঃ مُحَمَّدٌ
ইংরেজিঃ Muhammad বা Mohammad
অর্থঃ প্রশংসিত
ব্যাখাঃ আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবি ও রাসুলের নাম হচ্ছে হযরত মুহাম্মদ (স.)। তার উপর কুরআন নাজিল হয়। মুহাম্মদ নাম রাখা উত্তম। অনেকের মতে সকলের নামের সাথেই মুহাম্মদ রাখা উচিত।
৫. নামঃ ইবরাহিম বা ইব্রাহিম
আরবিঃ إبْرَاهِيْمُ
ইংরেজিঃ Ibrahim বা Abraham (ইবরাহিম (আ.) কে ইংরেজিতে আব্রাহাম বলা হয়)।
অর্থঃ এটি একটি হিব্রু নাম। এর অর্থ আবু রাহাম, জনসাধারণের পিতা অথবা বারহাম, পাথরের ভাই, নবীগণের পিতা
ব্যাখাঃ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নবি ও রাসুলদের মধ্যে একজন হচ্ছেন ইবরাহিম (আ.)। তিনি একজন নবি ও রাসুল। তার উপর সহিফা নাজিল হয় বলে জানা যায়। তিনি মুসলিম জাতির পিতা।
৬. নামঃ আদম
আরবিঃ آدم
ইংরেজিঃ Adam
অর্থঃ গোধুমবর্ণ, মাটির মানুষ, প্রথম মানুষ
ব্যাখাঃ ইসলাম অনুসারে পৃথিবীর প্রথম মানুষ ও নবি হচ্ছে হযরত আদম (আ.)। তিনি আমাদের আদি পিতা। তার মাধ্যমে মানবজাতির সূচনা ঘটে।
৭. নামঃ আলি বা আলী
আরবিঃ عَلِيٌّ
ইংরেজিঃ Ali বা Aali
অর্থঃ সুউচ্চ
ব্যাখাঃ হযরত আলি (রা.) হলো মুহাম্মদ (স.) এর মৃত্যুর পর ৪ খলিফার মধ্যে একজন। তাছাড়া তিনি নবি (স.) এর সাহাবি ও বাল্যাকালের বন্ধু ছিলেন।
৮. নামঃ যুবায়ের বা জুবায়ের বা যুবাইর বা জুবাইর
আরবিঃ زُبَيْرٌ
ইংরেজিঃ Zubayer বা Jubayer বা Jubair
অর্থঃ বুদ্ধিমান
ব্যাখাঃ হযরত মুহাম্মদ (স.) এর সাহাবিদের মধ্যে একজন। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে একজন।
৯. নামঃ আহমাদ
আরবিঃ أَحْمَدُ
ইংরেজিঃ Ahamad বা Ahmad
অর্থঃ অধিক প্রশংসাকারী
ব্যাখাঃ সর্বশেষ ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স.) এর আরেক নাম।
১০. নামঃ খাদিজা বা খাদেজা
আরবিঃ خَدِيْجَةُ
ইংরেজিঃ Khadija
অর্থঃ অকাল জন্ম
ব্যাখাঃ হযরত মুম্মদ (স). এর প্রথম স্ত্রী। তিনি মুহাম্মদ (স.) এর স্ত্রীদের মধ্যে অন্যতম একজন।
১১. নামঃ আয়েশা
আরবিঃ عَائِشَةُ
ইংরেজিঃ Ayesha বা Aisha
অর্থঃ সজীব, প্রাণবন্তা, জীবনধারিণী।
ব্যাখাঃ হযরত মুহাম্মদ (স.) এর স্ত্রীদের মধ্যে একজন। তিনি মুহাম্মদ (স.) এর সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে একজন। তার পিতা ছিলের আবু বকর (রা.)। তিনি মুহাম্মদ (স.) এর সাহাবিদের মধ্যে অন্যতম একজন ও চার খলিফাদের মধ্যে একজন।
১২. নামঃ ফাতেমা বা ফাতিমা
আরবিঃ فَاطِمَةُ
ইংরেজিঃ Fatema বা Fatima
অর্থঃ নেই
ব্যাখাঃ ফাতেমা ছিলের হযরত মুহাম্মদ (স.) এর কন্যাদের মধ্যে একজন।
১৩. নামঃ হাফসা
আরবিঃ حَفْصَةُ
ইংরেজিঃ Hafsa
অর্থঃ নেই
ব্যাখাঃ হযরত মুহাম্মদ (স.) এর স্ত্রীদের মধ্যে একজন।
১৪. নামঃ উম্মে হাবিবা বা উম্মে হাবীবা
আরবিঃ أُمِّ حَبِيْبَة
ইংরেজিঃ Umme Habiba
অর্থঃ হাবীবার মা
ব্যাখাঃ হযরত মুহাম্মদ (স.) এর স্ত্রীদের মধ্যে একজন।
১৫. নামঃ উম্মে কুলসুম
আরবিঃ أُمُّ كلْثُوْم
ইংরেজিঃ Umme Kulsum
অর্থঃ কুলসুমের মা
ব্যাখাঃ উম্মে কুলসুম হযরত মুহাম্মদ (স.) এর কন্যা সন্তানদের মধ্যে একজন।
ছেলে ও মেয়ে বাচ্চাদের জন্য ৫টি করে আরবি নামঃ
মেয়ে বাচ্চাদের আরবি নাম ও অর্থসহ
১. আরবি নামঃ أسامة
বাংলা উচ্চারণঃ উসামা
ইংরেজিঃ Usama
অর্থঃ সিংহ
২. আরবি নামঃ ريَّان
বাংলা উচ্চারণঃ রাইয়ান বা রাইয়্যান
ইংরেজিঃ Raian বা Raiyan
অর্থঃ জান্নাতের দরজা বিশেষ
৩. আরবি নামঃ لبيب
বাংলা উচ্চারণঃ লাবিব বা লাবীব
ইংরেজিঃ Labib
অর্থঃ বুদ্ধিমান
৪. আরবি নামঃ نَبِيْل
বাংলা উচ্চারণঃ নাবিল বা নাবীল
ইংরেজিঃ Nabil
অর্থঃ শ্রেষ্ঠ
৫. আরবি নামঃ صَفْوَانُ
বাংলা উচ্চারণঃ সাফওয়ান
ইংরেজিঃ Safwan
অর্থঃ স্বচ্ছ শিলা
মেয়ে বাচ্চাদের আরবি নাম ও অর্থসহ
১. আরবি নামঃ رُفَيْدَةُ
বাংলা উচ্চারণঃ রুফাইদা
ইংরেজিঃ Rufaida
অর্থঃ সামান্য দান
২. আরবি নামঃ حَلِيْمَةُ
বাংলা উচ্চারণঃ হালিমা
ইংরেজিঃ Halima
অর্থঃ ধৈর্যশীল
৩. আরবি নামঃ سُمَيَّةُ
বাংলা উচ্চারণঃ সুমাইয়া
ইংরেজিঃ Sumaia
অর্থঃ আলামত
৪. আরবি নামঃ فَرِيْعَةُ
বাংলা উচ্চারণঃ ফারিহা
ইংরেজিঃ Faria বা Fariha
অর্থঃ লম্বাদেহী
৫. আরবি নামঃ أَسْمَاءُ
বাংলা উচ্চারণঃ আসমা
ইংরেজিঃ Asma
অর্থঃ অতুলনীয়
উপসংহারঃ নাম একজন ব্যক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সব সময় বাচ্চাদের আরবি ও ইসলামিক নাম রাখতে হবে। শুধু আরবি নাম রাখলেই হবেনা। সেই নামের অর্থ জানতে হবে যে তার অর্থ কি ভালো নাকি খারাপ কিছু। বাচ্চাদের জন্য নবি-রাসুল বা সাহাবিদের নাম রাখা যেতে পারে। কিন্তু আল্লাহর নাম না রাখাই ভালো যেমন খালিক, মালিক ইত্যাদি। আল্লাহর বান্দা এরকম অর্থ বুঝায় সে ধরণের নাম রাখা যায়। যেমনঃ আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি।
তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন।