বাবা মানেই সন্তানের জন্য শাসন এবং আদরের এক মিশ্র অনুভূতি| বাবা শব্দটি শুনলেই আবেগ ধরে রাখা কষ্টকর হয়ে যায় | বিশেষ করে মেয়েদের জন্য এই কথাটি যেন আরো চরমভাবে সত্য | মেয়েরা হয় বাবার রাজকুমারী | জন্মের পর থেকে যেই মানুষটি নীরবে দায়িত্ব পালন করে যান,যেই মানুষটির দায়িত্ব প্রত্যক্ষভাবে কখনো ফুটে উঠে না তিনি হচ্ছেন বাবা |মায়ের সাপাশাপাশি সন্তানের জন্য ভালোবাসার আরেক নাম বাবা |
সন্ত্বানকে মা ১০ মাস ১০ দিন গর্ভে লালন পালন করেন | তারপর জন্মের সময় অসহনীয় ব্যথা সহ্য করেন| মায়ের এই ভূমিকা চোখে পড়লেও অনেক সময় সন্তানের জন্য বাবার করা কষ্টের গল্পগুলো সারাজীবন না শোনাই থেকে যায় |
একটি শিশুর পৃথিবীতে আগমনের খবরের সাথে সাথেই ছেলের দায়িত্ব যেন বেড়ে যায় দ্বিগুনভাবে | একদিনের ব্যবধানে বেপরোয়া জীবন যাপন করা লোকটি হয়ে উঠেন একজন দায়িত্ববান বাবা |বাবা রাত দিন চিন্তা করেন কিভাবে সন্তানের ভবিষ্যতের জন্য অল্প অল্প করে অর্থ জমানো যায় | সন্তানের জন্মের পর থেকে শুরু করে তার পড়াশুনা এবং তাকে ঠিকভাবে বেড়ে উঠার জন্য বাবারা যে কষ্ট করেন তা কখনোই কোনো কিছু দিয়ে শোধ হবেনা | বাবার হাত ধরেই শুরু হয় সন্তানের এক পা দু পা করে পথ চলা ,বাবার হাত ধরেই শুরু হয় সন্তানের প্রথম স্কুলে যাওয়া | একসময় সন্তান নিজেই পথ চলতে শিখে যায় | তখন ভুলে যায় তার পথ চলার পিছনে বাবার অপরিসীম কষ্টগুলোকে |
সন্তান বাবার জীবনে আসার পর থেকে বাবারা তাদের সমস্ত সাধ ভুলে রাত দিন সন্তানের জন্যই কষ্ট করেন,সন্তানের জন্যই শুরু হয় তার স্বপ্ন দেখা | সন্তান কিভাবে ভালো থাকবে সেই চিন্তায় তিনি বিভোর থাকেন |বাবাদের কোনো রাত দিন থাকেনা | বাবাদের চোখে কোনো ঘুম নেই ,ক্লান্তি নেই ,সন্তানের জন্য কাজ করে অর্থ উপার্জন করতে বাবাদের রাত দিন লাগেনা | বাবাদের জুতা জামা ঘড়ি কখনো পুরোনো হয়না |তারা এক জামা ,এক জুতা পরে কাটিয়ে দিতে পারেন বছরের পর বছর | বাবারা পায়ে হেটে যেতে পারেন দীর্ঘপথ | বাবাদের কোনো ক্ষুধা লাগেনা |দিনশেষেও বাবারা সন্তানের সুখের হিসাবে নিকাশে ব্যস্ত থাকেন| বেশিরভাগ বাবারা শুধু শাসন করতেই জানেন,কিন্তু কখনো দেখা যায় না তাদের অন্তরে আছে সন্তানের জন্য এক সমুদ্র পরিমান ভালোবাসা |
ভালোবাসা আর দায়িত্বের দিক থেকে যে বাবারা সন্তানের অগোচরে সারাজীবন নীরব ভূমিকাই পালন করে যান | সেই ভালোবাসা দেখা যায় না ,ছোঁয়া যায় না ,যায় না পরিমাপ করা |এ যেন এক অদৃশ্য মায়ার বাঁধন | যার জীবন থেকে বাবা হারিয়ে গেছে সেই জানে বাবার স্নেহ, মায়া কি জিনিস |
পৃথিবীর সব বাবারাই দীর্ঘজীবন সন্তানের মাথার উপর ছায়া হয়ে বেঁচে থাকুক | বাবার মায়া জড়িয়ে রাখুক সকল সন্তানকে বছরের পর বছর |