বিক্রয় ডট কম এর আমাদের দেশের অধিকাংশ মানুষের পরিচয় আছেন। ইন্টারনেট ব্যবহার করেন কিন্তু বিক্রয় ডট কম এর বিষয়ে জানেন না এমন মানুষ হয়তো কম আছে। এটি এক ধরনের কেনা বেচা করার ওয়েবসাইট বলতে পারেন। অর্থাৎ এখানে আমরা আমাদের ব্যবহার করা সব ধরনের পণ্য কেনা বেচা করতে পারি। আপনি চাইলে আপনার যেকোনো ধরনের প্রোডাক্ট এই সাইটে বিক্রি করতে পারেন।
এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো, এখানে সহজে আপনি আপনার পণ্য কেনা বেচা করার জন্য টার্গেট অডিয়েন্স পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ভাবে বিজ্ঞাপন দিয়ে আপনি আপনার পণ্য বিক্রি করে পারেন। তবে আপনার যদি একটি ফ্ল্যাট থেকে থাকে এবং আপনি সেটিকে বিক্রি করতে চাইছেন, এই আর্টিকেলটা আপনার জন্যেই।
বিক্রয় ডট কমে কিভাবে ফ্ল্যাট বিক্রি করবেন?
প্রথমত আপনি Google Play Store থেকে Bikroy.com অ্যাপটি ইনস্টল করে নিন। যারা অ্যান্ড্রয়েড দিয়ে করতে চান না তারা বিক্রয় ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইট দ্বারা বিজ্ঞাপন দিতে পারেন, দুটি প্রক্রিয়া প্রায় একই। অ্যাপ ইন্সটল করার পর আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট বানানো একদম সোজা, আপনি চাইলে ইমেইল কিংবা ফেসবুক দ্বারা অ্যাকাউন্ট বানাতে পারবেন।
অ্যাকাউন্ট বানানো হয়ে গেলে আপনার সামনে কয়েকটি অপসন আসবে। ” আপনার বিজ্ঞাপন পোস্ট করুন ” অপসন দেখতে পারবেন। এই অপশনের আন্ডারে কয়েকটি অপসন থাকবে যার মধ্যে আপনি সিলেক্ট করুন ” কোনো পণ্য, প্রপার্টি অথবা সেবা বিক্রি করুন ” অপশনে।
উপরে বলা অপসন ক্লিক করলে তার আওতায় থাকা আরো কয়েকটি অপসন আপনি দেখতে পারবেন। এখানে পণ্য বা সেবা বিক্রি করার বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, আপনি ‘প্রপার্টি’ ক্লিক করুন।
এখন আপনি প্রথম অপশনে দেখবেন ‘ফ্ল্যাট বিক্রয়’ সেখানে ক্লিক করুন। ‘বিজ্ঞাপনের জন্য একটি স্থান নির্বাচন করুন’ অপশনে আপনি আপনার স্থানের নাম নির্বাচন করুন। স্থান নির্বাচন করে ওকে করার পরবর্তীতে আপনাকে আপনার পণ্য বা সেবার ছবি যুক্ত করতে বলা হবে। এখানে আপনি সর্বোচ্চ 5 টি ছবি যুক্ত করতে পারেন। ছবি দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকুন, কারণ ক্রেতা আপনার পণ্যের ছবি দেখে সেটিকে ক্রয় করতে আগ্রহী হবে।
এরপর বিজ্ঞাপনের তথ্যাবলী দেওয়ার একটি ফ্রম চলে আসবে। যেহেতু আপনি ফ্ল্যাট বিক্রি করবেন সেহেতু এখানে আপনার ফ্ল্যাটের আয়তন, ঠিকানা, বিবরণ, মূল্য, কত তলা, বিজ্ঞাপনের শিরোনাম ইত্যাদি তথ্যগুলো আপনি পূরণ করে দিন। অবশ্যই সঠিক তথ্য দিবেন।
তথ্য পূরণ করার পর আপনাকে একটি ফোন নম্বর দিয়ে সেটিকে ভেরিফাই করতে হবে। ফোন নম্বর দেওয়ার পর সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেটি দিয়ে ভেরিফাই করে নিন। সব কিছু দেওয়া হয় গেলে একবার চেক করে নিন এবং ‘বিজ্ঞাপন দিন’ অপশনে চাপ দিন।
এখন বিক্রয় ডট কম টিম দ্বারা আপনার বিজ্ঞাপন রিভিউ করা হবে। যদি আপনার সব তথ্য বা ছবি ঠিক থাকে এবং তাদের নিয়ম নীতির মধ্যে থাকে তবে সর্বোচ্চ 4-5 ঘণ্টার মধ্যে বিজ্ঞাপনটি অনুমোদন দেয়া হবে। যদি রিজেক্ট করা হয় তবে রিজেক্ট করার কারণ জানিয়ে দেওয়া হবে, এরপর আপনি আবারও এডিট করার মাধ্যমে পুনরায় আবারও বিজ্ঞাপন এপ্লাই করতে পারবেন।
এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ফ্রীতে করতে পারবেন তবে যদি আপনি দ্রুত সময়ে বেশি মানুষের সামনে আপনার বিজ্ঞাপন নিয়ে যেতে চান তবে আপনাকে তাদের কিছু টাকা পে করতে হবে। এছাড়া না চাইলেও ফ্রীতে করতে পারবেন সমস্যা নেই।
আশা করছি আর্টিকেলটা আপনাদের উপকারে এসে থাকবে, এই ছিল আজকের আর্টিকেল, আল্লাহ হাফেজ।