বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার ও আবিষ্কারক
দৈনন্দিন জীবনের প্রতিটি কাজেই সবাই ব্যবহার করে থাকেন বিজ্ঞানের অসাধারণ সব আবিষ্কার । কিন্তু প্রতিনিয়ত ব্বহার করা এসকল আবিষ্কারের আবিষ্কারক কারা, কতজনেই তা জানেন ।
যারা জানতে আগ্রহী এই পোস্ট টি স্পেশালি তাদের জন্য ।
আজকের এই পোস্ট বিজ্ঞানের নানাবিধ আবিষ্কার ও তার আবিষ্কারক সম্পর্কে । তাহলে ঝটপট জেনে নেয়া যাক বিভিন্ন আবিষ্কার এর আবিষ্কারক কারা সে সম্পর্কে ।
✔বৈদ্যুতিক ব্যতি আবিষ্কার করেছেন—টমাস আলভা এডিসন ।
✔রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন—জেমস হ্যারিসন ।
✔অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন— অ্যান্থনি ফন লিউয়েন হুক ।
✔উড়ােজাহাজ আবিষ্কার করেছেন—রাইট ভ্রাতৃদ্বয় ।
✔ক্যামেরা আবিষ্কার করেছেন— জর্জ ইস্টম্যান ।
✔এক্স রে আবিষ্কার করেছেন— রন্টজেন ।
✔পেনিসিলিন আবিষ্কার করেছেন— আলেক্সজান্ডার ফ্লেমিং ।
✔পারমাণবিক বােমা আবিষ্কার করেছেন—ওপেন হেইমার।
✔ইন্টিগ্রেটেড সার্কিট (IC) আবিষ্কার করেছেন—জে এস কেলবি ।
✔রাডার আবিষ্কার করেছেন— এ,এইচ টেইলর ও লিও ।
✔ডায়নামো আবিষ্কার করেছেন—মাইকেল ফ্যারাডে ।
✔ফিশন আবিষ্কার করেছেন— অটোহান ।
✔মাইক্রোফোন আবিষ্কার করেছেন—
গ্রাহামবেল ।
✔রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেছেন—স্টিফেনসন ।
✔লেজার রশ্মি আবিষ্কার করেছেন—মাইম্যান ।
✔রেডিয়াম আবিষ্কার করেছেন—মাদাম কুরী ।
✔প্লবতা আবিষ্কার করেছেন—আর্কিমিডিস।
✔ টেলিস্কোপ আবিষ্কার করেছেন— গ্যালেলিও গ্যালেলেই ।
✔পলিগ্রাফ আবিষ্কার করেছেন— জন অগাস্টাস লারসন ।
✔ কম্পিউটার আবিষ্কার করেছেন— চার্লজ ব্যাবেজ।
✔আধুনিক কম্পিউটার আবিষ্কার করেছেন—হাওয়ার্ড আইকেন।
✔ল্যাপটপ আবিষ্কার করেছেন— অ্যাডাম অস্বোর্ন ।
✔টেলিভিশন আবিষ্কার করেছেন— জন লজি বেয়ার্ড।
✔ফনোগ্রাফ আবিষ্কার করেছেন— টমাস আলভা এডিসন ।
✔চলচ্চিত্র আবিষ্কার করেছেন— টমাস আলভা এডিসন ।
✔সেলাই মেশিন আবিষ্কার করেছেন— ইলিয়াস হাও।
✔টেলিগ্রাম আবিষ্কার করেছেন—এফ. বি. মাের্স।
✔টেলিফোন আবিষ্কার করেছেন— আলেকজান্ডার গ্রাহামবেল।
✔টেলিস্কোপ আবিষ্কার করেছেন— গ্যালিলিও ।
✔বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার করেছেন—
জেমস ওয়াট ।
✔বাই সাইকেল আবিষ্কার করেছেন— স্টারলি ।
✔মোটর সাইকেল আবিষ্কার করেছেন— এডওয়ার্ড বাটলার।
✔বেতার যন্ত্র আবিষ্কার করেছেন— মার্কনী ।
✔রেডন আবিষ্কার করেছেন—–ডর্ন ।
✔ইউরিয়া আবিষ্কার করেছেন—-ফ্রেডরিক ভোলার ।
যারা বিভিন্ন জব এর জন্য প্রিপারেশন নিচ্ছেন আশা করি এগুলো তাদের উপকারে আসবে ।
ধন্যবাদ।