আসসালামুআলাইকুম, প্রিয় পাঠক এবং পাঠিকাবৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্কুলজীবনের বিদায়বেলার কথা মনে আছি কি? নিশ্চয় মনে আছে। কারণ এই দিনের কথা সহজে ভোলার মত নয়। ৫ বছরের মায়া কাটিয়ে যে দিনটি হাসি কান্নার মিশ্রণে পালিত হয় সেটাই তো বিদায় অনুষ্ঠান। এটা সহজে ভোলা কিভাবে যাবে। (বিদায় অনুষ্ঠানের ক্যাপশন)
বিদায় নামক এই শব্দটা কেবল তিনটি অক্ষরের মধ্যে সীমাবদ্ধ হলেও এর বেদনা কেমন সেটি অক্ষরের মাধ্যমে বুঝানো সম্ভব না। একসময় স্কুলে না যাওয়ার জন্য, ক্লাস না করার জন্য কতই না বাহানা দিতাম, আর বিদায়ের দিনের পর থেকে চাইলেও এখন আর স্কুলে যেতে পারিনা, পারিনা স্যারদের সেই বকা শুনতে। বন্ধুদের সাথে হাসি, ঠাট্টা, তামাশা, স্কুল পালানো সত্যই এই স্মৃতিগুলো সারাজীবন মনে থাকার মতই। জীবন যে অনেক ছোট সেটা এই দিনের পর বুঝা যায়। কখন যে খেলার ছলে সময়গুলো ফুরিয়ে যায়, বুঝে উঠা বড় মুশকিল। বিদায়বেলার স্মৃতিচারণ গুলি মনে করিয়ে দিতে আজকে আপনাদের সামনে হাজির হলাম এই আর্টিকেলটা নিয়ে। বিদায় অনুষ্ঠানের ক্যাপশন, বিদায় অনুষ্ঠানের বন্ধুদের বিদায় বেলার জন্য ১৫ টি ছোট স্ট্যাটাস থাকছে মূলত এই আর্টিকেলে। আশা করছি আর্টিকেলটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।
বিদায় অনুষ্ঠানের ক্যাপশন, বিদায় অনুষ্ঠানের বন্ধুদের বিদায় বেলার জন্য ১৫ টি ছোট স্ট্যাটাসঃ
১. চলে এলো বিদায়ের পালা, এবং শুরু হবে নতুন জীবনের পালা।
২. বিদায়ের দিন, না চাওয়ার সত্বেও বড় তাড়াতাড়ি চলে আসে দিনটি।
৩. হাসি, কান্নার মধ্যে দিয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বিদায় অনুষ্ঠান, কিন্তু এটা বন্ধুত্বের বিদায় নয় এটা কেবল একটা অনুষ্ঠান। এটাকে বরণ করে নিলেই জীবনে নতুন কিছু আসবে।
৪. যদিও বিদায়ের দিনটি অনেক কষ্টের, তবুও আমাদের এই দিনটিকে বরণ করে নিতে হবে। কারণ এই বিদায় আমাদেরকে নতুন কোনো জীবনে পা রাখতে সাহসী করবে।
৫. বিদায় শব্দটি বলার সাহস না থাকলেও একদিন বিদায় দিতেই হয়।
৬. বন্ধু কথা দে, সবকিছুর বিদায় বরণ করে নিলেও বন্ধুত্বের বিদায় কখনো বরণ করে নিবি না।
৭. বিদায়ের দিন আমাদের অনেক কিছু শেখায়, এদিনের পর থেকেই বুঝতে পারছি, কতোটা ভালোবাসি স্কুলজীবনকে।
৮. বিদায়ের দিন মনে রেগ ডে নয়, বিদায়ের দিন মানে হাসি, ঠাট্টা, কান্না আর কিছুটা অভিমান।
৯. বিদায়বেলায় স্কুলের দিকে তাকিয়ে রইলাম, চোখের সামনে কিছু সময়ের জন্য ভাসতে লাগলো হাজারো স্মৃতি।
১০. সবসময় বিদায় কষ্টের হয়না, কিছু বিদায় জীবনে নতুনত্ব আনার সুযোগ করে দেয়।
১১. নিজেকে শক্ত করো, বিদায় সবাইকে একদিন নিতে হবে।
১২. নতুন কিছুর সূচনা করতে হলে তো বিদায়কে বরণ করতে হবেই।
১৩. একজন ভালো ব্যক্তির বিদায় সবসময় দুঃখের সাথে হয়ে থাকে।
১৪. কান্নার সাথে বিদায়কে বরণ করে নিলেই, নতুনত্বের আনন্দ আসবে।
১৫. বিদায়ের দিন এসেছে বলে ভেঙে পরিও না, মনে করবে এই দিনটির পর থেকে তোমাকে সামনের দিনগুলোর সম্পর্কে চিন্তা করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
বন্ধুরা এই ছিল বিদায় অনুষ্ঠানের বন্ধুদের বিদায় বেলার জন্য ১৫ টি ছোট স্ট্যাটাস। আশা করছি ভালো লেগে থাকবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।