বিবেক বলছে তার কথা শুনছি অপ্লপে তার ব্যথা | মানুষের মাঝে লুকানো থাকে হাজার হাজার কথা মানুষের দুঃখের ক্লান্ত সারিতে আজ কি শুধুই ব্যথা | বিবেক এই ছেলেটি নিজের বিবেক দিয়ে নদীর সারিতে হাটছে আর তাকিয়ে রয়েছে এই নদীর দিকে |আর দেখছে আর ভাবছে | বিবেকের বন্ধুরা একদিন নদীর ধারে যায় বনভোজন করতে | হটাৎ করে পানির নিচ থেকে প্রকট শব্দ |বিবেক বলে এটা কিসের শব্দ |তোরা কেই বলতে পারবি |
বন্ধু নিলই, সাকিব, আকিব, রাকিব, নীরব বলে, ভাই বিবেক তুই শুধু শুধু ভাবছিস ও কিছুনা | চল এখন রান্না শুরু করি, আর বিবেক তুই ভিডিও কর |ইউটুবে আপলোড করে দিবো আমাদের এই বনভোজন রান্নার রেছিপি গুলো সবাই দেখতে পারবে |
বিবেকের আবার প্রশ্ন?
আচ্ছা বলতো, আমার মাথায় একটা দারুন প্ল্যান এসেছে,আমরা নদীর উপরে নৌকায় বসে মানে নৌকা চালানো অবস্থায় রান্না করি| আর এই রান্না করা ভিডিও যদি ইউটুবে আপলোড করি তাহলে বল কেমন হবে |
বিবেকের সব বন্ধুরা খুশি মনে বলে ওঠলো, দারুন প্ল্যান ভাই, এইভাবে নৌকায় রান্না করে ভিডিও করলে |এই রান্নার ভিডিও ইউটুবে দিলে হাজার হাজার লাইক কমেন্ট আসবে | সবাই বিবেকের কথা শুনে নৌকায় বসে নানারকমের রান্না করলো | রান্না করার শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করে নদীতে নেমে সব বন্ধুরা মিলে সাঁতার কাটে |নদীতে মাছ ধরে |বিবেক ও তার বন্ধুদের যেন সারাদিনটি ছিল আনন্দময় মুহূর্তপূর্ণ দিন |
বিবেক বলে এত সুন্দর মনোরম মুহূর্ত যেন আমাদের জীবনে বন্ধুত ছায়া ঘিরে আসে সবসময় প্রত্যেকটা মুহূর্তে |
বন্ধুত্বের সম্পর্কের মত এত অটুট মলিন সম্পর্ক আর কোথায় বিবেক বলে | বন্ধু আমরা একই সুতো গাঁথা,বন্ধু আমরা একই সুরে গাঁথা, বন্ধু আমরা পথে পথে একই হাতে হাত ধরে চলা,বন্ধু আমরা মনের সকল কথা বন্ধুকে বলা, বন্ধু আমরা বন্ধুর সকল কষ্টের মাঝে হাসির ছায়া ফেলা, বন্ধু আমরা মনের লুকানো ব্যথা একে অপরকে বলা, বন্ধু আমরা হাতের মাঝে হাত রেখে একে অপরের বিপদে পাশে থাকা |
বিবেকের কথা গুলো বড় সত্যি, আমাদের সবার বন্ধুত্বের সম্পর্ক এইরকম হওয়া উচিৎ | সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হয়না |অন্তরের মাঝে লুকানো থাকে বন্ধুত্বের হাসিগুলো | বিবেক, নীরব, রাকিব, আকিব, সাকিব, নিলই এর বন্ধুত্ব সত্যি কত সুন্দর! বিবেক বলে হাজার কথা |বিবেক বলে বন্ধুত্বের হাসি মাখা স্পন্দন আঁকা |