হ্যালো বন্ধু কেমন আছেন। আশাকরি ভালো আছেন। আজকে আমি কয়েকজন বিজ্ঞানীদের সম্পর্কে আলোচনা করব।
তাহলে এখন শুরু করা যাক।
স্যার আইজ্যাক নিউটনঃ 1642 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পদার্থ বিজ্ঞাণের জনক। তিনি গতি ,মহাকর্ষ এবং আরো অনেক কিছুর সূএ আবিশ্কার করেন।তিনি 1727 সালের 20মার্চ মারা জান॥
গ্যালিলিওঃ তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন। তিনি 1564 সালে ইতালিতে জন্মগ্রহণ করেণ। তিনি পিষা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক ছিলেন। 1642 সালের জানুয়ারি তে মারা যান।
আর্কিমিডিসঃ তিনি ইতালির একজন গণিতবিদ। 287খ্রিষ্টপৃর্বে তিনি জন্মগ্রহণ করেন। তবে তিনি মাটির উপর ছবি একে তার দিকে নাকি তাকিয়ে থাকতেন। একবার শত্রুপক্ষ তাকে হত্যা করতে গেলে তিন1879 সালে এর 14 মার্চ জন্মগ্রহণ করেন। theorx of relativity তার ই অবদান। তিনি দেখলেন, জড় ও শক্ত অভেদ্য। 1955 সালে তিনি মারা যান।
জি, মার্কনিঃ 1874 সালে ইতালিতে তিনি জন্মগ্রহণ করেন। বেতার বার্তা পাঠানো তার অবদান। 1909 সালে বেতার বাতা প্রেরণ সংক্রান্ত গবেষণার জন্য তিনি নোবেল পুরুষ্কার পান। 1937 সালের 20 জুলাই তিনি মারা যান।
মাদার মেরী কুরিঃ তিনি 1867 সালের 7 নভেম্বরে জন্মগ্রহণ করেন। 1911সালে রেডিয়াম এবং নোবেল পুরুস্কার পান। 1938 সালের 4 জুলাইতে তিনি পরলোক গমণ করেন।
জগদীশ চন্দ্র বসুঃ তিনি বাংলার একজন বিজ্ঞানী। তিনি 1858সালে জন্মগ্রহণ করেন। তিনি 1937সালের 23 নভেম্বর মারা যান।
অধ্যাপক এম এন সাহাঃ তিনি বাংলার একজন খ্যাতিমান বিজ্ঞানী। তিনি 1893সালে জন্মগ্রহণ করেণ। তিনি বহুবছর যাবৎ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। তিনি 1956সালে শেশ নিঃশ্বাস ত্যাগ করেন।
জোহান কেপলারঃ তিনি 1571সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রহগতির সূএ আবিস্কার করেন। এইকারণে তাকে কেপলারের জনক বলা হয়।তিনি 1630সালে জন্মগ্রহণ করেন।
আর এই কারনে বিজ্ঞান এত উন্নত।
তবে যাই হোক।আজ আর কিছু লিখব না। ভালো থাকবেন।নিজের শরীলের প্রতি যত্ন নেবেন। আর আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন।॥। যদি লেখায় ভুল হয় কমেন্টে জানাবেন,মানুষ মাএই ভুল।