Cheap price backlink from grathor: info@grathor.com

বৃষ্টির দিনের স্ট্যাটাস, ফেসবুক ক্যাপশন, বৃষ্টি নিয়ে মজার রোমান্টিক স্ট্যাটাস

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে বৃষ্টির দিনের স্ট্যাটাস, বৃষ্টির দিনের ক্যাপশন, বৃষ্টি নিয়ে ক্যাপশন, বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস, বৃষ্টি নিয়ে মজার স্ট্যাটাস, বৃষ্টির ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

বৃষ্টির দিনের স্ট্যাটাস

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এর মধ্যে গ্রীষ্ম ও বর্ষাকালে সাধারণত তুলনামূলক বেশি বৃষ্টি হয়ে থাকে। অনেকের কাছে বৃষ্টি বেশি একটি পছন্দনীয় নয়। কারণ বৃষ্টির সময় চারদিক অন্ধকার থাকে, বাহিরে যেতে সমস্যা হয় অনেকক্ষেত্রে বাহিরে যাওয়াই হয়না। যদিও অনেক মানুষের কাছে বৃষ্টি সবচেয়ে প্রিয়।

বৃষ্টি নিয়ে হাজারো কবিদের হাজারো কবিতা আছে। বৃষ্টি নাকি মানুষের মধ্যে নানা ধরণের অনুভূতি জাগায় বৃষ্টি আমাদের মধ্যে একাকিত্বের অনুভূতি জাগায়, ভালোবাসার সৃষ্টি করে, মানুষের মধ্যে রোমান্টিকতার সৃষ্টি করে।

বৃষ্টির দিনের ক্যাপশন

১. বৃষ্টি মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি জাগ্রত করে।

২. আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম।

৩. বৃষ্টি মানে অলস দুপুর তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি, প্রিয় গানের সুর
বৃষ্টি মানে খোলা জানালা, পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস, তোমায় ছুঁতে বারণ

৪. বৃষ্টি এল বৃষ্টি এল, সাথে এল তোমার সাথে কাটানো আমার শ্রেষ্ঠ অনুভূতি।

৫. আজ বর্ষা এলো
ফরসা আকাশ মেঘলা হলো
নামছে এখন বৃষ্টি
আমার কথা মনে পড়লে
জানালায় রাখো দৃষ্টি

বৃষ্টি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস

৬. কিছু মানুষ আছে যারা বৃষ্টিকে অনুভব করে, বাকিরা শুধু শরীর ভেজায়।

৭. কোনো এক বর্ষার দুপুর বেলায়,
যেদিন বৃষ্টি নামবে অঝোর ধারায়,
সেদিন বৃষ্টিতে ভেজা দুহাত ভরা কদম ফুল নিয়ে,
তোমার দুয়ারে হাত বাড়িয়ে বলব ভুলিনি তোমাকে

৮. বৃষ্টি মানুষকে তিন ধরণের অনুভূতি দেয় তা হলো একাকীত্ব, আনন্দ ও ভালোবাসা।

৯. বৃষ্টি হচ্ছে ভালোবাসার এক অন্য রূপ
এই সময় চায়ের কাপে ভেজাই চিবুক
হয়ে যায় খুনসুটি আপনের তরে
ওহে থাকিস না কেহ এ সময় ঘরের বাহিরে

১০. তাই তো বার বার
মনভোলানো সুর বাঁজে কানে,
বৃষ্টির ধারায় বসে থাকি আনমনে
ভেবে যায় তুমি আসবে বলে
অপেক্ষার শত প্রহর গুনে গুনে

বৃষ্টির ফেসবুক স্ট্যাটাস

১১. বৃষ্টির আরম্ভের সাথে সাথেই আমার মনে পরে তোমারই কথা।

১২. টিপ টিপ বৃষ্টি পরে
একা বসে আছি ঘরে
তুমি আছো কেমন করে
জানাও আমায় SMS করে
তোমার কথা মনে করে
মেসেজ দিলাম সেন্ড করে।

১৩. বৃষ্টিতে একা একা ভিজতেছি আর তোমার কথা মনে করছি মনে করছি। আবারো আমাদের দেখা হবে সেই একই স্থানে।

১৪. বৃষ্টিতে একসাথে ভিজেছি
মৃদু বাতাসে তোমাকে ভেবেছি,
তবুও পাশে ছিলেনা তুমি
তাই নিরবতায় আমি কেঁদেছি

১৫. এই বৃষ্টি, ঠাণ্ডা হাওয়া, সুন্দর পরিবেশ এসবের মধ্যে আমি শুধু একটি জিনিসকেই মিস করছি আর সেটি হচ্ছে তুমি।

তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।

Related Posts

5 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No