আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।বন্ধু ছাড়া জীবন অসম্ভব। একজন বন্ধু আপনার জীবনের সাথী হয়ে থাকে।সুখে দুঃখে জীবনের প্রতিটি মুহূর্তে একজন বন্ধুকে পাওয়া যায় সবসময়।একজন ভালো বন্ধু যেমন আপনার পাশে থাকবে তেমনি আপনার ভুল কাজগুলো আপনাকে ধরিয়ে দিবে।আপনাকে যেমন ভালোবাসবে ঠিক তেমনি আপনাকে শাসন করবে।তাই একজন বন্ধুর গুরুত্ব প্রত্যেকটি মানুষের জীবনে অপরিসীম।
বেঈমান বন্ধুদের উদ্দেশ্য বার্তা | বেইমান বন্ধু sms
একজন সত্যিকারের বন্ধু যেমন জীবনের একটা সম্পদ ঠিক তেমনি একজন বন্ধু নামে শত্রু পুরো জীবনের একটা বোঝা।আমরা আমাদের জীবনের চলার পথে আমরা নিত্যদিন বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়। তাদের মধ্যে কিছু কিছু এমন অনেক মানুষের সাথে যাদেরকে আপনি কোনদিন বুঝ মতে পারবেন না যে এরা আপনার বন্ধু কিংবা শত্রু।তাদের মধ্যে কেউ হয় ভালো কেউ হয় খারাপ।কেউ আমাদের বন্ধু হয় আবার কেউ হয় আমাদের শত্রু।কিন্তু কিছু কিছু মানুষ পাবেন যারা আপনার বন্ধু যেমন থাকবে ঠিক তেমনি আপনার পিঠ পিছে আপনার শত্রুদের সাথে তাল মিলিয়ে চলবে।
সেই সকল মানুষ দুইমুখো সাপ এর সমতুল্য। তারা যেমন কখনোই আপনার উপকার করবেনা উল্টা আপনার শত্রুদের সাথে মিলে ক্ষতির কারণ হবে।একজন বন্ধুর প্রধান দায়িত্ব হচ্ছে অন্য বন্ধুর খবর গোপন করা। কিন্তু এইসব বন্ধুরুপী মানুষগুলো আপনার কথা আপনার শত্রুর কাছে পৌছে দিবে এবং একই সাথে আপনার বন্ধু হবার অভিনয় করে যাবে।এদের থেকে আপনি কোনদিন কোন ধরণের উপকার পাবেন না। উল্টা ভৎসনা পাবেন।এরা উপকার এর বদলে অপকার করবে।আপনার নামে কুৎসা রটনা করবে।এদেরকে আপনি শুধু আপনার সুসময়ে পাবেন। দুঃসময়ে পাবেন না।এরা মানুষরুপী জানোয়ার হবে।যতদিন আপনার হাতে টাকা থাকবে ঠিক ততদিন আপনি এদের পাশে পাবেন।এরা কোনদিন আপনার বিপদে আপদে এগিয়ে আসবেনা।এরা ক্ষনিকের বন্ধু হয়ে থাকে।
তাই সময় থাকতে মানুষরুপী পশুগুলোকে চিনে রাখুন।কিছু কিছু পোষা প্রানীও আপন হয়।পশুরা কখনো তাদের উপর আক্রমণ করা ছাড়া আপনার উপর আক্রমণ করবে না।কিন্তু আপনার সুসময়ের বন্ধুরা শুধুমাত্র আপনার অনিষ্ট কামনা করবে।ঠিক যখন আপনি বিপদে পড়বেন তখন এরা উদাও হয়ে যাবে।
এখনকার সময়ে সত্যিকারের বন্ধু পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার।নিজেকে তাই একজন সত্যিকারের বন্ধু হিসেবে গড়ে তোলার যোগ্যতা অর্জন করুন।বন্ধু হতে আপনার বেশি কিছু লাগেনা।লাগে শুধু সত্যবাদিতা, নিষ্ঠা এবং পরোপোকারী মনোভাব সম্পন্ন মানুসিকতা।
বন্ধুরূপী সেই শত্রুদের উদ্দেশ্যে বলতে চাই মানুষের জীবনটা খুব ছোট।এই ছোট জীবনে তাই নিজেকে অন্যের প্রিয় পাত্র হিসেবে গড়ে তুলুন। অন্যের উপকার করতে না পাড়ুন অন্তত কারো অপকার করবেন না। অন্যের পিছে লাগার থেকে অন্তত নিজের কাজ করুন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যাতে মানুষ আপনাকে উদাহরণ দিয়ে থাকে।কারো গঠনমূলক সমালোচনা করুন কিন্তু তার পিঠ পিছনে তার নাম উল্টাপাল্টা কথা বলবেন না। নিজে ভালো মানুষ হউন অন্যকেউ ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করুন। ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন