বেস্ট ফ্রেন্ড কি? কখনো কি ভেবে দেখেছেন ?
আপনি যদি একজন ছেলে হন তাহলে হয়তো আপনার একটা ভালো মেয়ে বান্ধবি থাকবে।আর মেয়ে হয়ে থাকলে হয়তো একটা ছেলে বন্ধু থাকবে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে আমরা বেশিরভাগ ছেলে মেয়েরাই কখনো এতটা ভালোভাবে ভেবে দেখি না যে বেস্ট ফ্রেন্ডশিপ কি। কে বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য।অনেকেই আমরা আমাদের জাস্ট ফ্রেন্ড কেই নিজের বেস্ট ফ্রেন্ড ভেবে বসে থাকি।কিন্তু আমরা সম্পূর্ণ ভুল। জাস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড এর মাঝে অনেক পার্থক্য রয়েছে।
-কিভাবে বুঝবেন সে আপনার বেস্ট ফ্রেন্ড কিনা?
সেই আপনার বেস্ট ফ্রেন্ড,যাকে যেকোনো কথা আপনি মন খুলে বলতে পারেন। যে আপনার সমস্ত বিপদে অপদে সবার আগে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।আপনাকে সে নিজে খারাপ কিছু বললেও তার সামনে অন্য কেউ আপনাকে কিছু বললে সে রেগে যাবে।সত্যি বলতে, আপনার প্রতি তাঁর থাকবে একটা আলাদা ভালোবাসা।
– বেস্ট ফ্রেন্ড যখন বিপরীত লিঙ্গের হয়
বেস্ট ফ্রেন্ড যদি বিপরীত লিঙ্গের হয় তাহলে সেখানে আর কি লাগে।একজন ছেলের জীবনে একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকা সেই ছেলেটার জন্য ভাগ্যের ব্যাপার।অন্যদিকে একটা মেয়ের জীবনে একটা ছেলে বেস্ট ফ্রেন্ড থাকাও সেই মেয়েটার জন্য ভাগ্যের ব্যাপার।
অর্থাৎ বেস্ট ফ্রেন্ড থাকা ভাগ্যের ব্যাপার। বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা একটু আলাদা হয়।একজন ছেলে আর একজন মেয়ে যদি বেস্ট ফ্রেন্ড হয় তাহলে তারা একজন আরেকজন কে ভালোবাসবেই। বিপরীত লিঙ্গের বেস্ট ফ্রেন্ডশিপে একটা ছেলে যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে তার মেয়ে বেস্টুর ওইটা দেখে রাগ হবেই।যদি তারা সত্যিই বেস্ট ফ্রেন্ড হইয়ে থাকে।
এখন আরেকটা কথা আপনার হয়তো একটা বেস্ট ফ্রেন্ড আছে।কিন্তু আপনি যাকে আপনার বেস্ট ফ্রেন্ড ভাবছেন সে কি আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে?আপনি নিজেই পরিক্ষা করে দেখুন যে সে আপনাকে বেস্ট ফ্রেন্ড ভাবে নাকি।
কোনো বিপরীত লিঙ্গ বেস্ট ফ্রেন্ড হইয়ে থাকে তখন তারা প্রায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মতোই। আসলে, বেস্ট ফ্রেন্ড শিপ টা এমন এই অদ্ভুত। গফ, বফের মতোই কিন্তু গফ বফ না।
-আপনি কি টিনেজ ? আপনার বয়স কি 14-20 এর মধ্যে?
হ্যা, টিনেজ এর সময় চলা কালীন আমাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণটা বেশি থাকে। আমরা চাইলেও নিজেকে অনেকেই কন্ট্রোল করতে পারি না।তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনি বিপরীত লিঙ্গের কারো সাথে বেস্ট ফ্রেন্ড শিপ করুন।তাকে আপনার যোগ্য এবং আপনাকে তার যোগ্য করে তুলুন । বিশ্বাস করুন আপনার জীবন একদম পাল্টে যাবে। গফ বফ আপনাকে কাদাতে পারে,কিন্তু বেস্ট ফ্রেন্ড যদি আপনার সত্যি করের বেস্ট ফ্রেন্ড হয়ে তাহলে তাহলে আপনাকে কাদাবে না।আর তাকে কখনও আপনিও কাদাবেন না,যে আপনাকে না কাদানোর জন্য অনেক কিছু করে।
বেস্ট ফ্রেন্ড এই পারে আপনাকে একটি সুন্দর জীবন গঠন করিয়ে দিতে।
Good
A friend in need is a friend indeed
What do you mean by “এই পারে”?
Best Friend ei pare life take sundor kore gore tulte
Right
nice post
ok