আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। ভাই বোনের কবিতা –
এই পৃথিবীতে আমরা মানব জাতি কিছু মধুর আবেগ এবং ভালোবাসার সম্পর্ক থাকে।ভাই বোনের সম্পর্ক তার মধ্যে অন্যতম।এই সম্পর্কের মধ্যে রাগ অভিমান থাকে,ঝগড়া খুনসুটি থাকে কিন্তু কখনো এক জন আরেকজন থেকে বেশি রাগ করে থাকতে পারে না।ভাই যেমন বোনের চোখের মনি হয়।ঠিক তেমনি বোনও ভাইয়ের চোখের তারা হয়।
কখনো কোন ভাই বোনের মধ্যে খুনসুটি হয়নি এমন সম্পর্ক খুজে পাওয়া যাবে না।এই ছোট বড় খুনসুটিগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করে দেয়।ঝগড়া লাগলে বাবা মা শত বারণেও একদিন এর বেশি সময় কথা না বলে থাকতে পারেনা।ভাই বোনই পুরো বাড়িকে আলো করে রাখে।বোন থেকে দূরে থাকা ভাইয়ের জন্য কিংবা ভাই থেকে দূরে থাকা বোনের জন্য অনেক কষ্ট। কিন্তু তবুও প্রকৃতির কিছু ককাছে আমাদের হার মানতেই হয়।কিংবা সামাজিক নিয়মের বেড়াজাল যখন বোনের বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যায় তখন এর থেকে কষ্টের অনুভূতি আর হয় না।
ভাই বোনের সেই মিষ্টি মধুর সম্পর্ক নিয়ে আমি আজ হাজির হলাম আপনাদের সামনে ভাই বোনের কবিতা নিয়ে।আশা করি আপনাদের ভালো লাগবে।
কবিতা
ভাই-বোন
লিখেছেন-
Jinia Dutta
দূরে থেকেও কাছে থাকে,
মনের এক কোণে থাকে,
সে নয় নতুন জন,
সাঁঝ বাতির মতো
থাকে উজ্জ্বল মনে
ছোট-বড় ভাই-বোন।
জীবনের মাঝে,
সকাল-সাঁঝে
মনে দুয়ারে আসে,
এক নিমেষে ইচ্ছে হয়,
ওদের কাছে এসে,
প্রশ্ন করি মনে পড়ে
ছোটবেলার ক্ষণ?
হারিয়ে গেছে সেই বেলা
ফিরে আসবে না কখন।
ছোটবেলাটা বড়োই সুখের,
এক সুন্দর অনুভূতি,
সবটাই জুড়ে আছে
ওদের মধুর স্মৃতি।
চাওয়া-পাওয়ার সীমা ছাড়িয়ে
ঘুচিয়ে দিয়ে ক্লেশ,
মনোমালিন্যের স্মৃতি জড়ানো
সব কিছু ধূলায় মিশুক বেশ।
রক্তের সম্পর্ক বড়ই মায়ার,
এক অদ্ভুত টান,
খানিকটা হলেও মিল থাকে,
ভাই – বোন
– রামপ্রসাদ দলাই
মেঘের ফাঁকে ফাঁকে,সূর্য দেয় উঁকি
ভাইয়ের আগমনে,মনে আসে প্রীতি
রক্ত ও নাড়ির টান ,হৃদয়ের স্পন্দন
যুগ যুগে থেকে যাবে,ভাইয়ের বন্ধন
ছোটবেলার দুস্টুমি আর ফেলে আশা স্মৃতি
কপালে দেব চুয়া-চন্দন,ফুল রাশি রাশি
ভাইয়ের স্নেহ ,বোনের ভালোবাসা।
শুভ ভাইফোঁটার শুভে
ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন