~তুমি মধ্যবিত্ত বলে..
বুকের মাঝে পাহাড় সমান অপূর্ণতা নিয়ে..মুখে ভালো থাকার নকল হাসি টুকু চলে..
~তুমি মধ্যবিত্ত বলে..
খরচ করতে হয় গুনে গুনে.
মাসের শেষে ধার দেনায়..
মাসটা এভাবেই চলে..
~তুমি মধ্যবিত্ত বলে..
তোমার গল্প গুলো জানে কেবল রাতের বালিশ..
চোখের জলে ভিজে গিয়ে ও মুখে আসে না কোনো নালিশ..
~তুমি মধ্যবিত্ত বলে…
পরিবারের মানুষকে ভালো রাখার জন্য…
নিজের চাওয়াকে দিয়েছো বিসর্জন করে…
~তুমি মধ্যবিত্ত বলে..
তোমার চিত্ত শুধু জলে..
তোমার সাধ আর সাধ্যের মিলন হয় না কোনো কালে…
~তুমি মধ্যবিত্ত বলে…
তুমি নও গরীব নও ধনী..
তুমি চিরকাল মনি হারা ফনি..
~তুমি মধ্যবিত্ত বলে…
নিজে না খেয়ে ও খেয়েছি বলে..
ভালো থাকার নকল হাসি টুকু চলে…
~তুমি মধ্যবিত্ত বলে…
কালো চুলে পাক ধরা ফরমাল এক পোষাকে..লুকিয়ে রাখার আপ্রান চেষ্টা নিজের দীনতাটাকে
~তুমি মধ্যবিত্ত বলে..
ভালো না থেকে ও..ভালো আছি বলে..নকল হাসি টুকু চলে…
~তুমি মধ্যবিত্ত বলে..
নিজের পরিবারের কথা ভেবে..
নিজের ভালোবাসাকে দিয়েছো বির্সজন..
~তুমি মধ্যবিত্ত বলে…
ভালো খাবে বলে হোটেলে গিয়ে..না খেয়েই ফেরত আসতে হয়…
~তুমি মধ্যবিত্ত বলে..
না খেয়ে থাকবে.. তবু ও হাত পাতবে না কারো ধারো..
~তুমি মধ্যবিত্ত বলে..
হাজারো চিন্তা মাথায় নিয়ে.
চলতে হয় বেয়ে..
~তুমি মধ্যবিত্ত বলে…
আট দশটা ছেলের মতো..
হাতে ফোন আর বাইক নিয়ে
চলতে পারো না স্টাইল করে..
~তুমি মধ্যবিত্ত বলে..
প্রতিনিয়ত জীবনের সাথে করতে হয়..তোমাকে যুদ্ব…
~তুমি মধ্যবিত্ত বলে..
পুরন হবে না জেনে ও হাজারো স্বপ্ন দেখে যাওয়া…
~তুমি মধ্যবিত্ত বলে..
ভালো ভাবে পাস করে ও চাকরির জন্য ঘুরতে হয় মানুষের ধারে ধারে…
~তুমি মধ্যবিত্ত বলে..
জীবনের অনেক কিছুই দিতে হয় বিসর্জন করে..
~তুমি মধ্যবিত্ত বলে..
আট দশটা ছেলের মতো..
চলতে পারো না নিজের মতো করে..
~তুমি মধ্যবিত্ত বলে..
নিজের রাগটাকে নিজের কাছে রাখতে হবে পুষে..চাইলে ও রাগের বশে ছাড়তে পারবে না পরিবারের মানুষকে..
~তুমি মধ্যবিত্ত বলে..
টাকার কারনে রাতের পর রাত কথা বলতে পারবে না প্রেমিকার সাথে…
~তুমি মধ্যবিত্ত বলে..
লেখাপড়ার পাশাপাশি..
টিউশনি খুঁজতে হবে ধারে ধারে..
~তুমি মধ্যবিত্ত বলে..
পকেটে টাকা রেখে ও হেটে হেটে বাড়িতে চলে আসা…
~তুমি মধ্যবিত্ত বলে..
ভালো না থেকে ও..
সবার কাছে হাসি মুখে বলতে হবে..এইতো বেশ ভালোই আছি আমি.
~তুমি মধ্যবিত্ত বলেই..
দোকানে ভালো জিনিস দেখে ও
না দেখার ভান করে চলে আসা..
~তুমি মধ্যবিত্ত বলে..
তোমার গল্প গুলো খোরাপ হয় নাটক নভেল গল্পে…
আপত্তি নেই মধ্যবিত্ত আমি তবু ও সুখি অল্পে…