……মধ্যবিত্ত…..
লেখা : ইব্রাহিম হোসেন
.
বাবা …প্যান্ট কিনবো টাকা দাও. ।।।(ছেলে)
কত লাগবে রে??(বাবা)
১০০০ টাকা লাগবে(ছেলে)
ঠিক আছে ,ঈদ বোনাস টা পাই তারপরে না
হয় নিস
(বাবা)
কিছু না বলে নীল কাধে ব্যাগ নিয়ে বের
হয়ে
গেলো….
জামাল সাহেব একটা সামান্যে বেতনের
বেসরকারী চাকুরী করেন তিনি…নীলা আর
নীল তার সন্তান..নীলা অনার্সে পড়ে আর
নীল
সবে মাত্র কলেজ ওঠছে…
তিন জনের সংসার তাদের ….নীলের মা
মারা যায় তার
জন্মের সময়…নীলা তখন খুব ছোট…এই দুটো
বাচ্চার মুখের দিকে চেয়ে জামাল সাহেব
আর
বিয়ে করেননি…খুব কষ্ট করে তাদের বড় করে
তুলেছেন…মায়ের অভাব বুঝতে দেননি
কখনও….
কাল বাদ পড়শু ঈদ কিন্তু ঈদের বোনাস টা
এখনও
পাননি তিনি…তার বেতন টাও শেষ….কিছু
আছে তা চাল
কিনবার টাকা….এখন পযন্ত ছেলে মেয়ে কে
কিছু
কিনে দিতে পারেনি…তাই আজ কেমন জানি
লজ্জা
লাগছে তার …তার সন্তানদের সামনে
দারাতে…নীলার কাছে তার বাবা থেকে
ভাল মানুষ
আর একটাও নেই…বাবাই সব তার কাছে…
বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে…জামাল সাহেব
বারান্দায়
বসে কী যেন চিন্তা করছিলেন এমন সময়
নীলা
বাবা ঘাড়ে হাত রেখে বললো…”কী ভাবছো
বাবা???”
“বাইরে বৃষ্টি রে নীল তো ছাতা নিয়ে
যাইনি রে মা
প্রাইভেটে”(বাবা)….”
তুমি চিন্তা করনা বাবা, আমি ছাতাটা নিয়ে
যাচ্ছি ওকে
আনতে”(নীলা)
“না থাক তোকে আর যেতে হবে না কষ্ট
করে”(বাবা)…….”না আমি যাচ্ছি
তো”(নীলা)….এই
নিয়ে বাবা মেয়ের মধ্যে একটা মিষ্টি
ঝগড়া হয়ে
গেলো…শেষ পর্যন্ত নীলার কাছে তার বাবা
হার
মানলো…রাতের খাবার শেষ করে জামাল
সাহেব
ঘুমাতে যাবেন সময় নীলা এসে চুপ করে
দাড়িয়ে
আছে দরজার সামনে…..কিছু বলতে চাই
কিন্তু
বলতে পারছে না….”কিছু বলবি রে
মা”(বাবা)…নীলা
বাবার পাশে এসে বসলো….”বাবা ..তোমার
মাথাটা
টিপে দিবো??”(নীলা)……..”বলছিস যখন তখন
দে
একটু” (বাবা)….মাথা টিপটে টিপটে নীলা
তার ওড়নার
আচল থেকে ৩000 টাকা বের করে তার
বাবার
হতে পুরে দিয়ে বলল..”বাবা এই টাকা দিয়ে
নীল
কে পোষাক কিনে দিও..”(নীলা)…….জামাল
সাহেব
অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে
আছে….”বাবা..ত
োমাকে বলা হয়নি আমি দুইটা টিউশনি শুরু
করে
তোমাকে বলা হয়নি….তোমাকে বল্লে তুমি
করতে দিতে না…..please বাবা না করো
না…টাকাটা
রাখো…”(নীলা)….. জামাল সাহেবের
চোখের
কোণে জল জমলো……মনে মনে ভাবতে
লাগলো তার ছোট্ট আদরের মেয়ে টা কত বড়
হয়ে গেছে….বাবার কাধে কাধ
মিলাচ্ছে….এই
নিয়ে বাবা মেয়ের মধ্যে আবেগময়ী পালা
চলছিলো …আর নীল দরজার আরাল থেকে সব
দেখছিলো আর নিরবে কাদঁছিল………………
এটাই হয়ত নিন্ম মধ্যবৃত্তদের চিত্র……
জীবন টা কি শুধু তারাই জানে……কিন্তু
শোনবার
মতো কেউ নেই…….
12 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
সুন্দর
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Vlo
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Nice
আপনাকে অসংখ্য ধন্যবাদ
গল্পে বাস্তবতার ছোঁয়া থাকলে গল্প সতেজতা পায়।খুব সুন্দর ছিলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ
nice post
Nice post
❤️
Nice