মানবদেহ নিয়ে এখনো সব কিছু জানা সম্ভব হয়নি, এখনো কিছু অজানা বিষয় হয়ে গেছে সবকিছুতেই জানার চেষ্টা করেছেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো জানা এখনো সম্ভব হয়ে ওঠেনি। আজ বিজ্ঞানের চমকপ্রদ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সেটা আপনারা হয়তো আগে কখনো শোনেননি ।
১= মানুষের জিব্বা দেখে অনেক কিছু বোঝা সম্ভব কারণ এই বিষয়টা অনন্য তাই এটা দেখানোর আগে বিষয়টা বুঝে নিবেন কাছ থেকে অনেক কিছু বুঝতে চলেছেন
২= মানুষের মাথার চুল দিয়ে একটি ঝুলন্ত ওজনের আপেল ধরে রাখতে চুল সক্ষম।।
৩=মানুষের মুখের ভিতর লাখো লাখো কোটি কোটি বিলিয়ন ব্যাকটেরিয়া বিদ্যমান থাকে।।
৪= মানুষের মস্তিষ্কের গতি ঘণ্টায় 400 কিলোমিটার পর্যন্ত হলো মস্তিস্ক স্পন্দন।।
৫=ধারণা হলো রক্ত ৪ ধরনের হয়ে থাকে কিন্তু মানবদেহে 29 টি ধরনের রক্তের ধরণ রয়েছে।।
৬=আমাদের রক্ত একদিনে 193 কিলোমিটারের মত দৌড়াতে পারে।
৭= আমাদের হাত পায়ের নখ গুলো কিন্তু নরম এবং ভঙ্গুর ও বটে কিন্তু এটা কিন্তু দ্রুত বাড়ে না এটার কারণ হলো নখ বাড়ার জন্য যে উপাদান টা দরকার সেটি শরীরে কম পরিমাণ আছে।।
৮ =আমাদের চোখ প্রায় এক কোটি রকম রঙের পার্থক্য করতে পারে কিন্তু মস্তিষ্ক সেগুলো মনে রাখতে পারে না এটাই সমস্যা।।
৯= প্রতিটা মানুষের চোখের পাতায় ডেমোডেক্স নামের এক ধরনের উপাদান থাকে।।
১০= মানুষ প্রতিদিন প্রায় 20000 বারের মতো শ্বাস প্রশ্বাস নেয়।
১১= মানব দেহের সকল স্নায়ায়ুর দৈর্ঘ্য প্রায় 45 কিলোমিটারের মতো।।
১২ =আমাদের শরীরের ত্বকে 1 সেন্টিমিটার এবং ব্যথা অনুভব রয়েছে।।
১৩=হৃদপিণ্ড বছরে প্রায় 35 মিলিয়ন বার বিট দিয়ে থাকে।।
১৪=মানব দেহ প্রতিদিন প্রায় 1 মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে।।
১৫ = আমাদের কান বছরে 1 মিলি মিটারের চতুর্থাংশ বাড়তে থাকে।।
১৬ =জিহ্বা টেস্ট নিয়ে ছেলেদের থেকে মেয়েরা দূরত্ব স্বাদ বলতে পারে।।
১৭= নাক দিয়ে হাচি দেন তার গতি ঘন্টায় 15 কিলোমিটার এর মত।।
১৮= একজন ব্যক্তি তার গড় জীবনে প্রায় 35 টনের মতো খাদ্য গ্রহণ করে থাকে।।
১৯ = মানুষ তার জীবনের ভিতর প্রায় পাঁচ বছর দারুন ভালোভাবে সময় কাটায়।।
২০= শরীরের জন্য সবথেকে বেশি ভিটামিন এ এবং সি বেশি হয় প্রয়োজন।।