بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম বন্ধুরা ,
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
আমিও আপনাদের দোয়া ভালো আছি।
আপনারা সবাই জানেন যে আগামি ২৫ শে এপ্রিল ২০২০,, ১৪৪১ হিজরী পবিত্র মাহে রমজান শুরু হবে। এই সপ্তাহের শুক্রবার রাতে সেহেরি খেয়ে প্রথম রমজান শুরু হবে । আমরা সবাই পবিত্র মাহে রমজানের ৩০ টা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের ৩০ টা রোজা রাখার তৌফিক দান করুক আমিন।
মাহে রমজান এলো বছর ঘুড়ে, মুমিন মুসলমানের দারে দারে।
খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই বছরের রমজানের তারাবীর নামাজ ঘরে বসেই পড়তে হবে যেটা কোনো দিন কল্পনাও করতে পারিনি।কবে যে আল্লাহ আমাদের এই করনা ভাইরাসের আতংক থেকে মুক্তি দেবে জানি না। আমরা সবাই দোয়া করবো যেন পবিত্র ঈদুল ফিতরের আগেই যেন পৃথিবী থেকে এই ভাইরাস বিদায় নেয়।
সকল কে আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইলো।
পবিত্র মাহে রমজান ২০২০ এর সেহেরি ও ইফতারের সময়সূচীর ক্যালেন্ডার যাদের লাগবে নিচ থেকে ডাউনলোড করে নিবেন।
যারা ডাউনলোড করতে পারেন না বা জানেন না তারা ছবির উপর চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরলে সেভ ইমেজ নামে অপসন আসবে ওইখানে চাপ দিলে সেভ হয়ে যাবে।
পোষ্ট টি দেখার জন্য এবং পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভালো থাকবেন, ভালো রাখবেন।
[ গ্রাথর ডট কম এর মালিক আপনাকে বলছি পোষ্টের বর্ণনা নির্দিষ্ট করে দিবেন না কারন সব পোষ্টে তো আর ৩৫০ শব্দের লেখা যায় না, যেমন এই পোষ্টে শুধু ক্যালেন্ডরার টা পোস্ট করবো কিন্তুু ৩৫০ শব্দের হওয়ার কারনে আমাকে অনেক কথাই লিখতে হয়েছে যেই কথাগুলোর তেমন বিশেষ প্রয়োজন ছিলনা। সুতরাং ই বিষয়টা দেখবেন ]
আল্লাহ হাফেজ।