মুখে বললে বাংলা টাইপিং হবে। এটা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছেন না। কিন্তু ঘটনাটা কিন্তু আসলেই সত্য। যারা টাইপিং কাজ করতেছেন তারা আসলে বুঝেন টাইপিং করা তো কত কষ্টের। 350 ওয়ার্ড লিখতে গেলে মনে হয় যেন কতক্ষণ ধরে বসে আছি অনেকে তো এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। কিন্তু জানেন আমার কতক্ষণ সময় লাগে 10 মিনিটে কিন্তু আমি 400 থেকে 500 ওয়াট পর্যন্ত টাইপিং করতে পারি। যারা টাইপিং কাজ করেন তাদের জন্য হয়তোবা এই অ্যাপটা অনেক কাজে দেবে। কারণ আপনার যেটা লিখতে হবে সেটা শুধু মুখে বলে দিবেন এটা অটোমেটিক বাংলায় টাইপিং হতে থাকবে। আপনার কিন্তু বেশি সময় লাগবে না সে টাইপিং করতে। কারণ কিছু লেখার থেকে মুখে বলা অনেক সহজ। আপনি যেটা বলবে সেটা টাইপিং হয়ে যাবে। তো কিভাবে করবেন এই কাজটা আমার পুরো পোস্ট টা দেখুন আর বলে রাখি একটা শেয়ার দেবেন প্লিজ। কারণ আপনাদের জন্য এত সুন্দর একটা টপিক দিচ্ছি আমি। প্লে স্টোরে চলে যাবেন আপনি প্রথমে সেখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন Google keyboard এটা লেখার সাথে সাথে আপনি সার্চ করবেন।তারপর আপনার সামনে একটা অ্যাপ চলে আসবে প্রথম একটা কি ইন্সটল করে নিবেন। এখন আপনার ফোনে যদি রিডমিক কিবোর্ড অথবা অন্য কোন কিবোর্ড থাকে তাহলে সেটাকে আনইন্সটল করে দিবেন কারণ সেটা আপনার দরকার পড়বে না। আর এই অ্যাপে শুধু আপনি বাংলা নয় পৃথিবীর যেকোন ভাষা লিখতে পারবেন শুধু ভাষাটা আপনাকে জানতে হবে। তারপরে কি পড়তে ওপেন করে নেবেন যখন টাইপ করতে যাবেন। দেখতে পাবেন সেটিং এর মত একটা অপশন থাকবে সেখানে ক্লিক করবেন। অপশনটা থাকবে কোথায় কিবোর্ডে ঠিক উপরেই আপনারা দেখতে পারবেন। সেটিং এ ক্লিক করবেন তারপরে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তারপরে অ্যাড কিবোর্ড এ ক্লিক করবেন।সেখানে আপনি দেখতে পারবেন অনেক দেশের ল্যাঙ্গুয়েজে সেখানে দোয়া আছে সেখান থেকে আপনি বাংলাদেশ বাংলা সিলেক্ট করবেন। এবং সে কিবোর্ড টা কে এড করে দিবেন। হয়ে গেল আপনার ফোনের সেটিং এবার কিবোর্ডে জান। দেখুন স্পেসের পাশে পৃথিবীর মতো একটা চিহ্ন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন।এরপর আপনি উপরের দিকে একটা মাইক দেখতে পারবেন সেখানে ক্লিক করুন তারপর মুখে যা বলবেন সেটা বাংলা লেখা হয়ে যাবে। দেখলেন মুখে বললেন সেটা টাইপিং হয়ে যাবে। তাহলে বলুন বাংলা টাইপিং কত সহজ। এবার আপনারাই বলুন আপনার 350 ওয়াট লিখলে কতক্ষণ সময় লাগবে। আপনার কাছে আমার প্রশ্ন হল কমেন্টে জানাবেন। দয়া করে একটা শেয়ার দিয়ে দিবেন। এটা ছোট ভাই হিসেবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর যারা যারা টাইপিং এর কাজ করতেছে তাদের কাছে আমার এই পোস্টটি পৌঁছে দিবেন। এখন থেকে উরাধুরা টাইপিং করুন আর টাকা ইনকাম করুন ঘরে বসেই টাইপিং করতে কোন কষ্ট হবে না।
Related Posts
Are you searching for a way to enjoy the benefits of Xfinity WiFi without spending any money upfront? Good news!…
The Xbox Game Pass has revolutionized gaming by offering access to a wide library of games for a monthly subscription…
কন্টেন্ট রাইটিং বর্তমানে ডিজিটাল দুনিয়ায় একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে পরিগণিত হচ্ছে। যেকোনো ব্যবসা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সাফল্য অর্জনে কন্টেন্ট রাইটিং…
অফিসে কাজ করার সময় মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা। এটি কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রায়…
আজকের ডিজিটাল যুগে অর্থ উপার্জনের নতুন নতুন উপায় খুঁজে বের করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তির অগ্রগতির সাথে…
5 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
good info
Hmm
অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানসম্মত আর্টিকেল হয়েছে।কিন্তু আমি সফল ভাবে বলতে পারি যে এই পদ্ধতি অনেকটা দিন আগে থেকেই আমার আয়ত্তে
This is an old item.
Nice info