আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম নিয়ে হাজির হয়েছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
মেয়েদের চুল পড়ার কারণ -অধিকাংশ মেয়েই বলে থাকে মাথার চুল পড়ে শেষ হয়ে যাচ্ছে। মাথার চুল পড়ে কেন? গবেষণায় দেখা গেছে প্রতিদিন 60 থেকে 100 টি চুল পড়া স্বাভাবিক। তবে অতিরিক্ত চুল উঠে গেলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।
মেয়েদের চুল পড়ে কেন? চুল পড়ার পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন-
১) নিয়মিত চুল পরিষ্কার না করলে চুলের গোড়ায় ময়লা জমে ফলে মাথা থেকে চুল ঝরে পড়ে।
২) মাথায় অতিরিক্ত খুশকির কারণে চুল ঝরে পড়তে পারে।
৩) অনেকে চুলের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুলের বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে,ফলে চুল ঝরে পড়ে।
৪) অস্বাস্থ্যকর খাবার এবং পুষ্টিহীনতার কারণে চুল ঝরে পড়ে।
৫) অতিরিক্ত কাজের চাপ বা দুশ্চিন্তা করার কারণে চুল ঝরে পড়তে পারে।
৬ ) হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল ঝরে পড়ে।
৭) বিভিন্ন ধরনের প্রোটিন, ভিটামিন বা আয়রনের অভাবে ছড়িয়ে পড়ে।
৮) জন্ডিস, টাইফয়েড বা আরও বিভিন্ন জটিল রোগ হলে এন্টিবায়োটিক খাওয়ার কারণে অনেকের চুল পড়ে যায়।
৯) অনেকের থাইরয়েডের সমস্যার কারণে চুল ঝরে পড়ে। দেহে অতিরিক্ত পরিমাণে ভিটামিন-এ জমা থাকলেও চুল ঝরে পড়ে।
১০) এছাড়াও রক্তশূন্যতা, পুষ্টিহীনতা বা অন্যান্য বিভিন্ন সমস্যার কারণে চুল ঝরে পড়ে।
মেয়েদের চুল পড়া বন্ধ করার তেলের নাম
চুলের শুষ্কতা দূর করতে আমরা চুলে তেল লাগিয়ে থাকি। চুলের গোড়ায় তেলের ব্যবহার করার ফলে ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায়ফলে চুল ঘন হয়, আগা ফাটা দূর হয় এবং চুলের দ্রুত বৃদ্ধি হয়। চুল পড়া বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার তেল রয়েছে। একেক রকম চুলে একেক রকম তেল ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায়।
চুলে তেল লাগানোর পূর্বে খেয়াল রাখতে হবে তেলে যেনো প্রয়োজনীয় পুষ্টি উপাদান বিদ্যমান থাকে। যেমন- তেলে অবশ্যই অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, কে, ডি ইত্যাদি থাকা আবশ্যক।
1. Parachute advanced coconut hair oil: এটি বর্তমানে বাজারে খুবই জনপ্রিয়, ভিটামিন-ই সমৃদ্ধ এই তেলটি খুব দ্রুত বৃদ্ধি করে এবং চুলের গোড়া মজবুত করে ।
2. Dabur Almond hair oil: এই তিনটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুলের পুষ্টি যোগায়, চুলকে লম্বা করে এবং চুলের আর্দ্রতা বজায় রেখে চুলকে উজ্জ্বল করে তোলে।
3. parachute advanced Aloe vera hair oil: অ্যালোভেরা সমৃদ্ধ এই তেলটি মিনারেল অয়েল যুক্ত। নারী এবং পুরুষ উভয়ের জন্যই এই তেলটি খুবই উপকারী। এটি ব্যবহার করলে খুব দ্রুত চুল পড়া রোধ করা যায় এবং এটি চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
4. Himalaya anti hair fall hair oil: এই তেলটি চুলের চিটচিটে ভাব দূর করে, চুল পড়া বন্ধ করে, মাথা ত্বক ঠান্ডা রাখে, সর্বদা চুল ঝলমলে ও সজীব রাখে।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর Facebook Group এর সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।