প্রিয়,
পাঠক আশা করি অনেক ভাল আছেন আমি অনেক ভাল আছি তো চলুন শুরু করা যাক আজকের পোষ্টের বিষয়।
তো পাঠক আপনারা হয়তো সবাই জানেন যে বর্তমানে এই ২০২০ সালের জুন মাসে সরকার নানারকম বাজেট করেছে।।
এই বাজেটের ভিতর প্রায় না অনোক জিনিসের দাম বৃদ্ধি করা হয়েছে এবং কিছু জিনিসের দাম স্থগিত করা হয়েছে
তো বর্তমানে সরকার মোবাইল কোম্পানির উপরে তাদের বাজেট জারি করেছে এবং তার উপরেও কর ধরছে।
১২ জুন চলতি বাজেটে মোবাইল ফোন সেবার ওপর কর বাড়িয়েছে।
সরকার বাজেটে সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।।
তো এর আগে সরকার মোবাইল কলরেট উপরে জারি করেছিল সেটা প্রায় ১০০ টাকায় ২২ টাকার মতো কাটতো কিন্তু বর্তমানে যে জারি করেছে তার উপরে আমাদের ২৫ টাকা করে অর্থাৎ ১০০ টাকায় ২৫ করে কাটবে বা তার বেশি ও কাটতে পারে।
সুতরাং এই কল রেট এর উপরে জারি দেখে বিটিআরসির তারানা হালিম অনেক একটু ক্ষুব্ধ হয়েছেন কিন্তু কিছু করার নেই এটা হল সরকারি বাজেট এই বাজেটের উপর কেউ কিছু করতে পারবেন না
সুতরাং বর্তমান কলরেট এর গ্রাহক সন্তুষ্ট নয় কারণ তাদের প্রতি ১০০টাকায় যদি ২৫টাকা করে কাটে তাহলে কোন গ্রাহক সন্তুষ্ট হবে না
তো কল রেট বাড়ানোর কারণ হলো বাজেট, বর্তমান বাজেট করা হয়েছে প্রতি বছর ইবাদত করা হয় আর এই বছর করানার ভয়াবহতার জন্য এই বাজেট বেশি করা হয়েছে সেজন্য কলরেট পরিমাণটা একটু বাড়ানো হয়েছে ।।
শুধু কল রেট না আরো অনেক অনেক পণ্য আছে যেগুলো পরিমাণ বাজেটে অনেক বেশি করে বাড়ানো হয়েছে।
তো আমাদের এই কোলরেট বাড়ানোর বিষয়টা নিয়ে আমাদের বলে কিছু হবে কারণ সরকার যেটা করবে ভালোর জন্যই করবে।
পাঠক আশা করি আপনাদের এই কলরেট কথা শুনে অনেকের ভাল লাগেনি কারন কারোরই ভালো লাগার নাই কথা
তো পাঠক বিদায় দেখাবে নতুন কোন পোস্টে নতুন কোন পোস্টের সাথে সেই পর্যন্ত আপনার অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে