আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ
কেমন আছেন সবাই..? আজকে আমি আপনাদের সাথে শেয়ার কিভাবে মোবাইল দিয়ে ফ্রীলেন্সিং করব। ফ্রীলেন্সিং বলতে আমরা ফাইবার, আপওয়ার্ক, ফ্রীলেন্সার এর উপর নির্ভর করি। আসলেই এগুলো বড় বড় মার্কেট প্লেস।এখানে প্রচুর কাজ পাওয়া যায়। এখানে কাজ করার জন্য শত শত ক্যাটাগরির পাওয়া যায়। আপনি বেশিবাগ কাজ মোবাইল দিয়ে করতে পারবেন না। তবে কিছু ক্যাটাগরির আছে যেগুলেতে আপনি মোবাইল দিয়ে ও কাজ করতে পারবেন। এমন ই কিছু ক্যাটাগরির নিয়ে আলোচনা করব আজ।
১.ট্রান্সলেশন এন্ড লেঙ্গুয়েজ
এটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ। মনে করেন আপনি বাংলা থেকে ইংরেজি অথবা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করার কাজ করবেন। অনেক এ এসব কাজ করে লক্ষ টাকা পযন্ত ইনকাম করেছে।
২. রাইটিং এন্ড কন্টেন্ট
আপনি কারও জন্য ব্লগ পোস্ট লিখে দিতে পারবেন। ভায়ার আপনাকে টপিক দিবে এবং সে টপিক এর উপরে আপনি পোস্ট লিখবেন। আপনি চাইলে নিজে ওয়েবসাইট তৈরি করে ব্লগিং করতে পারবেন।
৩. রি রাইটিং
রি রাইটিং বলতে আপনাকে কোন একটা ওয়েবসাইট এর পোস্ট এর লিংক দিবে। আপনি সে পোস্ট টি দেখে নিজে থেকে লিখে দিবেন। মূল কথা হচ্ছে সেটা অন্য রকম করে লিখতে হবে যাতে ক্যাটাগরি ঠিক থাকে।
৪. কাস্টমার সাপোর্ট
কার্টমার সাপোর্ট বলতে আপনি কোম্পানির অনলাইন সাপোর্ট হিসেবে থাকবেন। যেমন কল সাপোর্ট হতে পারে, ফেসবুক পেজ এর সাপোর্ট হতে পারে এরকম।
৫. ট্রানস্ক্রিপশন
ট্রানস্ক্রিপশন হচ্ছে আপনাকে কোন ভিডিও বা অডিও দেওয়া হবে। আপনি ওটা শুনে শুনে লিখে দিবেন।এই কাজটাও আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। তবে এই কাজটা একটু সময় এর ব্যপার। তবে ভালো একটা কাজ মোবাইল দিয়ে করার জন্য।
উপরের কাজগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। বিস্তারিত জানতে অথবা কিরকম হয় দেখতে নিজে মার্কেট প্লেসে গিয়ে সার্চ করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ