আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার উপায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ন তথ্য। আপনারা জানতে পারবেন এই মেশিন কত দামে পাওয়া যায়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
আপনারা অনেকে নিশ্চয় মৌজা ম্যাপ সম্পর্কে জানেন বা জানতে চান। আপনারা নিশ্চয় অনেকে হয়তো চিন্তিত আছেন যে আপনি আপনার এলাকার মৌজা ম্যাপ কিভাবে পাবেন কিংবা কিভাবে ডাউনলোড করবেন। আজকে আমি আপনাদের কে আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার এলাকার মৌজা ম্যাপ ডাউনলোড করবেন বা দেখবেন। এর সাথে এটা ও আপনাদের কে জানিয়ে দিব যে মৌজা কি বা মৌজা কাকে বলে এবং মৌজা কি ভাবে গঠন করা হয়? এরকম অনেক প্রশ্নের সমাধান আপনি আজকে এই পোস্টে জানতে পারবেন। তাছাড়া ও আপনি যদি জমি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে আপনি চাইলে আমাদের পেইজ টি ঘুরে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এর মূল বিষয় সম্পর্কে আলোচনা করা যাক।
মোজা বলতে কি বোঝায়?
মৌজা বলতে একটি নির্দিষ্ট পরিমাণ ভূমি কে বোঝায়। বাংলাদেশে ভূমি জরিপ করার সময় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উপজেলা গুলো কে ভাগ করা হয়েছিল। আর সে উপজেলা গুলো কে একটি নির্দিষ্ট ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে। এই প্রতিটি ক্ষুদ্র অংশ কে মৌজা বলে চিহ্নিত করা হয়। তব মৌজা পরিমাপের ক্ষেএে একটি মৌজার মধ্যে কত টুকু পরিমাণ ভূমি থাকতে পারে এই বিষয় টি নিশ্চিত করে বলা হয় নাই।
তবে একটি মৌজার মধ্যে একটা গ্রাম ও থাকতে পারে বা একটি মৌজার মধ্যে একাধিক গ্রাম ও অবস্থান বা সীমা ভূক্ত হতে পারে। তবে মৌজা পরিমাপ এর ক্ষেএে একটি বিষয় বলা হয়েছে যে মৌজা হতে হলে অবশ্যই ভূমির পরিমাণ ২০০ একর এর ঊর্ধ্বে জমি থাকতে হবে। ২০০ একর জমির অধিক মৌজায় অবস্থান করতে পারবে কিন্তু ২০০ একর জমির কম পরিমাণ যদি ভূমি থাকে তাহলে এটা কে মৌজা হিসেবে গণ্য করা হবে না। তাই মৌজার জন্য ভূমির পরিমাণ ২০০ একর থাকা আবশ্যক। আশা করি এই সম্পূর্ণ প্যারা টি পড়ে মৌজা কি বা কাকে বলে এই প্রশ্নের উওর পেয়ে গেছেন। এখন আমরা মৌজা সম্পর্কে আরো তথ্য জানবো।
মৌজা ম্যাপ জমির নকশা ডাউনলোড করার উপায়
আপনি যদি ভাবেন যে আপনি কিভাবে আপনার নিজের জমির মৌজা ম্যাপ দেখতে পারবেন বা মৌজা ম্যাপ ডাউনলোড করবেন তাহলে এই প্যারা টি মনোযোগ সহকারে দেখুন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার জমির ম্যাপ ডাউনলোড করবেন।
আপনি যদি আপনার জমির ম্যাপ বা মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান তাহলে সেক্ষেত্রে কিছু টা নিয়ম অনুসরণ করতে হবে। নিয়ম গুলো সম্পর্কে ভালে ভাবে বুঝতে হবে এবং আপনার ব্যক্তিগত কিছু তথ্য অনলাইনে সাবমিট করে মৌজা ম্যাপ এর আশা করতে পারবেন। তাই আপনাকে মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য নিচের দেওয়া লিংকে প্রবেশ করে নিয়মানুসারে ডাউনলোড করতে হবে।
মৌজা ম্যাপ ডাউনলোড লিংকঃ https://eporcha.gov.bd/map-search-panel
জমির নকশা ডাউনলোড করতে: জমির নকশা কোথায় পাওয়া যায় << এই আর্টিকেলটি পড়ুন।
আপনি উপরের লিংকে প্রবেশ করেন তাহলে আপনি আপনার মৌজা ম্যাপ ও জমির নকশা ডাউনলোড বা সংগ্রহ করতে পারবেন খুব সহজে তাদের রুলস মেনে চলে।
আশা করি আপনারা মৌজা ম্যাপ সম্পর্কে বুঝতে পেরেছেন এবং মৌজা ম্যাপ ডাউনলোড করার পদ্ধতি সম্পর্কে ও জেনে গেছেন। তবুও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এ গিয়ে আপনার মতামত টি পেশ করবেন। আমরা যথাসম্ভব উওর দেয়ার চেষ্টা করবো। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।