গত মৌসুমের শেষের দিকে কিছুটা সময় ইনজুরিতে কাটিয়েছে সার্জিও আগুয়েরো। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে খেলেছেন আর্জেন্টিনার হয়ে। বিশ্বকাপে গোলও পেয়েছেন এই স্ট্রাইকার।
ম্যানসিটিতে দীর্ঘদিন ধরে খেলা এই স্ট্রাইকার বেশ আগেই ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হন। এবার নিজেকে তুলে নিলেন আরেক উচ্চতায়।
চেলসির বিপক্ষে এফএ কমিউনিটি শিল্ডের ফাইনালে মাত্র ১৩ মিনিটে গোল করে ক্লাবটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আগুয়েরো। ম্যাচের ৫৮ মিনিটে আরো একটি গোল করেন এই ফুটবলার। তার এই দুই গোল নিয়ে মোট গোলের সংখ্যা দাঁড়ালো ২০১।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ম্যানসিটির হয়ে খেলতে নামেন নি আগুয়েরো। খেলতে নামলে সপ্তাহ খানেক আগেই এই কীর্তি গড়তে পারতেন। তবে ওয়েম্বিলতে এই কীর্তি কোন অংশেই কম নয়। ইংলিশদের প্রাচীন ফুটবল টুর্নামেন্টের মধ্যে এফএ কমিউনিটি শিল্ড অন্যতম।