যখন তুমি তোমার লক্ষ্য স্থির করবে এবং সেটার জন্য তুমি প্রতিদিন কঠিন পরিশ্রম করবে,প্রত্যেকটা সর্বক্ষণের সন্তুষ্টিকে ত্যাগ করবে,যখন তোমার বন্ধুরা তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য জোর করবে,তখন তুমি তাদের মুখের উপরে না বলবে|যখন সবাই তোমাকে একঘরে ভাবতে লাগবে,যখন সবাই তোমার পরিশ্রম দেখে তোমাকে পাগল ভাবতে লাগবে,আর একে একে চারিদিক থেকে তোমাকে বাধা দিতে লাগবে,তোমাকে যদির নদীতে ফেলে দিতে চাইবে তোমাকে ভাবতে বাধ্য করবে তুমি যদি এটি না পারো তবে লোকে তোমাকে নিয়েহাসবে|যদি তোমার সব পরিশ্রম বিফলে যায় যদি সবাই তোমাকে ছেড়ে যায় তাহলে তাদের কথা তোমার এক কান দিয়ে নিয়ে আরেক কান দিয়ে বের করে দিতে হবে,যখন সবাই তোমাকে তোমার স্বপ্নের পথ থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চাইবে,হয়তো তুমি তাদের সেই জোরালো ধাক্কায় নিজেকে সামলাতে পারবে না,হয়তো তুমি শুয়ে পড়বে কিন্তু তখন তুমি দেখবে তোমার চোখের সামনে তাদের জিততে|তুমি দেখবে তাদের চোখে তোমার প্রতি হিংসা,তারা জোর গলায় তোমাকে দাবিয়ে রাখতে চাইবে,আর তখনই তোমার সাহস তুমি নিজে তোমার জেদ তুমি নিজেই সৃষ্টি করবে,তোমার মনোবলকে তুমি আরো শক্ত করবে|ঘুরে দাঁড়াবে, ঘুড়ে দাড়াবে আবার সামনে এগিয়ে যাওয়ার জন্য,ঘুরে দাঁড়াতে সকল বাধাকে চূর্ণ করতে|করে দাঁড়াবে সবাইকে নিজের সত্যরূপ দেখিয়ে দেওয়ার জন্য,ঘুরে দাঁড়াবে প্রত্যেকটা কষ্ট আর দুঃখ কে শক্তি বানানোর জন্য|এবার তুমি আরও শক্তিশালী তুমি আরো বেশি নির্ভীক তুমি আরো পরিশমী,নিজের প্রতি বিশ্বস্ত তোমার প্রত্যেকটি চেষ্টা তোমাকে বানিয়ে দিয়েছে আগের থেকেও দক্ষ|প্রতিটি পথের কাঁটা কে জুরে জুরে তুমি অস্ত্র বানিয়েছে,নিজের সীমাবদ্ধতা কে তুমি অসীমের আলো দেখিয়েছে,আর তাই আশেপাশের সব মানুষেরা হয়ে উঠেছে আরও হিংস্র|তারাও তৈরি এক নিমিষে তোমাকে শেষ করতে,তারা চিৎকার করে যাচ্ছে একটা পাগলা কুকুরের মত,তারা তোমাকে বোঝাতে চাচ্ছে ফিরে আয়, ফিরে আয় আমাদের দলে,সবার থেকে আলাদা হওয়ার জেদ করিস না|তারা হাজার নয় লক্ষ্য বার চাইবে তোমাকে ফেলে দিতে কিন্তু তোমাকে আবারো দাঁড়াতে হবে,নিজেকে সামলাতে হবে তোমাকে আবারও ঘুরে দাঁড়াতেই হবে,লক্ষ্য যখন তোমার তাই অন্যের কথায় কেন নিজেকে সন্দেহ করছো?অন্যদের কথায় কেনই বা তুমি নিজেকে ছোট ভাবছো?তোমার স্বপ্ন তোমারই হবে যদি তুমি তার যোগ্য হও|তুমি যোগ্য বলেই আজ সেটা পূরণ করবার রাস্তা খুঁজছো| আর সেই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কিছু সমালোচকেরা,কিছু মহান জ্ঞানী ব্যক্তিরা যারা জীবনে কিছুই অর্জন করেনি|অথচ তারা তোমাকে সীমাবদ্ধতায় জড়াতে চাইছে,কিন্তু তোমার সীমা তুমি নিজেই নির্ধারণ করবে, নিজের মানসিকতাকে উন্নতি করে|তুমি যোদ্ধা তুমি হত্যাকারী তুমি হত্যা করবে নিজের ভয় কে, তুমি প্রকট তুমি অঙ্কুশ,উড়িয়ে দিয়ে ভিতরে দুঃখ-কষ্ট কে করবে তুমি বিতরের থেকে ভয় কে হত্যা|তুমি চেষ্টা তুমি স্রষ্টা বারবার হেরে গিয়েও তুমি ঘুরে দাঁড়াবে, দাঁড়াও ঘুরে যোদ্ধার মত, দাঁড়াও ঘুরে নিজের স্বপ্নের স্বার্থে,দাঁড়াও ঘুরে সব বাধা-বিপত্তিকে এক নিমিষে চুরমার করতে|তুমি পারবে ঘুরে দাঁড়াতে কারণ যার স্বপ্ন তার কাছে আপন হয়,সেইতো হয় প্রকৃত শক্তিশালী সে কাঁদে না কেউ তাকে ছেড়ে চলে গেলে|বরং কাঁদে নিজের স্বপ্নের পথে পথভ্রষ্ট হলে,তুমি যদি নিজের কাছে অটুট থাকো তাহলে কেউ তোমাকেভাঙতে পারবে না কারন তোমাকে যতবারই ভাঙ্গার চেষ্টা করবে ততবারই তুমি দ্বিগুণ শক্তিতে ঘুরে দাঁড়াবে|তোমাকে ঘুরে দাড়াতেই হবে তোমার স্বপ্ন পূর্ণ করতে সবাইকে তোমার শক্তি দেখাতে,তোমার কাছে হাজারটা কারণ নেই বাঁচার জন্য রয়েছে শুধু একটিমাত্র স্বপ্ন আর স্বপ্নের সামনে রয়েছে হাজারো বাধা|আর তুমি করবে সকল বাধাকে চূর্ণ কারণ এটি তোমার জীবন,তুমি পারো হেরে গিয়ে বসে যেতে আবার চাইলেই পারো বারবার হেরে গিয়ে ঘুরে দাঁড়াতে|তাই ঘুরে দাঁড়াও তোমার লক্ষ্যে ঘুরে দাঁড়াও সীমাবদ্ধতা পুণ্য বিশ্বাসগুলোর বিরুদ্ধে,ঘুরে দাঁড়াও এখনই এই মুহূর্তে ,জীবন তোমার সিদ্ধান্ত তোমার হাতে|
অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার পোস্টটি পড়ার জন্য কারণ তোমার ধৈর্য্য ছিল বলেই তুমি পেরেছ, ঠিক এমন করেই ধৈর্য ধরে সকল সীমাবদ্ধতার বিরুদ্ধে সকল সন্দেহ বাচক মন্তব্যগুলো বিরুদ্ধে,ঘুরে দাঁড়াও এক্ষুনি|
কিভাবে গ্রাথর ডটকমে একটা পোস্ট করেই আপনি ১০০ টাকা পেতে পারেন? গুরুত্বপূর্ণ কিছু টিপস । সম্পূর্ণ পড়ার অণুরোধ রইল!
আসসালামু আলাইকুম গ্রাথর ডটকমের বন্ধুরা। স্বাগতম জানাই গ্রাথর ডটকমে ! আসা করি আল্লাহ তায়ালার মেহেরবানি ও দয়ায় প্রত্যেকেই একটু হলেও...