ফনি মনে তো আমরা সবাই বুঝি।কোন সাপ যদি রেগে ফণা তুলে তাহলে তাকে বলে ফনি।আবহাওয়াবিদরা যখন দেখলো যে এই ঝড়টা সাপের মত লেজ বেয়ে ঘুরতে ঘুরতে আসছে এবং ঝড়ের অগ্রমুখে ফনি মত দেখতে তখন এর নাম দেওয়া হল ফনি।আবহাওয়া বিদদের মতে এই ঘূর্ণি ঝড় ফনি মেলা সাপের মত আঘাত আনবে প্রতিকূল অঞ্চলে।তাদের কথা মতই সব কিছু হতে থাকে।একের পর এক আঘাত হবে ফনি।এর পর প্রাণ কেরে নে ১৪ জনের ।আজ ভোর বেলা থেকে আঘাত হানতে থাকে ফনি।ভারত থেকে সেই ঝড় প্রবেশ করে খুলনা এর পর চট্টগ্রাম,ঝিনাইদহের, নড়াইর,কুষ্টিয়া,নাটোর,রাজশাহী,হতে আপাতত টা একটু শান্ত।ঘূর্ণি ঝরে ক্ষতিগ্র্স্থ হয় শত শত পরিবার।
আপাতত খবরে পাওয়া তথ্য অনুযায়ী আপাতত ঝড় এর তীব্রতা কমেছে।
ঘূর্ণি ঝড়ের ক্ষতিগ্র্তদের পাশে দাড়ান।
কন্টেন্ট ভালো লাগে sheir করুন।
Grathor.com এ লিখালিখি করে আয় করার সুযোগ হাতছাড়া করবেন না!
3 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Important post
Oh
ok