আসসালামু় আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ। আশা করি সবাই অনেক ভাল আছেন। আপনারা সবসময় ভালো থাকেন এটাই কাম্য। অবশ্য আমার বিশ্বাস যারা গ্রাথোরের সাথে থাকেন তারা সবসময় ভাল থাকেন।প্রতিদিন নতুন নতুন ফ্রিল্যান্সিং টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হই।আজ থাকছে কি কি ভুলের কারনে আপনারা ফ্রিল্যান্সিং থেকে ভাল করে ইনকাম করতে পারেন না।তাহলে চলুন দেরি না করে আসল ভুলগুলো জেনে নিই।
আপনারা সকলে জানেন যে ফ্রিল্যান্সিং এর সকল ব্যাপার ইংরেজিতে হয়ে থাকে।আমরা শুরুতেই যে ভুলটা করি যে খুব ভালভাবে ইংরেজিতে দক্ষ না হয়েই ফ্রিল্যান্সিং এর ভেতর প্রবেশ করে ফেলি।যার জন্য আমরা ভাল করে বুঝে উঠতে পারিনা অথরিটি থেকে কখন কি মেইল দিচ্ছে,তারা মেইল দিয়ে কি বোঝাতে চাইছে অথবা অনেক নোটিফিকেশন থাকে যেটাতে কি বলে তারা ভাল করে বুঝে উঠতে পারেনা।যার জন্য ইনকাম এর অনেক পথ খুলতে চেয়েও যেন বন্ধ হয়ে যায়।শুধুমাত্র এই না বোঝার কারনেই অনেক ইনকামের পথ বোঝা যায়না।এটা তো গেল প্রথম ভুল।দ্বিতীয় ভুল টা হচ্ছে খুব কম পরিমান ইংরেজি দক্ষতা নিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে চলে আসা।মার্কেটপ্লেসে সফল হবার সবচেয়ে দ্রুততম মাধ্যম হচ্ছে ক্লায়েন্টের সাথে খুব ভালভাবে যোগাযোগ রাখা।আপনি যদি ইংরেজিতে দক্ষই না হন তাহলে কিভাবে এত যোগাযোগ রক্ষা করে চলবেন।ধরুন ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দেবে,আপনাকে ভালভাবে বুঝতে হবে তিনি কি বলতে চাইছেন,তার কাজ কতটুকু আর কিভাবে সম্পন্ন করবেন।আপনাকে তার কথার উত্তর খুব বুদ্ধিমত্তার সাথে তার কথার উত্তর দিতে হবে।এটাতো গেল প্রথম স্টেপ।কাজ করতে করতে আপনি কোন সমস্যায় পড়তে পারেন তখন তার সাথে কথা বলে সিউর হয়ে নেওয়া জরুরী হয়ে পড়ে।তখন তার সাথে ভাল করে কন্টাক্ট করতে হলেও আপনাকে ইংরেজিতে খুব ভাল দক্ষ হতে হবে।এরপর আরো কিছু ব্যাপার হচ্ছে কাজের মাঝে মাঝে আপনাকে ক্লায়েন্টের সাথে ভাল সম্পর্ক রাখতে হবে।তাহলে আপনার ইনকামের রাস্তা অনেক ফ্রেশ থাকবে।আপনারা যদি এগুলা না মেনেই কাজ শুরু করেন তাহলে অনেক ভুল করবেন।কারন এখানে কাজ জানার সাথে সাথে আপনাকে অন্য কিছুতেও দক্ষ হতে হবে।আবার আপনি যখন আপনার কাজে আর্ন করা ডলার উঠাতে যাবেন তখন ও আপনার ইংরেজিতে ভাল দক্ষতা থাকতে হবে।
এতক্ষন যে ভুলগুলো ধরিয়ে দিলাম সেগুলো যদি আপনারা ঠিক করে মেনে চলেন তাহলে ফ্রিল্যান্সিং এ আপনাদের আয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।এই ভুল গুলোই আপনাদের আয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।তাই সবাই ইংরেজিতে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করতে থাকেন তাহলে সেটা আপনার জন্যই অনেক ভাল হবে।
আর পরিশেষে একটা কথাই বলতে চাই সবাই সচেতন হলেই করোনা নামক মহামারী থেকে সুরক্ষা সম্ভব।আপনারা সবাই বাড়ি অবস্থান করুন আর সকল পন্থা মেনে চলুন।
21 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
ok
Hm
Good
good
nice
Good
NC
nice
Valo
Hmm
good post
ভালো ছিল!!
Sundur kotha bolcen
very good
Good
Valo
gd
অনেক ভালো হয়েছে।
❤️
Ok
Ok