আমাদের দেশে ব্লগিং জগতে, এখন মুড়ির মতো ওয়েবসাইট গজিয়ে উঠছে। বিশেষ করে বাংলা ব্লগিং এখন তুমুল জনপ্রিয়। প্রতিনিয়তঃ এর নতুন নতুন ধারার সৃষ্টি হচ্ছে। তেমনি ভাবে তৈরি হচ্ছে নতুন নতুন লেখক। যারা লিখতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। দয়া করে কেউ এই সুযোগের অপব্যবহার করবেন না। আপনারা যারা লিখতে চান লেখার আগে অবশ্যই চিন্তাভাবনা করেন কোথায় লিখবেন। কোন ওয়েব সাইটটি আপনার নির্ভরতার জায়গাটিতে স্থান করে নেবে। এমন কিছু ওয়েবসাইট আমাদের দেশে বিরাজমান।
কিছু বাংলা ব্লগিং ওয়েবসাইট দেখে নিন:
- হট নিউজ অল
- ডিজে বাংলা
- টেকনোটিউনস
- আগাছা
- freelancing.com
- জে আই টি
- লেখক ডট কম
- গ্রাথর ডট কম
এখন প্রশ্ন হতে পারে কোন ওয়েবসাইট টি সেরা;
ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের ভিন্ন ভিন্ন নীতিমালা। কোনটির নীতিমালা সহজ ও সরল। কোনটির নীতিমালা বড়ই জটিল। কোনটিতে আবার রয়েছে লেখার সীমাবদ্ধতা। কোনটিতে রয়েছে অবাধ স্বাধীনতা। যেখানে আপনি নিজের মতো করে, নিজের ভাবনা দিয়ে, মনের মত আর্টিকেল লিখতে পারবেন।
আর্টিকেল লেখার আগে আপনি ভেবে নিন আপনি কোন বিভাগে খুব ভালো লিখতে পারেন।
- বিজ্ঞান ও প্রযুক্তি
- শিক্ষা বিভাগ
- ইন্টারনেট
- আউটসোর্সিং
- সাহিত্য
- অন্যান্য
- সাকসেস স্টরি।
মোটামুটি এর কয়েকটি বিভাগেই আপনি চাইলে লিখতে পারবেন। এছাড়াও রয়েছে আরও হরেক রকম, অন্যান্য অপশন। তবে যারা নতুন তারা খুব ভেবেচিন্তে ভালো একটি সিদ্ধান্ত নেবেন।
যারা নতুন তারা কোথায় লিখবেন:
নতুনদের জন্য ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যে গাইডলাইন থাকবে তা হল। লেখার আগে ওয়েবসাইট গুলো ভিজিট করে নেন। কারণ ভেবেচিন্তে সবকিছু করা ভালো। আপনি যখন লেখার ইচ্ছা প্রকাশ করেছেন তখন আপনি ভালো বুঝবেন কোথায় লিখলে আপনি আত্মতৃপ্তি পাবেন।
এক একটি ওয়েবসাইট একেকটি ডিভিশনের জন্য জনপ্রিয়। কোনটি তাদের বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। আবার কোনোটি এগিয়ে যাচ্ছে সবদিক থেকে।
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটি:
এখানে ভালোর কোন শেষ নেই। তবে একথা সত্য যে আপনি প্রথম প্রথম সব ওয়েবসাইটে লিখতে পারবেন না। কারণ প্রত্যেকটি ওয়েবসাইটের একটি নিজস্ব নীতিমালা থাকে। শুধুমাত্র ক্রিয়েটিভ লোকেরাই এখানে লিখে থাকেন।সুতরাং আপনি যদি ক্রিয়েটিভ হন সে ক্ষেত্রে আপনি যে কোন ওয়েবসাইটে লিখতে পারবেন।
যারা নতুন তারা কোথায় জয়েন করবেন:
কিছু কিছু ওয়েবসাইট নতুনদের জন্য খুব ভালো জায়গা দিতে পারেনা। তবে এমন কিছু ওয়েবসাইট আছে যারা সত্যিকার অর্থে লেখক তৈরির উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে। আপনাদের আমি একটি ওয়েবসাইটের কথা বলে দিচ্ছি। যেখানে আপনি আপনার, সব ধরনের, ওসব বিভাগে লিখতে পারবেন।
ওয়েবসাইট: grathor.com
এই,এই ওয়েবসাইট নতুনদের জন্য 1 বিশ্বস্ত নাম। বলতে গেলে সেরা একটি ওয়েবসাইট। সেরা বলছে কেন তার কারণ গুলো অবশ্যই দেখে নেবেন।
- এখানে আপনি একদম ফ্রি ভাবে জয়েন করতে পারবেন।
- নীতিমালা গুলো অনেক সহজ ও সরল
- এইট আওয়ার্স অফিশিয়াল সাপোর্ট
- প্রতিদিন যোগ হয় নতুন নতুন বিভাগ
- পেমেন্ট পদ্ধতি বেশ সহজ
- লেখক এবং পাঠক সংখ্যা সর্বাধিক
- আর্টিকেল ওয়ার্ড সীমাবদ্ধতা খুব বেশি কঠিন নয়।
- এই ওয়েবসাইটের গেটাপ এন্ড ডিজাইন অসাধারণ
- প্রিমিয়াম মেম্বার হয়ে, আজীবন সদস্য হতে পারবেন।
- সম্পূর্ণ বাংলা
- ভিউ, কমেন্ট বোনাস, লগইন বোনাস, খুব তাড়াতাড়ি একাউন্টে যোগ হয়
- সরল ড্যাশবোর্ড
- পোস্ট বোনাস(যা সাধারণত অন্য ওয়েবসাইট থেকে এটিকে অসাধারণ করে তুলেছে)
- ট্র্যাফিক জ্যাম নেই বললেই চলে।
- গাইডলাইন গুলো অসাধারণ
- এই ওয়েবসাইটের নিজস্ব অ্যান্ড্রয়েড অ্যাপস আছে
- রেফারেল বোনাস 100 টাকা
- বাৎসরিক সেরা লেখা লেখকের নির্বাচন
- মোটা অংকের পুরস্কার
- প্রতি মাসের সেরা লেখক নির্বাচন
- লেখা লিখলেও টাকা/লেখা পড়লেও টাকা পেমেন্ট করে।
আর উপরে উল্লেখিত কারণগুলোই এই ওয়েবসাইটকে অন্যান্য ওয়েবসাইট থেকে, অনন্য করে তুলেছে। যাকে বলা যায় বাংলা ওয়েবসাইট এর জগতে/ব্লগিং ক্যারিয়ার গড়তে/সবার মধ্যমণি ও সেরা।
ভবিষ্যতে হয়তো অন্যান্য আরো ফিচার যোগ হবে। অদূর ভবিষ্যতে এটি হতে পারে একমাত্র নির্ভরযোগ্য ব্লগিং ওয়েবসাইট। এমনটাই স্বপ্ন, তবে বাস্তবায়ন খুব বেশি দূরে নয়। তাই চাইলেই যে কেউ,চোখ বুজে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। যা আপনার বাংলা ব্লগিং ওয়েবসাইট এর নতুন অভিজ্ঞতা অর্জনে অবদান রাখবে। আপনি হয়তো কখনোই অন্য কোন ওয়েবসাইট এর প্রতি, দুর্বলতা লুকিয়ে রাখতে পারবেন না। এই ওয়েবসাইটটি সকল ওয়েবসাইট থেকে অনন্য বৈশিষ্ট্য ধারণ করে। তাই এটিকে সেরা একটি ওয়েবসাইট বললে খুব বেশি বলা হবে না।
রাইটিং::: (মমিন সাগর)