উত্তরঃ আমাদের দেশের প্রেক্ষাপটে কৈশোরে যৌন হয়রাণি ও নিপিরণের ঘটনা বেশি থাকে।পাড়ার বখাটে কিংবা সহপাঠীদের দ্বারা যৌন হয়রানি বেশি হয়।
কিন্তু যৌন নীপিড়ন সহপাঠী ছাড়াও নিকট আত্নীয়, পাড়া প্রতিবেশি যেকোনো বয়ষ্ক ব্যক্তির দ্বারাও হতে পারে।এই সকল অবস্থা থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
আমাদের যে যে বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে তা হলোঃ
বাড়িতে কখনো একা না থাকা। অন্যকে আকর্ষণ করে এমন পোষাক না পড়া। পরিচিত কিংবা অপরিচিত কারো সাথে একা বেড়াতে না যাওয়া।
মন্দ স্পর্শ টের পেলে তা অবশ্যই সাথে সাথে মা বাবাকে জানানো। পাড়ার বখাতে দলের হয়রানিতে সরাসরি প্রতিক্রিয়া না করে কৌশল অবলম্বন করা।’
যেমনঃ জুতা খুলে চড় দেখানো, গালাগাল করার পরিবর্তে বুদ্ধি করে পরিস্থিতি সামাল দেওয়া।