রক্তঝরা প্রতিটি রাত , প্রতিটি কাব্য ,
প্রতিটি মুহূর্ত এখানে এক একটি আগুনঝরা দিনের গল্প।
এখানে স্বপ্নেরা মাথা কুটে মরে ,অকথ্য যন্ত্রনায়।
আগেকার সেই দিন নেই ,
এখন প্রতিটি হৃদয়ে আজন্ম ব্যাথা সংগ্রামের।
বেঁচে থাকার তীব্র বাসনা নেই ,নেই স্বপ্ন পূরণের আশ্বাস।
মাটির পৃথিবীতে নেমে এসেছে
ঘোর কালো আঁধার , নিরাশার একঝাঁক পাখি।
এখানে হৃদয় গুলো এখন ভেঙ্গে গেছে কালের সাথে তাল মিলাতে গিয়ে।
পৃথিবী কখনোই ফুলের শয্যা ছিলোনা যদিও ,
তবুও মানুষের হাতে সময় ছিল অফুরন্ত ,
জীবনের গভীরে গিয়ে জীবনকে মানুষ বুঝতে পারতো কত !
এখন এই বাঁধভাঙা জীবন , কর্পোরেট অফিসের ভিড়ে
হারিয়ে গিয়েছে স্বপ্নেরা নীলিমায়
কোথাও শুনিনা বসে আছে শিল্পী ,রাঙাতে ভূবন নিজ ধারায়।
আজ আর গ্রামের মেলাগুলোতে ভিড় হয়না
হাতের জাদুতে কাঠের ঘোড়া , মাটির পরে সৈন্য সেনা
ছোট্ট খোকার মন টানেনা।
পৃথিবী যেমন শত কোটি নক্ষত্রের ভিড়ে
নিঃসঙ্গ , কোনো গ্রহ ,
মানুষও তেমন সহস্রের ভিড়েও আজ বড় একা।
এখনো পৃথিবীতে শীত আসে বিষন্নতা নিয়ে ,
বসন্ত আনে ফুলের সুবাস বয়ে ,
শুধু সেই মানুষ গুলো বড্ড একা , দেখবার কেউ নেই।
সেই স্বর্ণালী অতীত আজ বড় নির্জীব ,
সেই গল্পকথা , রূপকথা , প্রেয়সীর চকিত চাহনি ,
হাড় হিমকরা শীতের রাতে জমে উঠা আড্ডা !
হায় !
সে অতীত নেই ,
সেইযে রঙের দিনগুলোতে তক্তপোষে , বিকেল বেলায় ছাউনীঘরে
সুখের , দুঃখের গল্প ঘিরে জমতো উঠে ,
আজ সবই আছে , তবু যেন কিছু নেই।
জীবনের তীব্রতা , পেটের তাগিদে আর সঞ্চয় গড়তে ,
জীবনের ষোলআনা মিছে এই সংসারে।
এখানে এখন মিছে ঘুরে স্বপ্নের পিছু
দিনশেষে বাড়ি ফেরে লাশ হয়ে কিছু।
চাহিদার শেষ নেই , শেষ নেই স্বপ্নের
আগেকার সেই দিন নেই ,
নীল আকাশে , উড়েনা লেজ কাটা ঘুড়ি ,
নাটাই হাতে ছুটে যায়না দুরন্ত কিশোর ছেলের দল।
পুকুরের পাড়ে সেই উঁচু গাছটাও নেই ,
যার ডালে দোল খেয়ে ঝাঁপ দেয় খোকা খুকি।
ইন্টার স্কুল খেলা গুলোতে আগের মতো
রাস্তার পাশে ভীড় জমেনা।
জমেনা আগের মতো মোরগ লড়াই।
ঈদে আর পুজোতে বন্ধুর বাড়িতে
কেইবা জানতো কে রহিম কেবা রাম.
সম্প্রীতি শুধু একটা শব্দই ছিলোনা তখন !
দুঃখিনী মায়ের অশ্রূ ভেজা আঁচল পড়ে রয়
সন্তান ফিরেনা , বিদেশেই ঠিকানা।
মায়ের আঁচল ছেড়েছে সন্তান সেই কবে,
বিদেশিনী সঙ্গী , বিদেশেই ঠিকানা।
সোনালী অতীত আজ গত হয়েছে ,
রক্তে লেগেছে ঢেউ ,
টাকার কালো জ্বরে , মরছে কেউ কেউ।
কিছু কিছু মানুষ এই উজান স্রোতে টিকে রয় ,
, দুঃসাহসী , , নিশ্চিত , নির্ভার।
হারানো অতীত বুকে নিয়ে
অপেক্ষায়, সোনালী অতীতের , নবজাগরণের।
আজও এই পৃথিবীতে মানুষেরা বেঁচে আছে ,
নিস্প্রান ,
তাই পথিক বন্ধু গেয়ে যায় ,
রক্তঝরা বসন্তবেলায় হারানো দিনের গান।