আসসালামু আলাইকু। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন । এখন সবার মুখে মুখে এক ই প্রশ্ন কেমন কাটছে এই লকডাউন?সবার প্রশ্নের উত্তর হলো এইতো কাটছে ভালো লাগে না সারাক্ষণ বাসায় থাকতে আর সময় টিও যাচ্চে না যা একেবারে হতাশাজনক । লকডাউন হচ্চে যে সব কিছু বন্দ থাকবে এমনকি ঘরে থেকে কম বের হওয়া গুরুত্বপূর্ণ কাজে বের হওয়া। এই লকডাউন সবার জন্য হয়ে পরছে অতিষ্ট। কারণ সারাক্ষণ বাসায় থাকতে খুব খারাপ লাগে। তবে যারা পড়ালেখা র সাথে জড়িত তাদের জন্য এই লকডানের সময় কাটে অনেক খারাপ ভাবে কারণ এই লকডাউনে সব কিছু ছুটি।যার ফলে তারা ঠিক করে খেলতে বা পড়তে পারে না তাই তাদের সময়টিও যায় অনেক হিমসিমের মধ্যে। হয়তো তাদের কাছেও এই সময়টি খুব অতিষ্ঠ জনক।তারাও চাইলে এই সময়টিকে কাজে লাগাতে পারে। এই সময় তে নিজেকে পরিবর্তন করা যায় ভিন্ন ধরনের উপায়ের মধ্যেমে। আর লকডাউন টি আমাদের ভালোর জন্যই।তাই এই লকডাউনের একাকিত্ব সময় দুর করার রয়েছে বিভিন্ন উপায়;
1.একাকী সময়টি তে বিভিন্ন গল্পের বই পড়া।
2.একাকী সময়টি তে নিজের মতো কবিতা লিখা।
3.পড়া লেখা সাথে যারা জড়িত রয়েছে তারা পড়াশোনার রুটিন করা এবং তা অনুযায়ী পড়া।
4.জানি এখন ভালো বন্ধুদের কথা অনেক মনে পরবে যার কারণেই একাকিত্ত টাই বেশি মনে হয় তাই তাদের সাথে থাকা বিশেষ সময় গুলো ডায়েরি তে লিখা।
5.একাকি সময়টি তে প্রভুর নিকট আশ্রয় নেওয়া।
6.একাকিত্ত সময় গুলো তে এমন কাজ করা যা আমাদের জন্য উপকার হয় এবং যা আমাদের অনেক কিছু শিক্ষা দিতে পারে।
7. বিভিন্ন অনলাইনে উপযুক্ত কাজ করে।
8. অন্যকে সাহায্য করার মধ্যে .
9. আর হ্যাঁ এই সময় নিজেকে পরিবর্তন করতে মনে সাহস, আগ্রহী, এবং মুক্তমানুষিক থাকতে হবে যা গুরুত্বপূর্ণ ’
ধন্যবাদ,পাশেই থাকবেন ।
সবাই ভালো থাকবেন মহান আল্লাহর নিকট প্রার্থনা করি।