….. আসসালামু আলাইকুম…..
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।
আমি আমার গত পোস্টে বলেছিলাম কিভাবে আপেল, আঙ্গুর এবং বেদানা বা আনার এর বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করা যায়।
আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনারা বাড়িতে বসেই কমলা এবং মালটা এর বীজ থেকে চারা উৎপাদন করা যায়।
আমরা বাজারে কিংবা কোনো নার্সারীতে অনেক চারা কিনতে পারি। যেগুলো সাধারণত তেমন ভালো জাতের হয় না।
তাই আমরা চেষ্টা করবো নিজেরাই বাড়িতে বসে যেকোনো ফলের চারা উৎপাদন করার। এতে টাকাও লাগবে না এবং ভালো জাতের চারা পাওয়া সম্ভব।
এখন আমি আপনাদের বলবো কিভাবে কমলা এবং মালটার বীজ থেকে চারা উৎপাদন করবেন।
এর জন্যও আপনাদের কিছু জিনিস দরকার। সেগুলো হলো —
১. কিছু পরিপক্ক কমলা কিংবা মালটা।
২. চারা রোপনের জন্য দো আঁশ মাটি।
৩. টিস্যু পেপার।
৪. পানি এবং
৫. ছিপি যুক্ত কৌটা।
আমার গত পোস্টে আমি বলেছিলাম কিভাবে আপনারা বীজ থেকে টিস্যু পেপারের মাধ্যমে কিভাবে চারা বা কুড়ি উৎপাদন করা সম্ভব।
তাও আজ আমি আবার আপনাদের বলছি আগের থেকে সংক্ষেপ করে।
প্রথমে বাজার থেকে আপনারা কমলা অথবা মালটা কিনে এনে সেগুলো কেটে বীজ গুলো বের করে নিবেন।
তারপর টিস্যু পেপার টি হালকা ভিজিয়ে টিস্যু পেপারটির মধ্যে কমলা এবং মালটার বীজ গুলো রেখে টিস্যু পেপার টি ভাজ করে তারপর কৌটায় রেখে দিন। কৌটার মুখ এমন ভাবে বন্ধ করুন যাতে কৌটায় বাতাস ঢুকতে কিংবা বের হতে না পারে।
এভাবে ১৫-২০ দিন রেখে দেয়ার পর কৌটা খুলে দেখবেন যে ছোট ছোট চারা গজিয়েছে।
তারপর দো আশা মাটি এবং কম্পোস্ট সার্চ মিশ্রিত করে একটি টব পূর্ণ করুন। এভাবে টবটি ২ দিন রেখে দিন।
তারপর চারা গুলো টবের মধ্যে রোপন করুন। এমন ভাবে রোপন করবেন যাতে বীজগুলো নিচে এবং চারা গুলো মাটির উপরে থাকে।
এর ফলে চারা গুলো নষ্ট হবেনা এবং চারা গুলো ভালো ভাবে ও দ্রুত বৃদ্ধি পেতে পারবে।
এভাবে চারা উৎপাদন করলে আপনাদের শখও পূরণ হবে এবং আপনারা আপনাদের বাগানের জন্য পছন্দমতো চারা উৎপাদন করতে পারবেন।
কিন্তু এভাবে চারা উৎপাদন করলে আপনাদের প্রচুর পরিমাণ যত্ন নিতে হবে যাতে চারা নষ্ট না হয়।
আশা করি আমার গত পোস্ট এবং এই পোস্টের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন।
আপনাদের যদি আরো কোনো কিছুর বীজ থেকে চারা উৎপাদন সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করুন। আমি পরবর্তীতে সেই সকল বিষয়ে লিখার চেষ্টা করবো।
ধন্যবাদ।