বর্তমানে বিভিন্ন কাজে শিশুদেরও ইন্টারনেট দরকার হয়। কিন্তু তারা কতটুকু জানে ইন্টারনেটের নিরাপত্তা সম্পর্কে? তারা কী জানে যে কীভাবে তারা সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে? এবং ইন্টারনেট এ হ্যাকিং স্পামিং ব্লাকমেইলিং অনেক খারাপ দিকও রয়েছে যা থেকে তার সতর্ক থাকা উচিৎ ? তাদের উচিৎ এগুলো জানা এবং কিভাবে এসব থেকে সতর্ক থাকা যায় তা শেখা।
কোভিড ১৯ এ-র কারনে শিশুদের পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট দরকার তারা ঘরবন্দী থাকে তাই বিনোদনের জন্যও তারা ইন্টারনেট ব্যাবহার করে। তাই তারা যাতে সুরক্ষিত ভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে সেজন্য ইউনিসেফ এবং তথ্য মন্ত্রণালয় থেকে শিশুদের জন্য একটি নিরাপদ ইন্টারনেট কোর্স তৈরি করা হয়েছে। এ-ই কোর্সে ইন্টারনেটে নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কুইজ থাকবে যেই কুইজ গুলোর সঠিক উত্তর দিতে হবে। আর আপনার শিশু যদি সঠিক দিতে পারে তাহলে সে জানে কিভাবে ইন্টারনেটে সুরক্ষিত থাকা যায় এবং সে যে কোর্সটি কম্পলিট করল সেজন্য তাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে। এ-ই কুইজে একদম বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে। যেভাবে এ-ই কোর্সে অংশগ্রহণ করতে হবেঃ
১. যেকোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে “শিশুদের নিরাপদ ইন্টারনেট কোর্স”।
২. তারপর দেখা যাবে (unicef.org) নামক ইউনিসেফের একটি ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করতেন হবে।
৩. তারপর কুইজ গেম নামে একটি বাটন দেখা যাবে সেখানে ক্লিক করতে হবে।
৪. ক্লিক করার পর আপনি সেই প্রতিযোগিতায় ঢুকতে পারবেন।
৫. তখন দেখবেন একটি প্লে বাটন সেখানে ক্লিক করতে হবে।
৬. ক্লিক করার পর দেখনের ইন্টারনেট নিয়ে অল্প কিছু কথা লেখা আছে এবং আবারও একটি প্লে বাটনে।
৬. এ-ই প্লে বাটনে ক্লিক করলে আপনাকে আপনার শিশুর তথ্য দিতে হবে যেমন নাম, বয়স,শিক্ষাস্তর, জেলা।
৭. তারপর আপনি দেখবেন ৫ টি অধ্যায় আছে প্রথমটি খোলা এবং বাকি ৪ টি তালা চিহ্ন দেওয়া। আপনাকে ধাপে ধাপে সবগুলো অধ্যায় খুলতে হবে ।
৮. ৫ টি অধ্যায়ের কুইজ শেষ করার পর আপনার শিশু একটি সার্টিফিকেট পাবে।
যা আপনি ডাউনলোড করতে পারেন।