হ্যালো বন্ধুরা, আসসালামুআলাইকুম ! কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। নতুন একটি আর্টিকেল নিয়ে চলে আসলাম আবারও। শীত ঋতু চলে আসলো। আমাদের প্রায় অনেকেরই বিভিন্ন কারণে শীত ঋতু অনেক পছন্দের। বর্তমানেও চলছে শীত ঋতু। বিশেষ করে কনকনে ঠান্ডার মধ্যে রোদে দাড়িয়ে থাকার মজাটা যেনো অন্যরকম। শীতের সকালের রোদ নিয়ে কিছু স্ট্যাটাস, পুরনো স্মৃতি স্মরণে, ক্যাপশন, উক্তি –
যদিও বর্তমানে এমন অনেক কম হয়। কিন্তু আগেরকার সময়ে শীতের সকালে সকলে এক জোট হয়ে রোদ পহাতাম। শীতের সে রোদের মাঝে যেনো এক প্রকারের বিশেষ অনুভূতি লুকিয়ে আছে। যখন থেকে স্মার্টফোন এর ব্যবহার বৃদ্ধি পেতে শুরু করেছে ঠিক তখন থেকেই এসব আর দেখা যায়না। তবে কিছু কিছু গ্রামাঞ্চলে এখনও লক্ষ করবেন শীতের সকালে সকলে মিলে একসাথে রোদ পোহাচ্ছে। বন্ধুরা ছোটবেলার সে স্মৃতি আপনাদের আবারও মনে করিয়ে দিতে শীতের সকালের রোদ নিয়ে কিছু স্ট্যাটাস থাকছে এই আর্টিকেল তে। আপনারা এসব ক্যাপশন গুলো পড়ে ছোটবেলার অনুভূতিতে ফিরে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক।
শীতের সকালের রোদ নিয়ে কিছু স্ট্যাটাস, পুরনো স্মৃতি স্মরণে, ক্যাপশন, উক্তি:
- ১. শীতের সকালের রোদের যেনো কোনো তীব্রতা নেই, এটি শুধু আমাদের শীতের ঋতুর আনন্দ দেওয়ার জন্যেই আসে।
- ২. রাত জেগে আমি অপেক্ষা করি ভোরের,
- কারণ শীতের সকালে ভোর হলেই যে উঠবে সূর্য মামা,
- আর আমি আবারও পোহাতে পারবো রোদ।
- ৩. শীতের সময় সকালে ভরে উঠে রোদ পোহাতে যাবেন, লক্ষ করবেন এটি আপনার মন, হৃদয়কে অনেক টা আরামদায়ক অনুভব করবে। আপনি সাময়িক চাপ মুক্ত থাকতে পারবেন।
- ৪. ভোরেতে চোখ খোলার সাথে সাথেই চমক হতে থাকে তাইনা? ভোরের পাখিদের গান, নিরব সকাল, সূর্য মামার জানালায় উকি দেওয়া ! সবমিলিয়ে এ যেনো মধুর এক অনুভূতি।
- ৫. সকলের সে রোদ এবং দুপুরের ছায়া ! যখন আপনি মানসিক ভাবে হতাশাগ্রস্ত থাকেন তবে এই দুই ক্ষণে গিয়ে সময় কাটান। দেখবেন আপনার মন ঠিকই শান্ত হয়ে গিয়েছে।
- ৬. ভোরেতে চোখ মেলে যখন চেয়ে দেখো সূর্যের উকি দেওয়া, তখন আমার মনে হয় এটি তুমি। মনে হয় তুমি সূর্যের রূপে আমায় এসে দিচ্ছ উকি। তবে কি তাই?
- ৭. কথা যখন শীত কালের, তখন অবশ্যই ভোর সকলে উঠে সবাই মিলে রোদ পোহানো দিয়ে দিন শুরু করতে হবে।
- ৮. সূর্যের কিরণ মিষ্টি, কথাটির প্রমাণ পেতে চাও? তাহলে ভোরের সূর্যের মাঝে গিয়ে দারাও বুঝতে পারবে কেনো বলা হয় সূর্যের কিরন কে মিষ্টি।
- ৯. ঘন ঘন কুয়াশার আড়ালে,
- সূর্য মামার ধীরে ধীরে আগমনে,
- আমি শুধু চেয়ে দেখি গগনে,
- অপেক্ষায় থাকি আজও তোমার পানে।
- ১০. আপনি যতই ব্যাস্ত থাকুন না কেন, শীতের সময়টা ভরে আপনার রোদের মাঝে কিছুটা সময় কাটানো দরকার।
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য কয়েকটি শীতের রোদ নিয়ে স্ট্যাটাস। আশা করছি পুরনো দিনের স্মৃতিগুলো আবারও মনে করতে পেরেছেন। আর্টিকেলটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।