আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকের বিষয়ঃ শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা, নিজের বিবাহ বার্ষিকী কবিতা । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
বিবাহ মানেই একটি পবিত্র বন্ধনে দুজন মানুষের এক হওয়া। ঠিক তেমনি বিবাহ বার্ষিকী প্রত্যেকের কাছে বিবাহের ন্যায় স্পেশাল হয়। অর্থাৎ বিবাহের প্রত্যেক বছরটি সবার কাছে বেশ মূল্যবান।
যদি আপনারও সামনে বিবাহ বার্ষিকী হয়ে থাকে তবে আজকের আর্টিকেলটা আপনার জন্য। আজকে আপনাদের জন্য থাকছে বিবাহ বার্ষিকী নিয়ে একটি ছোট কবিতা ও বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস।
আর্টিকেলটা থেকে আপনি এসব স্ট্যাটাস বা কবিতা আপনার প্রিয় মানুষটিকে বিবাহ বার্ষিকীর দিন বলে খুশি করতে পারেন। এতে আপনাদের দুজনের ভালোবাসার বন্ধন আরো সুন্দর হবে এবং আপনাদের বিবাহ বার্ষিকী উদযাপিত হবে কিছুটা অন্যরকম ভাবে। তো চলুন বিবাহ বার্ষিকী নিয়ে কবিতা এবং কিছু স্ট্যাটাস শুনে ফেলা যাক।
শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা, নিজের বিবাহ বার্ষিকী কবিতা
সুখী হওয়ার অনেক কারণ,
সেতো জীবন আমায় অনেক দিয়েছে।
রাগ ভাঙ্গানোর মানুষ,
সেতো জীবন আমায় অনেক দিয়েছে।
কিন্তু বেচেঁ থাকার প্রেরণা,
সেতো তুমি আমায় দিয়েছো!
দিনটা যে তাই আজ বড়,
স্মৃতিময় হয়ে ধরা দিচ্ছে।
কারণ টা অজানা আছে কি?
আজ যে মোদের বিবাহ বার্ষিকী!
সারাজীবন ছিলাম পাশে,
সারাজীবন থাকবো পাশে।
চাওয়া বলতে এক যে শুধু,
তোমায় নিয়ে থাকবো শুধু!
এই ছিল আপনাদের জন্য ভালোবাসার বিবাহ বার্ষিকী নিয়ে একটি ছোট কবিতা। চলুন এবার কিছু বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস শুনে ফেলা যাক।
বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস / শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা কবিতা
১. আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী! চলো দুজন প্রতিজ্ঞা করি আজ থেকে প্রত্যেকটা বিবাহ বার্ষিকীতে আমরা এভাবে উদযাপন করবো ভালোবাসার সাথে।
২. এই দিনে আমার শুধু একটা কথা মনে পড়ে। আমার জীবনে সবচেয়ে দামী উপহার হিসেবে এসেছিলে তুমি!
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়!
৩. শুভ বিবাহ বার্ষিকী পার্টনার!
জীবনের প্রত্যেকটা সময় আমার পার্টনার হয়ে পাশে থেকো, আমিও তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখবো!
৪. কি, ভুলে গেলে নাকি? আজ যে মোদের বিবাহের এক বছর পূর্ণ হলো… চলো আজকের দিনটা উদযাপন করি! শুভ বিবাহ বার্ষিকী!
৫. আমার আজকের খুশির পরিমান ভাষায় বোঝানো মুশকিল। আজকের এই স্পেশাল দিনে তোমাকে জানায় ভালোবাসার শুভেচ্ছা! শুভ বিবাহ বার্ষিকী!
৬. সে যাত্রা থেকে আজ পর্যন্ত তোমার সাথে এক পথে চলতে গিয়ে পেয়েছে ভালোবাসা, রাগ, অভিমান, বেচেঁ থাকার অনুপ্রেরণা। এভাবে সারাটাজীবন পাশে থেকো প্রিয়। শুভ বিবাহ বার্ষিকী!
৭. হ্যাঁ! এই দিনেই তুমি আমার জীবনে এসে করেছো আমার জীবনকে রঙিন.. তোমাকে তখন যতটা ভালোবাসি এখনও ঠিক ততটাই ভালোবাসি। এভাবেই ভালোবেসে যাবো.. শুভ বিবাহ বার্ষিকী!
৮. পৃথিবীতে আমার হাসি, খুশি, সুখ বলতেই তো তুমি। পাশে থেকো সারাজীবন… শুভ বিবাহ বার্ষিকী!
৯. ঢাক, ঢোল, সানাই বাজিয়ে এসেছিলে তুমি এই দিনে। আমিও পেয়েছিলাম জীবনের এক অন্যতম উপহার.. শুভ বিবাহ বার্ষিকী!
১০. শুভ বিবাহ বার্ষিকী প্রিয়! আমার শুধু একটাই চাওয়া। আর সেটা হচ্ছে তোমার সাথে এভাবে প্রত্যেকটা বিবাহ বার্ষিকী উদযাপন করতে পারা.. আর সেটা তখনই সম্ভব হবে যখন তুমি আমার পাশে সবসময়ের জন্য থাকবে। কি! থাকবে তো?
বন্ধুরা এই ছিল আপনাদের জন্য বিবাহ বার্ষিকী নিয়ে ছোট কবিতা এবং বিবাহ বার্ষিকী নিয়ে স্ট্যাটাস। পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।