আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত করি সবসময়। শেষ বিকেলের ক্যাপশন –
বিকেল আমাদের দিনের শেষ হিসেবে প্রতীয়মান হয়। বিকেল আমাদের জানান দেয় যে আজকের দিনটা শেষ। কারণ সকালের কর্মচঞ্চল দিনের পর বিকেলের আগমন ঘটে। বিকেল আমাদের জীবনে ক্লান্তি নিয়ে আসে। হয়তো কেউ সারাদিন এর কাজের চাপের ক্লান্তি ফুটে উঠে আবার ঠিক কারো সারাদিন কোনো কাজ না করার আফসোস প্রতীয়মান হয়ে উঠে।
আমাদের মানব জীবনটাও ঠিক অনেকটা তেমনি। অনেকেই সময়ের কাজ সময়ে করতে না পেরে পরবর্তীতে আফসোস করে আবার অনেকেই জীবনে সময়কে কাজে লাগিয়ে শেষ বিকেলে সফলতার তৃপ্তি নিয়ে বিদায় নিচ্চর।মানুষের জীবনটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে কাজ করতে হয় প্রচুর। কিন্তু অনেকে সেই সময়কে কাজে না লাগিয়ে পরবর্তীতে হয় হুতাশ করে জীবন অতিবাহিত করে থাকে।
শেষ বিকেলের আলো গোধুলি লগ্নে
সূর্যটা ধলে পড়েছে পশ্চিম লগ্নে।”
দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল
অস্তগামী সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল।
সন্ধ্যা নেমে এসে আসে বলেই পড়ন্ত
বিকেলের শেষ রোদটুকু এত কদর।
পড়ন্ত বিকেলের রোদ এসে যখন সন্ধ্যা নামায়
উদাসী বাতাস এসে কত্ত কথা বলে যায়।
শেষ বিকেলের শান্ত আলো এসে পড়ে শুন্য আঙ্গিনায় আমি খুঁজি ফিরি তাকে দুচোখ থাকে মিথ্যে আশায়
বিকেলের শেষ আলোতে পড়ছে তোমার মনে
এখনো রোদের আভা লেগে আছে আকাশ গগনে
মেঘে মেঘে ছুয়েছে আকাশ কালো ঢেকে গেছে বিকেলের রোদ
মনে আছে দীর্ঘ আশায় কোন পড়ন্ত বিকেলে পাবো তোমার খোঁজ
দিগন্ত রেখা ছুঁতে একা একা হেঁটে চলা পড়ন্তকাল
পড়ন্ত বিকেলের সূর্যের আলপিন আলাপ রবে অনন্তকাল
শেষ বিকেলের পড়ন্ত রোদ পিঠে নিয়ে
দিন আর সাঝেঁর সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন