সুপ্রিয় পাঠক পাঠিকা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ফিরে এলাম নতুন আরো একটি আর্টিকেল নিয়ে যা আপনাদের মনের মনিকোঠায় স্থান করে নিবে বলে আমি আশা করি সুপ্রিয় পাঠক পাঠিকা ভাইবোনরা আমি আজ স্থির করেছি আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ বাণী উপস্থাপন করার আশাকরি মনোযোগ সহকারে নিম্নোক্ত বাণী গুলো পড়ে নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করার সর্বাত্মক চেষ্টা করবেন।
ধৈর্য মহৎ গুণ ধৈর্য ধরুন কারণ ধৈর্য মানুষকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যায় ধৈর্য হারা মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে।
সাফল্য দেরিতে আসলেও ঠিকই আসবে,
একমাত্র যদি তুমি পরিশ্রম করো এবং মন থেকে কিছু চাও।
কোন ব্যক্তি যদি শত্রু দেখতে চাই তাহলে সে যেন কল্যাণকর এবং ভালো কাজ করে স্বাভাবিকভাবেই তার শত্রুর অভাব হবে না।
সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক..
যেটা আপনি অর্জন করতে চান, মনে রেখো তোমার
প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে।
সেই মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, যে কখনও নিজের জন্য যেটা ভালো মনে করে সেটা অন্যের জন্য ভালো মনে করে না।
মানুষ সেটাই পায়, যেটার জন্য সে চেষ্টা করে।
আমরা দুঃখকে সবাই ঘৃণা করি কিন্তু আমরা জানি না, দুঃখের আগমন ঘটে সুখ কে স্বাগত জানানোর জন্যই।
জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাও নি, তাহলে তোমাকে তার জন্যে
এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করোনি।
নিজের আমিত্বকে অপরের নিকট মিটিয়ে না দিতে পারলে অন্যর কাছে কখনো ভালো মানুষ হওয়া যায়না।
বাস্তবতা নিজের বাস্তব জীবন থেকেই অর্জিত হয়।
শুধু অর্থবিত্ত থাকলেই তাকে ধনী বলা যায় না প্রকৃত ধনী হতে হলে মনকে বড় করতে হয়।
জীবনে ভুল করাও দরকার,ঠিকটাকে উপলদ্ধি করার জন্যে।
মানুষ অমরত্ব লাভ করে তার কর্মে, বয়সে নয়।
ভুল থেকে অর্জিত শিক্ষাই সবচেয়ে কার্যকরী শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে মূল শিক্ষা অর্জন করা সম্ভব।
সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না,
মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়।
কেউ তোমার প্রতি ঈর্ষান্বিত হওয়ার অর্থ হলো সে তোমার থেকে অপেক্ষাকৃত কম যোগ্য।
মাঝে মাঝে ছোটদেরকেও সম্মান দিতে হয় কারণ বড়দের সম্মান দেওয়ার শিক্ষা তো আপনিই দিবেন।
“কথায় নয় কাজে বড় হন দেখবেন সবাই আপনাকে বড় বলবে”
“অন্তরের সুখই সবচেয়ে বড় সুখ যা টাকা পয়সা দিয়ে ক্রয় করা যায়না”
“নিশ্চয়ই সম্পদ ও সন্তান বিপদের কারণ যদি এগুলোকে সঠিকভাবে পরিচালিত করা না যায়”
“স্বার্থ মানুষকে ছোট করে দেয় এজন্য স্বার্থ শব্দটি সর্বক্ষেত্রে প্রয়োগ করতে হয় না”
” সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে, ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টা, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা”
“নিজেকে নিজেই টেনে তুলতে হবে,কেউ আসবেনা ভরসা হতে…যদিও কেউ আসে, তবে হয় তোমাকে ভেঙে দেবে, নাহয় দুর্বল করে দেবে…”
“সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না পক্ষান্তরে কেউ আপনার জন্য চিরজীবন পথ চেয়ে অপেক্ষা করবেনা”
“নিজের শক্তি যতক্ষণ আছে ততক্ষণ এই জগত্সংসার কে বিদায় জানিও না কারণ এই জগৎসংসারে কেউ কারো বোঝা বহন করতে চায় না”
সম্মানিত পাঠকবৃন্দ, কেমন হলো বাস্তবধর্মী এই পঙক্তিগুলো?
আশাকরি কমেন্টে সবাই মতামত জানাবেন।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ,
ভালো থাকুন