আসসালামু আলাইকুম প্রিয় পাঠকগণ কেমন আছেন সবাই । সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের উত্তর শেয়ার করব। আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন।
আমি আপনাদের মাঝে নিয়ে আরো অনেকগুলো অ্যাসাইনমেন্ট নিত শেয়ার করেছি। আপনাদের যাদের প্রয়োজন তারা সার্চ করে অথবা যেটা প্রয়োজন সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে দেয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রশ্ন: সকাল বেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অভি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ।
নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লেখ?
= সকাল বেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি। এমন সময় মিনি এসে শুরু করে দিল , “বাবা” রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল , সে কিছু জানে না । না?” সে আমার লেখার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে অতি দ্রুত উচ্চারণে “আগডুম বাগডুম” খেলতে শুরু করে দিল । আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার কাছে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগল , “কাবুলিওয়ালা , ও কাবুলিওয়ালা।”
তো বন্ধুরা এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর প্রশ্নের উত্তর। আমি আপনাদেরকে নির্ভুলভাবে সংগ্রহ করে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনারা এটা সাহায্য লাগলে দেখে নিতে পারেন এখান থেকে।
আর যদি উপকৃত হন তাহলে শেয়ার করতে পারেন অন্যদের কাছে।কোন ভুল হলে কমেন্ট এর মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি তা সংশোধন করার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ । আবার একটি নতুন পোষ্ট নিয়ে আপনাদের মাঝে আসব সেই পর্যন্ত সবাই ভালোভাবে জীবন যাপন করুন।