আপনার ফ্রিল্যান্সিং কাজের সর্বাধিক উপার্জন করতে আপনার সঠিক কাজটি বেছে নেওয়া দরকার। বর্তমানে ফ্রিল্যান্সিং বেশ প্রতিযোগিতামূলক জায়গা। প্রায় সব মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সার প্রচুর পরিমাণ রয়েছে। সুতরাং প্রতিযোগিতা যেমন রয়েছে তেমনি আয়ও বেশি।
বেশিরভাগ সময় কোনও কাজের পোস্টে কয়েকশ বিড হয়। আয় তো পরের কথা, কাজ পাওয়াটাই মুশকিল হয়ে যায় তখন। তবে, আপনি যদি সঠিক কাজটি বেছে নিতে পারেন তবে আপনাকে এ জাতীয় সমস্যায় পড়তে হবে না।
আজ আমরা ফ্রিল্যান্সিং বিশ্বে ৭টি কাজ নিয়ে আলোচনা করব যেগুলো থেকে আপনি সবচেয়ে বেশি অর্থ উপার্জন করতে পারবেন।
নিচের লিস্ট ফলো করুন:
১. লিগ্যাল সার্ভিস এক্সপার্ট (প্রতি ঘণ্টায় রেট : ৭০ – ১২০ ডলার)
২. সাইবার সিকিউরিটি এক্সপার্ট (প্রতি ঘণ্টায় রেট : ৭০ ডলার)
৩. সফটওয়্যার ডেভেলপমেন্ট (প্রতি ঘণ্টায় রেট : : ৭০ ডলার)
৪. ওয়েব ডেভেলপমেন্ট (প্রতি ঘণ্টায় রেট : ৬০ ডলার)
৫. এসইও স্পেশালিষ্ট (প্রতি ঘণ্টায় রেট : ৫০ ডলার)
৬. রাইটার (প্রতি ঘণ্টায় রেট : ৪১ ডলার)
৭. গ্রাফিক্স ডিজাইনার (প্রতি ঘণ্টায় রেট : ৩৬ ডলার)