আসসালামুআলাইকুম। আসা করি সবাই অনেক ভালো আছেন। দোয়া করি যে যেখানে থাকুন সুস্থ থাকুন।তো এখন আসা যাক মূল টপিকে। দৈনন্দিন জীবনে আমরা অনেক রোগের মাঝে রয়েছি কিন্তু তার মধ্যে পেট ব্যাথা একটি মারাত্মক এবং অসহ্যকর রোগ।যা হতে পারে যেকোনো সময়ে,ধরুন এখন আপনি একদম সুস্থ কিন্তু হুট করে আপনার প্রচন্ড পেট ব্যাথা উঠে গেলো।তেমনিভাবে হটাৎ দেখা দেয় এইটি। অনেকসময় এটি সহনীয় হলেও বেশিরভাগ ক্ষেত্রেই এটি সহ্য করার মতো না।তার আগে জেনে নেওয়া উচিত যে কেনো হয় পেট ব্যাথা?
পেট ব্যাথার কারণ:বিভিন্ন কারণে পেট ব্যাথা করে থাকলেও এক এক সময় এক এক জায়গায় পেট ব্যাথা করার পিছনে কিছু কারণ রয়েছে ।
১) গেষ্ট্রিক অথবা আলসার সমস্যায় পেট ব্যাথা হওয়ার পরিমান বেশি থাকে।এই ব্যাথা টি সাধারণত পেট এর মাঝখানে অথবা উপরে হইয়ে থাকে।কখনও বা অল্প আবার কখনো তীব্র ব্যাথা অনুভূত হয়।
২)কিডনিতে পাথর অথবা কোনো সংক্রমণের কারণে পেট ব্যাথা হতে পারে। এই ব্যাথা টি বেশিরভাগ সময় খুব তীব্র হয়। সাধারণত কিডনির পিছনের দিকে এই ব্যাথা অনুভূত হয়।
৩)যদি পুরো পেট জুড়েই আপনার তীব্র ব্যাথা অনুভূত হয়, অনেক অশান্তি বোধ হয় তাহলে বুঝবেন কষ্টকাঠিন্য থেকে এমন টা হয় বেশিরভাগ সময়।
৪)যদি বদহজম অথবা ফুড পয়জনিং হয় তাহলে পেট ব্যাথা করবে।এইক্ষেত্রে তলপেটে ব্যাথা হবে।
৫) যদি পিত্তথলিতে পাথর থাকে বা প্রদাহ হলে পেট ব্যাথা দেখা দেই। এতে পেট এর ডান দিকে অথবা পেট এর পিছন দেখে ব্যাথা অনুভূত হয়। চিনচিন ব্যাথা, জ্বর, আর খাবারে অরুচি দেখা দেই।
৬)মেয়েদের ক্ষেত্রে জরায়ু তে বিভিন্ন সমস্যা থাকতে পারে যার কারণে তল পেটে তীব্র ব্যাথা অনুভূত হয়।
কি করনীয়?
১) যদি আপনি বুঝতে পারেন যে গ্যাসের থেকে অথবা গেষ্ট্রিক, আলসার থেকে তাহলে আপনি যেটির ব্যাথা অনুভূত হয় সেটির ওষুধ খেয়ে দেখুন। অবশ্যই ডক্টর এর পরামর্শ অনুযায়ী। যেমন গেষ্ট্রিক হলে গেষ্ট্রিক এর ওষুধ খাবেন।
২) আমাশয় থেকে ব্যাথা হলে আমাশয়ের ওষুধ খাবেন।কোষ্ঠকাঠিন্য হলে এটির সিরাপ খাবেন।
সাধারণ গেষ্ট্রিক থেকে যদি ব্যাথা না হইয়ে থাকে তাহলে ডক্টর এর পরামর্শ নেওয়া উচিত।যদি পেট ব্যাথার সাথে জ্বর আর বমিও আসে তাহলে অনেক চিন্তার। এমনটা হলে ডক্টর এর পরামর্শ নেওয়া উচিত। পেট ব্যাথা কমাতে তেল যুক্ত খাবার, ঝাল খাবার এবং মশলাদার খাবার ত্যাগ করুন। নিয়মিত চিকিৎসা নিন।আর পরিমান মত খাওয়া না খাওয়ার জন্য ও পেট ব্যাথা হতে পারে। নিয়মিত ব্যায়াম করুন। উপরোক্ত বিষয়গুলো মাথায় রাখুন। সুস্থ থাকুন।
ধন্যবাদ।