বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,কেমন আছেন সবাই?আশা করি ভালই আছেন।আজ আপনাদের জন্য নিয়ে এলাম সাপের আক্রমণ থেকে বাঁচার উপায় নিয়ে।গত পোস্টে আমরা আলোচনা করেছিলাম সাপে কামড়ালে আমাদের করনীয় সম্পর্কে।
আজ আমরা জানব সাপের আক্রমণ থেকে বাঁচার উপায় সম্পর্কে।আমরা সবাই একটা প্রবাদ জানি, “Prevention is better than cure” যার অর্থ প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভাল।তার মানে সাপের কামড় খেয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেয়ে এমন ব্যবস্থা গ্রহণ করা ভাল যাতে সাপের কামড় খেতে না হয়।গত পোস্টেই বলেছিলাম সাপ মানুষকে মারার উদ্দেশ্য নিয়ে কামড় দেয় না।সাপ মূলত কামড় দেয় ভয় পেলে বা আত্মরক্ষার উদ্দেশ্যে।তাই সাপকে শত্রু ভাবা উচিত নয়।সাপ দেখা মাত্রই তাকে মেরে ফেলা ঠিক নয়,আসুন এখন সাপের আক্রমণ থেকে বাঁচার উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
১/সাপ একটি নিশাচর প্রাণী।সাধারণত রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বেরিয়ে আসে।তাই রাতে চলাচলের সময় টর্চ লাইট ব্যবহার করুন।এতে চলাচলের সময় সাপের আক্রমণ থেকে বাঁচতে পারবেন।
২/বাড়ির মধ্যে খড়ের গাদা,ইটের স্তূপ,খড়ির স্তূপ রাখবেন না।কারন এগুলোর মধ্যে সাপ আশ্রয় গ্রহণ করে থাকে।
৩/বাড়ির চারপাশে কাঁচা রসুন বা ন্যাপথলিন ছড়িয়ে দিতে পারেন।সাপ এগুলোর গন্ধ পেলে সেখান চলে যায়।অনেকেই সাপ তাড়াতে কার্বলিক এসিড দিয়ে থাকেন।তবে এ রাসায়নিক দ্রব্য পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর।তাই এটি ব্যবহার না করাই ভাল।
৪/বাড়ির পাশে ইঁদুর ও ব্যাঙ যাতে আসতে না পারে সেদিকে খেইয়াল রাখবেন।কারন এগুলো সাপের খাদ্য।তাই ব্যাঙ বা ইদুরের পিছনে ধাওয়া করে সাপ বাড়িতে চলে আসতে পারে।
৫/আমরা অনেকে সকালে গাছের পাতা ও গাছের ডাল ইত্যাদি বন থেকে সংগ্রহ করে থাকি।তাই এসব জিনিস সংগ্রহের আগে ভাল ভাবে খেয়াল করতে হবে কোথাও সাপ আছে কি না।
৬/অনেকের গর্তে প্রস্রাব করার বদ অভ্যাস আছে।আমাদের এ অভ্যাস ত্যাগ করতে হবে।কারন গর্তে সাপ থাকতেও পারে।তাই এ ব্যাপারে আমাদের সচেতনতা প্রয়োজন।
৭/ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই বিছানা ঝেড়ে নিতে হবে।তাহলে সাপ বা বিষধর পোকা থাকলে তা পড়ে যাবে।
৮/অন্ধকার ঘরে প্রবেশের আগে অবশ্যই লাইট জ্বেলে ঘরে প্রবেশ করবেন।
৯/ঘরের পাশে হাস-মুরগি থাকার জায়গা রাখবেন না।কারন ডিম বা বাচ্চা খাওয়ার জন্য সাপ আসতে পারে।
১০/বাড়ির ঝোপ ঝাড় পরিষ্কার রাখবেন।পরিষ্কার করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।
১১/খড়ির স্তূপ থেকে খড়ি নেয়ার সময় শব্দ করবেন।এতে সাপ থাকলে পালিয়ে যাবে।
১২/ঘরের বারান্দা বা বাইরে ঘুমাবেন না।এবং ঘুমানোর আগে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন।
আমরা এই ব্যবস্থা গুলো গ্রহণ করলে আশাকরি সাপের উপদ্রব এবং আক্রমণ থেকে রক্ষা পাবো।
আজ এখানেই শেষ করছি।পরবর্তীতে অন্য কোন বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।