আউটসোর্সিংয়ে বাংলাদেশ বর্তমানে অসীম সম্ভাবনাময় দুয়ারে অবস্থান করছে। কিছুদিন পূর্বেও এ মানুষগুলো আউয়াউটসোর্সিং সম্পর্কে কিছুই জানতোনা ,তেমন কোনো আগ্রহ ও ছিলোনা আউটসোর্সিং নিয়ে। ঠিক সেই আউটসোর্সিংই হয়ে উঠছে এখন মানুষের চরম আগ্রহের কেন্দ্রবিন্দু। আউটসোর্সিং স্বাধীন পেশা হিসেবে স্বীকৃত হওয়ায় সবাই বর্তমানে এই পেশায় যুক্ত হচ্ছে। আউটসোর্সিং মার্কেটপ্লেসে এ যে শুধুমাত্র ছেলেরা কাজ করছে তা কিন্তু নয়। আউটসোর্সিংয়ে বর্তমানে ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহন বাংলাদেশকে এক যত্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশের পাশাপাশি ইন্টারনেটের সহজলভ্যতা ক্রমেই মানুষকে আউটসোর্সিংয়ে আগ্রহী করে গড়ে তুলছে। আউটসোর্সিংয়ে কাজের অভাব নেই ঠিকই কিন্তু দক্ষ লোকের অভাব। তাই দক্ষতা অর্জন করে আউটসোর্সিংয়ে আসুন। সফলতা আপনারই অপেক্ষায়। এখন আসি আমাদের আজকের আলোচনার বিষয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আগ্রহী তরুণ তরুণীদের পছন্দের পেশা হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান। সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান খুবই জনপ্রিয়। বর্তমান যুগে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্বের মূলভিত্তি হলো ওয়েবসাইট। ওয়েবসাইট দ্বারা কোনো প্রতিষ্ঠানের পরিচয় বহন করা হয়। তবে বর্তমানে কোনো কোম্পানিকে বা তার ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করতে হলে ওয়েবসাইট থাকার পাশাপাশি মার্কেটিং এর খুব বেশি প্রয়োজন। যে কোনো ধরণের ওয়েবসাইট সাধারণত গুগলের সার্চ লিস্টের প্রথম দিকে নিয়ে আসার কৌশলকে বলা হয় সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও। বর্তমান যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জয়যাত্রা সর্বত্র। সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ছুটছে মানুষ। খুলছে বিভিন্ন ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। সেই সকল ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানীসমূহ বৃদ্ধি পাবার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ওয়েবসাইট এবং এসইও এর কাজ। বর্তমান তথ্য ও যোগযোগ প্রযুক্তির যুগে আউটসোর্সিং বিপ্লবে বৃদ্ধি পাচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও এর ক্ষেত্রসমূহ। ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেসের শীর্ষ কাজসমূহের মধ্যে নিজের আসন দখল করে নিয়েছে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান। তাই আউটসোর্সিংয়ের সাথে যুক্ত ফ্রীলেন্সারদের প্রথম পছন্দ হতে পারে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও। একজন দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার প্রতি মাসে পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা আয় করে থাকেন। তাই একজন ভালো মানের দক্ষ সার্চ ইঞ্জিন অপটিমাইজার হতে হলে থাকতে হবে প্রচুর পরিমানে ধর্য্য ,সততা এবং কাজ শিক্ষার আখাঙ্খা। শুধুমাত্র ছেলেরা এই পেশায় আগ্রহী তা কিন্ত নয়। সাম্প্রতিক সময়ে মেয়েরাও এই পেশায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করে যাচ্ছে। বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসে সার্চ ইঞ্জিন অপটিমাইজার হিসেবে বাঙালিদের পদচারণা বাড়ছে। তাই আপনার যদি ইংরেজিতে ভালো মানের দক্ষতা থেকে থাকে তাহলে তাহলে আজই শিখতে পারেন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান বা এসইও। এসইও এর কাজ মোটামুটি অন্নান্য কাজ থেকে সহজ হওয়াতে এই পেশায় সকলের আগ্রহ একটুখানি বেশি। আপনি ইন্টারনেটের বিভিন্ন টিউটোরিয়াল থেকে শিখতে পারেন এসইও। এছাড়া যে কোনো ভালো মানের প্রতিষ্ঠান থেকে আপনি শিখতে পারেন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান।
Related Posts
🎉 Get ৳10000 Bonus! In today’s digital landscape, effective keyword research is one of the foundational strategies for achieving high…
🎉 Get ৳10000 Bonus! In today’s digital landscape, simply having an online presence isn’t enough to draw customers through your…
🎉 Get ৳10000 Bonus! In today’s digital landscape, having a website is essential, but having a well-optimized site that ranks…
🎉 Get ৳10000 Bonus! In today’s highly competitive online world, simply having a website is not enough. To stand out,…
🎉 Get ৳10000 Bonus! Achieving high search engine rankings has never been more crucial for online success. As search algorithms…
4 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
nice post
Ok
ok
well