আসলামুআলাইকুম৷আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি। আজ আমি সায়েন্টিফিক ক্যালকোলেটর আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছ ক্যালকোলেটর দিয়ে কিভাবে সমীকরণ সমস্যা সমাধান করা যায়।আমরা যারা সবাই জানি সমীকরণ কি।আর এটা সমাধান করা যায় কিভাবে।বিভিন্ন প্রকার সমীকরণ আছে। কিন্তু ক্যালকোলেটর দিয়ে পাঁচ ধরনের সমীকরণ সমাধান করা যায়।তা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, দুই চলক বিশিষ্ট সমীকরণ, তিন চলক বিশিষ্ট সমীকরণ,এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ ইত্যাদি।আমরা সবাই এই সব সমীকরণ সমাধান করার নিয়ম জানি। এভাবে সমাধান করলে মোটামুটি অনেক সময় লেগে যায়। পরিক্ষা হলে এক মিনিট সময় অনেক।MCQ এ প্রতিটি প্রশ্নের মান ১।আর অনেক সময় এমন অনেক সমীকরণ MCQ এ দেওয়া থাকে। তাই অল্প সময়ের মধ্যে এমন সমস্যা সমাধান করা গেলে অনেক সময় সাস্রয় হবে। এবং পরীক্ষায় যথাসম্ভব ভালো আনসার করতে পারবেন। তাই আশা করি এই পোস্ট টি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়।
5x+3=2x-8; সমীকরণটি সমাধানের জন্য নিচের মতো করে ক্যালকোলেটর টাইপ করুণ।
5 + ALPHA ) + 3 ALPHA CALCE 2 ALPHA ) – 8 SHIFT CALCE SHIFT CALCE
Ans: -11/3
অনুরূপ ভাবে যেকোনো এক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করা যায় মাত্র অল্প সময়ের মধ্যে।তবে ১ম ক্ষেত্রে x এর একটি আনুমানিক মান ধরলে ক্যালকোলেটর অতি তারাতাড়ি সঠিক মান দেয়। তাছাড়া এক্স এর মান শূন্য ধরলেও কোন সমস্যা নেই সঠিক সমাধান পাবেন। এভাবে ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে ও সব ধরনের সমীকরণ সমাধান করতে পারবেন।
আজ আর নয়। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই বলবেন। অতি শীগ্রই সকল ধরনের সমীকরণ সমাধানের উপর আমি পোস্ট লিখব।সবাই ভালো থাকবেন।
[বি.দ্রঃ ALPHA, CALCE, SHIFT,) ক্যালকোলেটরের বাটন]