আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ভালো থাকুন সবসময় সেই প্রত্যাশা করি।
সুসময়ের বন্ধু উক্তি :
প্রাকৃতিক গত কারণে মানুষ একা থাকতে পারে না।তার প্রয়োজন হয় কোন সঙ্গী, সাথী কিংবা বন্ধু।বন্ধু শুধু বাইরের মানুষ হয় না বন্ধু পরিবারের সদস্য থেকে শুরু করে বাইরের মানুষও হতে পারে।আর সেই জন্য বন্ধুত্ত হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটি। সবজাত কারণেই মানুষ বন্ধুছাড়া থাকতে পারেনা একমূহুর্তেও।
জীবনে চলতে গেলে আমাদের বন্ধুর খুব প্রয়োজন।একজন প্রকৃত বন্ধু হবে আপনার সুখ দুঃখের সাথী।আপনাকে আপনার সকল ধরণের ভয়-ভীতি কিংবা সমস্যার সাথে মোকাবেলা করতে সাহায্য করবে।আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে।আপনার ভালো কাজে উৎসাহিত করবে আর খারাপ কাজে দূরে রাখবে।সকল কাজ করতে আপনাকে সহায়তা করবে।
জীবনের বিভিন্ন পর্যায়ে আপনি বিভিন্ন মানুষের সাথে পরিচিত হবেন।কেউ আপনার বন্ধু হবে আবার কেউবা হবে আপনার শত্রু। আবার কেউবা হবে আপনার সুসময়ের বন্ধু।এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে সুসময়ের বন্ধু কি?এরা কেমন হয়?চলুন জেনে আসি তাহলে সুসময়ের বন্ধুর বৈশিষ্ট্য সম্পর্কেঃ
১.একজন সুসময়ের বন্ধুকে সবসময় আপনার সুসময়ে দেখবেন। আপনার বিপদের দিনে দেখবেন না।
২.তারা খুব আত্নকেন্দ্রীক হয়।কারণ তারা শুধু নিজের চিন্তা করে।
৩.তারা খুব স্বার্থপর হয়।তাই আপনার সুসময়ে তাদের আগমন ঘটে।
৪.তারা খুব হিংসাত্মক মনোভাবের হয়।আপনার সাফল্যে ঈর্ষান্নীত হয়ে আপনার অনিষ্ট কামনা করবে।
৫.এরা দুমুখো সাপের মত এদের চরিত্র হয়। আপনার সুসময়ে যেমন এদের পাবেন তেমনি আপনার দুঃসময়ে আপনি এদের আপনার শত্রুদের পাশে পাবেন।
৬.এরা শুধুমাত্র এদের স্বার্থে আপনার কাছে আসে আবার এদের স্বার্থে দূরে যায়।
সবসময় তাই এইসব মানুষ থেকে দূরে থাকবেন। এরা শুধুমাত্র আপনাকে ব্যবহার করতে জানবে।আপনাকে আপনার সকল সফলতা থেকে দূরে রাখবে।তাই সময় থাকতে এদের থেকে দূরে সরে আসুন।বুঝতে শিখুন কে আপনাকে ব্যবহার করবে আর কে আপনাকে প্রকৃত বন্ধু ভাববে।তাই সময় থাকতে এদের চিনতে শিখুন।দরকাল হলে বন্ধুহীন থাকুন তবুও এমন প্রকৃতির মানুষকে নিজের জীবনের বন্ধু বানানো হতে বিরত থাকুন ।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন