আজকের পোস্টটা কোন ক্যাটাগরিতে রাখব সেটা নিয়ে কিছুটা কনফিউশনে ছিলাম।অনেক সিদ্ধান্তের পর পোস্টটা বিজ্ঞান ও প্রযুক্তিতেই রাখলাম, যদিও এটা আমার মতামতের ভিত্তিতে ,তবে আশা করি পুরো আর্টিকেলটা পড়ার পর হয়তো বুঝতে পারবেন যে ক্যাটাগরিটা আদর্শ কিনা।
যাইহোক,আজকের আর্টিকেলটি ইন্টারেস্টিং হতে চলেছে।গুরুত্বপূর্ণ একটা জিনিস বা তথ্য জানতে পারবেন।তো চলুন শুরু করা যাক।
২১ শে জুন যে সূর্যগ্রহণ এটা হয়তো সবাই জানি।তো, যেহেতু আমি সূর্যগ্রহণের কথা উল্লেখ করেছি তাই পোস্টটি এই রিলেটেড ই হওয়া উচিত।
সূর্য গ্রহণ বা গ্রহণ নিয়ে অনেক মিথ বা কাহিনী আছে।আর সে কাহিনীগুলো যদিও এখন বিজ্ঞানসম্মত ব্যাখার দ্বারা সাধারণের নিকট উপস্থাপন করা হচ্ছে।তবে বিজ্ঞানমনস্ক হলেও এখনও মানুষ সেই আগেরকার মিথগুলো যেগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেয়া হয়,সেগুলোই কিন্তু ঘুরেফিরে পালন করার চেষ্টা করে বা সেগুলো কিছুটা হলেও প্রাধান্য দেয়।আর সবচেয়ে বেশী সাবধানে থাকতে হয় গর্ভবতীদের। আমরা মোটামুটি কমবেশী সবাই হয়তো এই জিনিস গুলো জেনে থাকি।আবার সূর্য গ্রহণের সময় সূর্যের দিকে তাকানোটা অনুচিত, কেননা তখন ক্ষতিকর রশ্মি বা আলোকচ্ছটা নির্গত হয়,যা চোখের জন্য ক্ষতিকর,এসময় গাছের নিচে থাকাটাও নিরাপদ নয়।এছাড়াও বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে,চারপাশে প্রকৃতির কিছু পরিবর্তন সাধিত হয় গ্রহণের সময়টাতে।আর এর মধ্যে অন্যতম একটা পরিবর্তন হচ্ছে মৌমাছির গুঞ্জন হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া।
আপনি যদি গ্রহণের সময় মৌমাছির চাকের দিকে ভালো করে খেয়াল করেন তবে হয়তো দেখা যাবে যে মৌমাছির গুঞ্জন হঠাৎ নিস্তব্ধতায় পরিণত হয়েছে।কলোম্বিয়ার এক বিশ্ববিদ্যালয়ের অধীনে এই গবেষণাটি করা হয়েছিল।এখন প্রশ্ন হচ্ছে যে কেন এমন হয়??
আসলে এর কারণটা গবেষকদের ধারণা অনুযায়ী খুবই সিম্পল বলতে পারেন।তাদের ধারণা অনুযায়ী দিনের আলোতে মৌমাছির গুঞ্জন শোনা গেলেও সন্ধ্যার পর অর্থাৎ যখন অন্ধকার নেমে আসে তখন তা(মৌমাছির গুঞ্জন)বন্ধ হয়ে যায়।ঠিক এরকম বিষয়টাই ঘটে সূর্য গ্রহণের সময়।যখন সূর্য পুরোপুরি ঢেকে যায়(১০০% বলতে পারেন) তখন চারপাশটা খানিকটা সন্ধ্যার মতো অন্ধকার হয়ে যায়।আর মৌমাছি তখন বুঝে নেয় যে সন্ধ্যা নেমে এসেছে বা আধার ঘনিয়ে এসেছে যার জন্য এই সময়টাতে মৌমাছির কোলাহল বন্ধ হয়ে যায়।তবে সূর্য পুরোপুরি ঢেকে গেলে যখন চারপাশ সন্ধ্যার মতো হয়ে যাবে তখনই এটা সম্ভব হতে পারে।
আশা করি আজকের আর্টিকেলটি মজাদার ছিল এবং সবার কাছেই ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
-ধন্যবাদ।