স্বপ্নে টাকা কুড়িয়ে পাওয়া দেখলে কি হয় ? আমরা সবাই স্বপ্ন দেখি। আমরা ঘুমিয়ে যে স্বপ্ন দেখি মনোবিদরা মনে করেন, তার প্রত্যেকটারই কোনো না কোনো ব্যখ্যা দেয়া সম্ভব। তবে আমরা কেন স্বপ্ন দেখি? ফ্রয়েডের স্বপ্ন নিয়ে অনেক ধরণের ব্যখ্যা আছে। ফ্রয়েড মনে করেন, স্বপ্নে আসলে মানুষের অবদমিত চিন্তার বহিঃপ্রকাশ ঘটে।
স্বপ্নে আমরা অনেককিছু দেখি। স্বপ্নের ক্ষেত্রে অসম্ভব বলে কিছু নেই। আমরা স্বপ্নে টাকাও দেখতে পারি। হয়তো দেখলাম টাকা কুঁড়িয়ে পেয়েছি অথবা টাকা হারিয়ে ফেলেছি। এসব কিসের ইঙ্গিত দেয়? আজকে সেই সম্পর্কেই আলোচনা করবো।
স্বপ্নশাস্ত্রের মতে, আমরা ঘুমের মাঝে স্বপ্নে যা দেখি তার সঙ্গে আমাদের নিকটতম ভবিষ্যতের সম্পর্ক রয়েছে।
এখন স্বপ্নে টাকা- পয়সা দেখলে কি হয়? ধরুন, স্বপ্নে দেখছি রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছি।
কি হতে পারে? সেই সম্পর্কে আজকে আলোচনা করবো।
সত্যি বলতে, আমাদের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম।
তাই স্বপ্নে টাকা দেখলে তা আসলে ইতিবাচক নাকি নেতিবাচক ইঙ্গিত বহন করে সেই সম্পর্কেও জানা জরুরী।
১| টাকা খুঁজে পাওয়ার স্বপ্ন
ধরুন, আপনি স্বপ্নে দেখলেন টাকা খুঁজে পেয়েছেন এবং সেই টাকা পকেটে রাখছেন।
এর অর্থ হলো- আপনার জীবনে সাফল্য আসতে চলেছে।
আপনি বড় কিছু অর্জন করবেন। আর্থিক সাফল্য হতে পারে। শারীরিক অথবা মানসিক উপলদ্ধি হতে পারে।
ভালো কোনো সুখবরও পেতে পারেন। মোট কথা, জীবনে উল্লেখযোগ্য বদল আসার ইঙ্গিত দেয় টাকা খুঁজে পাওয়ার স্বপ্ন।
২| টাকা কুড়িয়ে পাওয়ার স্বপ্ন / স্বপ্নে টাকা কুড়িয়ে পাওয়া দেখলে কি হয়
এবার ধরুন, আপনি স্বপ্নে দেখছেন রাস্তায় পড়ে থাকা টাকা কুড়িয়ে পেয়েছেন।
এর অর্থ আপনার আয়- রোজগার বাড়বে। ব্যবসায়িক উন্নতি হবে। চাকরিতে অতি সত্তর পদোন্নতি পাবার সম্ভাবনা রয়েছে।
এছাড়া যদি হাওয়ায় উড়ে আসা টাকা আপনি মুঠোয় ধরেছেন এমন স্বপ্ন দেখছেন, তাহলে বুঝবেন আপনি অন্য কারোর কাছ থেকে সৎ পরামর্শ পেতে চলেছেন। তা গ্রহণ করার চেষ্টা করুন।
৩| টাকা হারানোর স্বপ্ন
স্বপ্ন বিশারদরা মনে করেন, টাকা হারানোর স্বপ্ন ভালো ইঙ্গিত বহন করে না।
এর দুটি ব্যখ্যা সামনে এসেছে। প্রথমত, আপনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে।
তাই টাকা হাতে পেয়েও আপনি রাখতে পারছেন না।
তাই আপনাকে আরও সচেতন এবং টাকা- পয়সার ব্যপারে হিসাবী হতে হবে।
যদি আপনার কারোর কাছে টাকা পাওনা থাকে, সেটি দ্রুত ফেরত চেয়ে নিন।
আর কারোর কাছে আর্থিক ঋণ থাকলে সেটি পরিশোধ করে দিন।
দ্বিতীয় ব্যখ্যাটি হচ্ছে- আপনি টাকা হারিয়ে ফেলার স্বপ্ন দেখছেন।
হয়তো সামনে আপনার কোনো বিপদ আসতে চলেছে। তাই এখনি সাবধান হয়ে যান আর মনকে শক্ত করুন।
আর অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই সবকিছুর মালিক।
তিনি সকল বিপদ – আপদ থেকে রক্ষা করবেন।
৪| পয়সা কুড়িয়ে পাওয়ার স্বপ্ন
যদি আপনি স্বপ্নে দেখেন, পয়সা কুড়িয়ে পেয়েছেন। তার মানে হয়তোবা আপনার সংসারে অভাব আসতে চলেছে।
হতে পারে আর্থিক টানাপোড়ন আসতে চলেছে।তাই আল্লাহপাকের উপর ভরসা রেখে অর্থ উপার্জনের বিকল্প রাস্তার কথা চিন্তা করুন। অবশ্যই তা সৎ এবং হালাল পথে রোজগার হতে হবে।
আর যদি স্বপ্নে একসাথে অনেকগুলো পয়সা দেখেন বা ধরুন অনেকগুলো পয়সাভর্তি থলে বা বাক্স দেখলেন।
তার মানে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। আপনার রোজগার বাড়ার সম্ভাবনা রয়েছে।
৫| বেরোনোর পথে টাকা কুড়িয়ে পাওয়ার স্বপ্ন
আপনি প্রতিদিনই বাসা থেকে বেরিয়ে কাজে যান।অফিসে বা কর্মস্থলে যাবার সময়টা প্রতিদিন একই হয়।
হয়তো আমি স্বপ্নে দেখলেন, বাসা থেকে বেরোনোর পথে আপনি রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন।
এর অর্থ হলো আপনার জীবনে সাফল্য আসবে। বাস্তুবিদরা মনে করেন, অন্য কারোর কাছে না গিয়ে টাকা আপনার কাছে এসেছে এবং আপনারই চোখে পড়েছে। এর অর্থ হলো আপনার কাজ বা সাফল্যের পথে কোনো বাঁধা থাকলে তা শীঘ্রই দূর হয়ে যাবে।
স্বপ্নবিদরা মনে করেন, এই ধরণের স্বপ্ন দেখা ইতিবাচক অর্থ বহন করে।
ধরুন, আপনি স্বপ্নে রাস্তায় টাকাভর্তি মানিব্যাগ, পার্স বা বাক্স পড়ে থাকতে দেখলেন।
এর অর্থ হলো- অতি শীঘ্রই আপনার বিপুল পরিমাণ সম্পদ লাভের সম্ভাবনা আছে।
এছাড়া স্বপ্নে যদি আপনি দেখেন, আপনার সামনে টাকাভর্তি ব্যাগ রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কেউ চলে গেলো আর আপনি কিছুই করতে পারলেন না। তার মানে, আপনার অর্থ- সম্পদ উপার্জনের পথে কোনো বাঁধা আসতে চলেছে।
আপনি দ্রুতই সতর্ক হয়ে যান।
অন্যদিকে, একটা স্বপ্নের একটাই ব্যখ্যা হবে এমন কোনো কথা নেই।
নানা মানুষ নানাভাবে স্বপ্নের ব্যখ্যা দেন। কেউ কেউ আবার নিজের অভিজ্ঞতার সাথে মিলিয়েও স্বপ্নের ব্যখ্যা দিয়ে থাকেন।
যেমন- আমি স্বপ্নে টাকা কুড়িয়ে পেয়েছিলাম। এরপর আমার জীবনে বিশাল এক বাঁধা দূর হয়েছে। আবার, আমি স্বপ্নে কয়েনের শব্দ শুনেছিলাম। আমার ব্যবসায় অনেক বড় লস হয়েছে ইত্যাদি।
তাই চলুন জেনে আসি, স্বপ্নে টাকা- পয়সা দেখলে কি হতে পারে তার আরও কিছু ব্যখ্যা।
১| টাকা কুড়িয়ে পাওয়া
যদি হঠাৎ স্বপ্নে দেখেন, রাস্তায় টাকা কুড়িয়ে পেয়েছেন তার মানে, আপনার রাস্তাটাই ঠিক।
মনের ভয় কাটিয়ে আত্মবিশ্বাস নিয়ে সেই পথে হাঁটা শুরু করুন। নিজের মনের ইচ্ছাকে গুরুত্ব দিন। সফলতা আসবেই।
ধরুন, আপনি স্বপ্নে দেখছেন রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা আপনি কাউকে দান করছেন।
তার মানে আপনার জীবনে অতি শীঘ্রই ভালো খবর আসতে চলেছে। দান- সদকা করার সুফল আপনি হাতেনাতে পাবেন।
২| স্বপ্নে কয়েনের শব্দ শোনা
অনেকে মনে করেন, স্বপ্নে কয়েনের শব্দ শোনা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়।
তবে মনোবিদরা মনে করেন, টাকা- পয়সা নিয়ে অতিরিক্ত চিন্তা করা একধরণের অসুস্থতার লক্ষণ।
একসময়ের অভাব- অনটন বা যে কারণেই হোক, অতিরিক্ত বৈষায়িক চিন্তা করার কারণে মষ্তিস্ক ক্লান্ত হয়ে অনেকসময় কয়েনের শব্দ পুনরাবৃত্তি করে। এটা অনেক সময় কৃপণতাও বোঝায়।
তাই বলা চলে, স্বপ্নে কয়েনের শব্দ শোনা ভালো লক্ষণ নয়।
৩| স্বপ্নে মূল্যবান কিছু খুঁজে পাওয়া
ধরুন, স্বপ্নে আপনি মূল্যবান কিছু যেমন মোহর বা গুপ্তধন খুঁজে পেলেন। আপনি খুশি হয়ে যাবেন। মনে মনে চাইবেন, ইশ! এই স্বপ্ন যদি বাস্তব হতো। কিন্ত স্বপ্নবিশারদরা মনে করেন, এই ধরণের অতিরঞ্জিত স্বপ্ন দেখা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। কেননা যা নেই আপনি তার পেছনে ছুটবেন আর যা বা যেটুকু পাওয়া সম্ভব তা ভুলে যাবেন। এজন্যই স্বপ্নে মূল্যবান কিছু খুঁজে পাওয়া ভালো অর্থ বহন করে না।
৪| টাকা জমা করা
স্বপ্নে যদি নিজেকে টাকা জমা করতে দেখেন সেটা মাটির ব্যাংক হোক বা সত্যিকারের ব্যাংক হোক। জেনে রাখুন, আপনার ধন লাভের সম্ভাবনা আছে এবং নিকট ভবিষ্যতে আয়ের উৎস বাড়বে।
৫| অন্য কারোর কাছ থেকে টাকা পাওয়া
যদি আপনি স্বপ্পে দেখেন আপনাকে কেউ নোট দিচ্ছে এটা ভালো ইঙ্গিত বহন করে। এর অর্থ হলো – আপনি যে কোনোভাবে অন্যের দ্বারা আপনি আর্থিকভাবে লাভবান হবেন।
উল্টোদিকে,আপনি কাউকে টাকা দিচ্ছেন এমন স্বপ্ন দেখলে এর অর্থ হলো- আপনার ঋণগ্রস্ত হবার সম্ভাবনা আছে। অতএব, খরচের ক্ষেত্রে সাবধান হয়ে যাবেন আর সঞ্চয়ে মনোযোগ দিন।
পরিশেষে, স্বপ্নে টাকা দেখলে ঘোর বিপদ এটা যেমন বলা চলে না। তেমনি স্বপ্নে টাকা- পয়সা দেখা বা টাকা কুড়িয়ে পাওয়া সবসময় ভালো অর্থ বহন করে এটাও বলা চলে না। তাই সবসময় হিসেব করে চলার অভ্যাস করুন। মনে রাখবেন, কৃপণতা আর হিসেব করে চলা দুটো এক জিনিস নয়। আর হঠাৎ কোনো উৎস থেকে অনেক টাকা পেলে, সেটা লটারি হোক বা পৈতৃক সম্পত্তি, খরচের ক্ষেত্রে সবসময় সচেতন থাকবেন।
তো পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।