আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
বিশাল এই পৃথিবীর প্রতিটা মানুষই অসম্ভব কল্পনা শক্তির অধিকারী হয়।তাই যে নিজের যাবতীয় সুখের চিন্তায় নানান কিছু চায়। কিন্তু চাইলে সব কিছু পাওয়া সম্ভন হয় না কখনোই।তাই সকল সখ পূরণ করা তার দ্বারা সম্ভব হয় না। কিন্তু সেই সখ যে মনে মনে কল্পনা করে বাচে। আর আমরা সেই কল্পনাকে স্বপ্ন নামে আখ্যায়িত করে থাকি।স্বপ্ন কখনো সত্যি হয় আবার কখনো তা কালের গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু তাই বলে মানুষ স্বপ্ন দেখা ছাড়ে না কখনোই।কারণ স্বপ্ন একমাত্র জিনিস যা তাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। নতুন করে বাচতে শেখায়।স্বপ্ন পূরণ হবে না জেনেও মানুষ কল্পনা করা কখনোই ছাড়ে না।একসময় সেই কল্পনা শক্তিকে ভর করে কঠোর মনোবল ও পরিশ্রমের মাধ্যমে সকল স্বপ্নকে বাস্তবে রুপ দেয়। তাই সকল কল্পনাপ্রেমী মানুষ কিংবা স্বপ্নপ্রেমী মানুষদের নিয়ে আমাদের আজকের কবিতাটি। আশা করি আপনাদের ভালো লাগবে।
স্বপ্ন নিয়ে কবিতা
ইচ্ছে করলে সকল স্বপ্ন হবে নাতো পূরণ
তাই বলে কি লাগাম টেনে স্বপ্নগুলো করব বারণ?
স্বপ্ন গুলো বেপরোয়া চলে তাদের ইচ্ছেমতো
অবিরাম খুশি বিলিয়ে দেয় মনের কোণে স্বপ্নগুলি।
কল্পনাগুলো স্বপ্ন দেখায় স্বপ্নেরা চালায় জীবন
সবার মনের সকল স্বপ্ন হবে একদিন পূরণ।
স্বপ্ন দেখো স্বপ্ন আঁকো স্বপ্ন নিয়ে থাকো
সবার উপর স্বপ্নটাকে যত্ন করে রাখো।
স্বপ্ন কাদায় স্বপ্ন হাসায় স্বপ্ন দেখায় আশার
আলো
স্বপ্ন দিয়েই মানুষ দেখে তোমার সকল ভালো
স্বপ্ন ছাড়া জীবন তোমার বিরাট মরূভূমি
স্বপ্ন দেখা বন্ধ হলে জীবন্মৃত তুমি।
ইচ্ছেগুলো পূরণ করতে দেখতে হবে স্বপ্ন
এভাবে সকল স্বপ্ন হবে একদিন পূরণ
স্বপ্ন তোমার স্বপ্ন আমার স্বপ্ন সকলের হয়
আশায় নিয়ে মানুষের অতিবাহিত হয়।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইক।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন