Cheap price backlink from grathor: info@grathor.com

হলুদ ফুল নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থান থেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়। হলুদ ফুল নিয়ে ক্যাপশন –

প্রকৃতিটির অপরূপ মহিমা ছড়িয়ে আছে আমাদের দেশের চারপাশে। প্রত্যেক ঋতুতে একেক রূপ ধারণ করে আমাদের এই দেশ। প্রত্যেক গাছ ই সুন্দর। কিন্তু প্রত্যেক গাছের সৌন্দর্যকে আরো অনেক খানি করে বাড়িয়ে দেয় ফুল। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি ফুল। তাই ফুল নিয়ে রচিত কাব্য কাহিনীর অন্ত নেই এই দেশে। আজ আমি আপনাদের হলুদ রংয়ের বিভিন্ন ফুল এর ক্যাপশন তুলে ধরব আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লাগবে :

১.হলুদ ফুল বন্ধুত্বের শীর্ষচিহ্ন।
২.আনন্দ কিংবা দুঃখের জীবনে হলুদ ফুল আমাদের পরম বন্ধু।
৩.প্রেম হলুদ ফুলের মতো; বন্ধুত্ব আশ্রয় গাছের মতো।
৪.তোমার চোখে হলুদ ফুল ,ভিজতে চায় আমার মন।

৫.শুকনো ডালে বসন্ত আসে হলুদ ফুল ফুটে
রংবাহারি ফুলের মেলায় ভ্রমর এসে জুট।
৬.প্রথমে হলুদ রং ভালো না লাগলেও হলুদ ফুলের মোঘতা আকৃষ্ট করে হলুদের প্রেমে পড়তে।
৭.কালো কালির কালো টান হলুদ ফুলের মিষ্টি গ্রান।
৮.হলুদ ফুল মিষ্টি সুবাস
চারদিকে শুধু হলুদের জয়জয়কার
৯.পারছো কি তুমি শুনতে
হলুদ আলোয় একঝাঁক সূর্যমুখীর গান
১০.চলার পথে হঠাৎ দেখা
হলুদ ফুল নিয়ে ……….

১১.কল্প ডানার স্বপ্ন হয়ে
হলুদ ফুলের ডালে
১৩.হলুদ রংয়ের ফুল যেমন রোদ ছাড়া ফুটতে পারে না
ঠিক তেমনি করে মানুষ ভালোবাসাহীন বাঁচতে পারেনা।
১৪.ফাল্গুনে বিকশিত হলুদ রঙয়ের ফুল
ডালে ডালে পুষ্পিত হলুদ আম্রকানন
১৫.হলুদিয়া ফুল মানুষকে বন্ধুত্বের শিক্ষা দেয়।

১৬ হলুদ ফুল মানে মায়াবতী
ফাগুন ফাগুন হাওয়া

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

14 Comments

Leave a Reply