হুয়াওয়ে মোবাইলের জন্য দুঃসংবাদ
হুয়াওয়ে মোবাইলের জন্য দুঃসংবাদ
হুয়াওয়ে মোবাইলে গুগল প্লেস্টোর, ইউটিউব,এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবেনা
কি খবর টা শুনে অবাক লাগছে ,জ্বি আমারও অবাক লাগছে । এর কারন হলো গুগল এর সাথে হুয়াওয়ে কোম্পানির যে চুক্তি ছিল তা বাতিল করা হয়েছে । তার কারনে এই রকম সমস্যা হয়েছে ।
হুয়াওয়ে কোম্পানি টি একটি চিনা কোম্পানি । এর উপর নিষেধাজ্ঞা র কারনে গুগল তাদের সাথে বানিজ্য চুক্তি উঠিয়ে নেয় ,আর একারনে হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের প্লেস্টোর, ইউটিউব, এবং সর্বোপরি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না , তার মানে দাড়ালো , মোবাইল টাকে অন করাই যাবে না ।
আমরা হয়তো অনেকেই জানিনা, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম টার কারনে আমাদের মোবাইল ফোন টা চালু হয় , আর সেটাই যদি না থাকে তাহলে কি ফোন দিয়ে কি হবে । বন্ধ হয়ে পড়ে থাকবে । যারা নতুন মোবাইল ফোন কিনেছে তারা কি করবে ?
এরকম আরো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে । তাহলে কি হুয়াওয়ে মোবাইল অচল?
আবার এরকমও শুনা যাচ্ছে, তারা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে, তারা একটা নামকরা কোম্পানি, তাইনা! তাদের তো টিকে থাকতে হবে । তাই তারা নতুন অপারেটিং সিস্টেম চালু করবে ।
তাদের অপারেটিং সিস্টেমের নাম টা তারা” হুমেং ” রাখছেন বলে জানা গেছে ।