Cheap price backlink from grathor: info@grathor.com

হুয়াওয়ে মোবাইলের জন্য দুঃসংবাদ

হুয়াওয়ে মোবাইলের জন্য দুঃসংবাদ 

 

হুয়াওয়ে মোবাইলের জন্য দুঃসংবাদ

হুয়াওয়ে মোবাইলে গুগল প্লেস্টোর, ইউটিউব,এবং এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলবেনা

কি খবর টা শুনে অবাক লাগছে ,জ্বি আমারও অবাক লাগছে । এর কারন হলো গুগল এর সাথে হুয়াওয়ে কোম্পানির যে চুক্তি ছিল তা বাতিল করা হয়েছে । তার কারনে এই রকম সমস্যা হয়েছে ।

হুয়াওয়ে কোম্পানি টি একটি চিনা কোম্পানি । এর উপর নিষেধাজ্ঞা র কারনে গুগল তাদের সাথে বানিজ্য চুক্তি উঠিয়ে নেয় ,আর একারনে হুয়াওয়ে স্মার্টফোনে গুগলের প্লেস্টোর, ইউটিউব, এবং সর্বোপরি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে না , তার মানে দাড়ালো , মোবাইল টাকে অন করাই যাবে না ।

আমরা হয়তো অনেকেই জানিনা, এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম টার কারনে আমাদের মোবাইল ফোন টা চালু হয় , আর সেটাই যদি না থাকে তাহলে কি ফোন দিয়ে কি হবে । বন্ধ হয়ে পড়ে থাকবে । যারা নতুন মোবাইল ফোন কিনেছে তারা কি করবে ?

এরকম আরো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে । তাহলে কি হুয়াওয়ে মোবাইল অচল?

আবার এরকমও শুনা যাচ্ছে, তারা তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম চালু করতে যাচ্ছে, তারা একটা নামকরা কোম্পানি, তাইনা! তাদের তো টিকে থাকতে হবে । তাই তারা নতুন অপারেটিং সিস্টেম চালু করবে ।

তাদের অপারেটিং সিস্টেমের নাম টা তারা” হুমেং ” রাখছেন বলে জানা গেছে ।

Related Posts

6 Comments

Leave a Reply