আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
বর্তমানে অনলাইনে ইনকাম করার প্রসেস টি যেন দ্রুত বেড়ে চলেছে। আর আমাদের দেশে বর্তমানে শিক্ষিত বেকারের সংখ্যা রয়েছে প্রচুর।সেক্ষেত্রে অনলাইন থেকে ইনকাম করার সিস্টেম কি আজকাল বেড়ে চলেছে।
আর তাই বাড়ছে ওয়েবসাইট এবং ব্লগ সাইটে কাজ করার মানুষের সংখ্যা। এখন কথা হল 2021 সালে এসে একজন নতুন ব্লগার যখন bloggers এ ব্লগিং সাইট খুলে ব্লগিং শুরু করছে সে ক্ষেত্রে প্রতিযোগিতা তুলনামূলকভাবে বেড়ে চলে। যার কারণে অধিক ভুলের সংখ্যা ও একজন নতুন ব্লগার করে থাকছে প্রতিনিয়ত।
সবশেষে রেজাল্ট হিসেবে দেখা যাচ্ছে এক মাস দুমাস কাজ করার পর একজন নতুন ব্লগার সে কাজটি করা ছেরে দিচ্ছে।কারণ তার এটি নিয়ে পর্যাপ্ত জ্ঞান নেই।
তাই আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের আর্টিকেলটি পুরো করবেন। কারণ আজকের আর্টিকেলে আমি বলব নতুন ব্লগার রা কি কি ভুল করে থাকছেন।
ভুল ১ :সর্বপ্রথম আপনাদের যে ভুলটি সেটি হচ্ছে আপনারা কপি করে আপনার ব্লগে পোস্ট করেন। কারন একজন নতুন ব্লগার বুঝতে পারে না যে কপি করে পোস্ট করলে তার ব্লগের জন্য কি কি ক্ষতি হতে পারে।
কিন্তু পোস্ট প্রতিনিয়ত অনেক ব্লগারই করছে, আপনি যদি কপি করে পোস্ট করেন তাহলে কেন তার পোস্টে ভিজিটর আসবে বলুন। আর অন্য ক্ষেত্রে, কপি না করলেও দেখা যাচ্ছে একই পোস্টে আপনি করছেন। যে পোস্ট গুগোল একাধিক রয়েছে।
তা অবশ্যই নতুন ব্লগিং যদি করে থাকেন, 50 টি পোস্ট অবস্যই করবেন অ্যাডসেন্স পাওয়ার আগে।তার মধ্যে 30 টি পোস্ট অবস্যই ইউনিক হতে হবে। প্রত্যেক পোষ্টের শব্দ 1000 থেকে 2000 হতে হবে।
ভুল ২ : ব্লগে ভিজিটর আসার আগেই অ্যাডসেন্স নিয়ে ভাবতে শুরু করেন।এইটা আপনার ভুল।কারণ আপনি তখনই অ্যাডসেন্স নিয়ে ভাববেন যখন কমপক্ষে আপনার ব্লগে প্রতিদিন 50 থেকে 100 ভিজিটর আসবে।
কারণ নাহলে আপনার ইনকাম কিভাবে হবে?ভিজিটর না থাকলে আপনার এড ক্লিক করবে কে, আর তাই আপনার অবশ্যই আগে সঠিকভাবে ব্লগকে গুগলে রেঙ্ক করতে হবে।নিয়মিত পোস্ট করতে হবে।
সবচেয়ে ভালো হয় সপ্তাহে ১টি পোস্ট করুন এডসেন্স পাওয়ার পর আর প্রত্যেক পোস্ট কমপক্ষে ১০০০-২০০০ শব্দের করে লিখুন।তাহলে আপনার পোস্টের মান অনেক ভালো হবে।
ভুল ৩ :নতুন ব্লগাররা অল্পতেই হতাশ হয়ে যায়।তারা ভাবে যে তাদের পোস্ট গুগলে ইনডেক্স তো করছে কিন্তু ইনডেক্স হচ্ছে না।এইটা আপনাদের ভুল, কারণ গুগলে ইনডেক্স হলেই যে আপনার ব্লগে হাজার হাজার ভিজিটর আসবে এইটা না।
আপনার পোস্ট যদি উপযোগী না হয় তাহলে ভিজিটর কেনো আপনার ব্লগে আসবে।সুতরাং সমস্ত কিছুর মুলে হলো আপনার পোস্ট কিংবা কনটেন্ট।তাই বলা হয় যে ” Content Is King ”
নিয়মিত এসইও করলে যদি URL Is Not On Google এইটা দেখায় তাহলে বার বার ইনডেক্স এর জন্য রিকোয়েস্ট করুন 100% ইনডেক্স হয়ে যাবে।
ভুল ৪ : ব্লগিং যখন করবেন ভাবছেন তখন অল্পতে নিজেকে হতাশ করে নইলে কখনও ইনকাম করতে পারবেন না।তাই হতাশ হবেন না কোনমতে।একবার যদি আপনার ব্লগ সাইট গুগলে রেঙ্ক করে প্রতিদিন আপনার 5-10 ডলার সহজেই ইনকাম হবেন।
আর ওয়েবসাইট স্পীড অবশ্যই ভালো থাকা লাগবে তাই ভালো হোস্টিং ব্যবহার করুন।
আসা করি বুঝে গিয়েছেন যে ২০২১ সালে এসে যদি আপনি ব্লগিং করতে চান কিংবা নতুন যদি কাজ শুরু করতে চান অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনার।এসব বিষয় মেনে যদি ব্লগিং করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন।কম হলেও পাশে ইনকাম করতে পারবেন ৩০০ডলার। সুতরাং কাজ শুরু করে দিন সফল হওয়ার লক্ষ্যে।